মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ | Exogenous Processes and Landforms Questions Answers

 

মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ | Exogenous Processes and Landforms Questions Answers
মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ | Exogenous Processes and Landforms Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ | Exogenous Processes and Landforms Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ | Exogenous Processes and Landforms Questions Answers।




মাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ | Exogenous Processes and Landforms Questions Answers                          

 1. পৃথিবীর উচ্চতম জলপ্রপাতটির নাম লেখো।


উত্তর:- ভেনেজুয়েলার অ্যাঞ্জেল


2. পৃথিবীর দীর্ঘতম নদীটির নাম লেখো।


উত্তর:- নীলনদ


3. ইংরেজি ‘I’ আকৃতির নদী উপত্যকাকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- ক্যানিয়ন


4. পলিশঙ্কু গঠিত হয় নদীর কোন গতিতে?


উত্তর:- উচ্চ ও মধ্য গতির সংযোগস্থলে


5. শুষ্ক অঞ্চলে কোমল শিলার ওপর গঠিত নদী উপত্যকা কী নামে পরিচিত?


উত্তর:- ক্যানিয়ন


6. পার্বত্য প্রবাহে নদীর দুই পাশে যেসব সমান বা অসমান ধাপের মতো অল্প বিস্তৃত ভূভাগের সৃষ্টি হয়, তাকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- নদীমঞ্চ


7. অতিগভীর V আকৃতির উপত্যকাকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- গিরিখাত


8. মন্থকূপ সৃষ্টি হয় যার ক্ষয়কার্যের ফলে সেটি লেখো।


উত্তর:- নদীর


9. পলল শঙ্কু দেখা যায় কোন স্থানে?


উত্তর:- পর্বতের পাদদেশে


10. পৃথিবীর বৃহত্তম জলপ্রপাতটির নাম লেখো।


উত্তর:- স্ট্যানলি বা বোয়ামা


11. পৃথিবীর প্রশস্ততম জলপ্রপাতটি লেখো। 


উত্তর:- মেকং নদীর খোন


12. কোন্ প্রাকৃতিক শক্তির ক্ষয়কার্যের ফলে মন্থকূপ সৃষ্টি হয়ে থাকে?


উত্তর:- নদী


13. ভারতের বৃহত্তম নদীমধ্যস্থ দ্বীপ বা চর টির নাম লেখো।


উত্তর:- মাজুলি দ্বীপ


14. পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপটির নাম লেখো।


উত্তর:- ইলহা-দ্য-মারাজো


15. পৃথিবীর বৃহত্তম নদী দ্বীপটি কোথায় অবস্থিত?


উত্তর:- আমাজন নদীতে


16. পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোথায় অবস্থিত?


উত্তর:- গঙ্গা-ব্রক্ষ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ


17. পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের ভাণ্ডারটি কী?


উত্তর:- হিমবাহ


18. পৃথিবীর ধীরতম হিমবাহ কোনটি?


উত্তর:- অ্যান্টার্কটিকার মেসার্ভ


19. হিমশৈলের কত ভাগ সমুদ্রজলের উপরে অবস্থান করে?


উত্তর:- 1/9 ভাগ


20. ম্যাটারহর্ন শৃঙ্গ একটি কী ধরনের চূড়ার উদাহরণ?


উত্তর:- পিরামিড চূড়া


21. বড়ো হাতলওয়ালা ডেক চেয়ারের মতো ভূমিরূপকে ফরাসি ভাষায় কী বলা হয়?


উত্তর:- সার্ক


22. সাটল্যান্ডের এডিনবরা ক্যাসল একটি কীসের উদাহরণ?


উত্তর:- ক্র্যাগ


23. ঢাল পর্বতগাত্র ও হিমবাহের মধ্যে যে ফাঁক দেখা যায়, তাকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- বার্গস্রুন্ড


24. বায়ুর অবনমন ক্ষয়ের ফলে সৃষ্ট গর্তকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- ধান্দ


25. অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- বাখান।

 

আরও পড়ুন:- 100+ ভূগোল জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post