100 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | All Exam History Questions Answers in Bengali PDF

 

100 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | All Exam History Questions Answers in Bengali PDF
100 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | All Exam History Questions Answers in Bengali PDF

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 100 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | All Exam History Questions Answers in Bengali PDF. প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 100 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | All Exam History Questions Answers in Bengali PDF



100 ইতিহাস গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF | All Exam History Questions Answers in Bengali PDF

1. ‘সব লাল হো যায়েগা’ শ্লোগানটি কার?

উত্তরঃ- ‘সব লাল হো যায়েগা’ কথাটি রণজিৎ সিংহের। 

2. সগৌলির সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?

উত্তরঃ- সগৌলির সন্ধি ১৮১৬ খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে নেপালি নেতা অমরসিং থাপার মধ্যে স্বাক্ষরিত হয়। 


3. ইয়ান্দাবুর সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয় হয়?

উত্তরঃ- ইয়ান্দাবুর সন্ধি ১৮২৬ খ্রিস্টাব্দে ইংরেজদের সঙ্গে ব্রহ্মদেশের রাজার হয়েছিল।

4. ভারতের প্রধান কুটির শিল্প কী ছিল?

উত্তরঃ- ভারতের প্রধান কুটির শিল্প ছিল বস্ত্র শিল্প।

5. বাংলার কোন্ বস্ত্রশিল্পের খ্যাতি পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছিল?

উত্তরঃ- বাংলার মসলিনের খ্যাতি পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়েছিল।

6. মসলিনের বস্ত্র কী?

উত্তরঃ- মসলিন বস্ত্র হল বাংলাদেশের ঢাকার তাঁতিদের বোনা একপ্রকার অতি সূক্ষ্ম বস্ত্র।

7. ভারতের সর্বাপেক্ষা বেশি রপ্তানি দ্রব্য কী ছিল?

উত্তরঃ- ভারতের সর্বাপেক্ষা বেশি রপ্তানি দ্রব্য ছিল সুতি ও রেশম বস্ত্র।

8. শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে কোন্ কোন্ কাঁচামালের চাহিদা বাড়ে?

উত্তরঃ- শিল্প বিপ্লবের ফলে ইংল্যান্ডে তুলো, নীল, পাট ইত্যাদি কাঁচামালের চাহিদা বাড়ে।

9. ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কী ছিল?

উত্তরঃ- ১৮১৩ খ্রিস্টাব্দের সনদ আইনের দ্বারা ইস্ট-ইন্ডিয়া কোম্পানির ভারতে একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে।

10. ‘বোর্ড অব রেভিনিউ' কে গঠন করেছিলেন?

উত্তরঃ- 'বোর্ড অব রেভিনিউ' গঠন করেন ওয়ারেন হেস্টিংস।


11. পাঁচসালা বন্দোবস্ত কে, কবে চালু করেছিলেন?

উত্তরঃ- পাঁচসালা বন্দোবস্ত চালু করেন ওয়ারেন হেস্টিংস ১৭৭২ খ্রিস্টাব্দে।

12. আমিনি কমিশন কে, কেন গঠন করেছিলেন?

উত্তরঃ- আমিনি কমিশন ওয়ারেন হেস্টিংস বাংলার ভূমি-বন্দোবস্ত ও ভূমিরাজস্ব ব্যবস্থা সম্পর্কে বিস্তৃত তথ্য জানার জন্য গঠন করেছিলেন।

13. কে, কবে দশসালা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন?

উত্তরঃ- লর্ড কর্ণওয়ালিস দশসালা বন্দোবস্ত চালু করেছিলেন ১৭৯০ খ্রিস্টাব্দে।

14. কে, কবে চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেছিলেন?

উত্তরঃ- লর্ড কর্ণওয়ালিস ১৭৯৩ খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত প্রচলন করেন।

15. রায়তওয়ারি ব্যবস্থা কোথায় প্রচলিত হয়?

উত্তরঃ- রায়তওয়ারি ব্যবস্থা মাদ্রাজ, মহীশূর, মহারাষ্ট্র প্রভৃতি স্থানে প্রচলিত হয়।


PDF টি সম্পূর্ণ ডাউনলোড করার জন্য নিচে দেওয়া লিঙ্কে Click করুন


File Details:-

File Name:-  All Exam History Questions Answers PDF  [www.ajjkal.com]
File Format:- Pdf
Quality:- High
Size:-  3 Mb File
Location:- Google Drive

Click Here To Download

Previous Post Next Post