সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 13th August 2024 Current Affairs in Bengali Quiz | 13th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 13th August 2024 Current Affairs in Bengali Quiz | 13th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
13th August 2024 Current Affairs in Bengali Quiz | 13th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. "বিশ্ব অঙ্গ দান দিবস" (World Organ Donation Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 13th আগষ্ট
2.সম্প্রতি প্রয়াত যামিনী কৃষ্ণমূর্তি পেশায় কী ছিলেন?
উত্তর:- নৃত্যশিল্পী
3. সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া 'Cultural Landscape of Kenozero Lake' কোন দেশে অবস্থিত?
উত্তর:- রাশিয়া
4. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অ্যালুমিনিয়াম উৎপাদনে ভারতের স্থান কত?
উত্তর:- দ্বিতীয়
5. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী Price Monitoring System Version 4.0 মোবাইল অ্যাপ লঞ্চ করেছেন?
উত্তর:- প্রহ্লাদ জোশী
6. সম্প্রতি প্রকাশিত Travel & Tourism Development Index 2024 -এ ভারতের স্থান কত?
উত্তর:- ৩৯তম
7. সম্প্রতি ভারতের চতুর্থ 'World Craft City' এর মর্যাদা পেয়েছে কোন শহর?
উত্তর:- শ্রীনগর
8. সম্প্রতি কোন রাজ্য সরকার 'Goem Vinamulya Vij Yevjan' স্কিম লঞ্চ করেছে?
উত্তর:- গোয়া
9. লক্ষ্মণ প্রসাদ আচার্য সম্প্রতি কোন রাজ্যের নতুন রাজ্যপাল হিসেবে নিযুক্ত হলেন?
উত্তর:- আসাম
10. সম্প্রতি ইউনেস্কো হেরিটেজ মর্যাদা পাওয়া 'Schwerin Residence Ensemble' কোন দেশে অবস্থিত?
উত্তর:- জার্মানি।
আরও পড়ুন:- 12th আগষ্ট 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স