সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- জলবায়ুর শ্রেণিবিভাগ | Classification of Climates Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- জলবায়ুর শ্রেণিবিভাগ | Classification of Climates Questions Answers ।
উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- জলবায়ুর শ্রেণিবিভাগ | Classification of Climates Questions Answers
1. কোপেন জলবায়ুর শ্রেণিবিভাগে Af বলতে কোন অরণ্যকে বুঝিয়েছেন?
উত্তর:- ক্রান্তীয় বৃষ্টি অরণ্যকে
2. ‘Daldrums’ দেখা যায় কোন অঞলে?
উত্তর:- নিরক্ষীয় অঞলে
3. ব্রিকফিল্ডার বলতে কি বোঝো?
উত্তর:- স্থানীয় বায়ুকে
4. কোন মেঘকে ‘Four O’clock Rain’ বলা হয়ে থাকে?
উত্তর:- কিউমুলোনিম্বাস মেঘকে
5. ভূমধ্যসাগরীয় অঞলে ঘূর্ণিঝড় হয় কোন ঋতুতে?
উত্তর:- শীতকালে
6. নিরক্ষীয় জলবায়ু অঞলে সারাবছর মূলত কটি ঋতু লক্ষ করা যায়?
উত্তর:- ১টি
7. মধ্য অক্ষাংশীয় অঞলে মহাদেশের পশ্চিমে কোন ধরনের জলবায়ু লক্ষ করা যায়?
উত্তর:- ভূমধ্যসাগরীয়
8. নিরক্ষীয় অঞলে বার্ষিক গড় উষ্ণতার পরিমাণ কত ডিগ্রি সেলসিয়াস?
উত্তর:- ২৬°সে.
9. জেট বায়ুপ্রবাহ দেখা যায় কোন স্তরে?
উত্তর:- ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে
10. চিলির ভূমধ্যসাগরীয় ঝোপঝাড়কে কী নামে পরিচিত?
উত্তর:- ম্যাটারোল
11. জিওস্ট্রফিক বায়ু কোথায় সৃষ্টি হয়?
উত্তর:- ঊধ্ব আকাশে চাপজনিত শক্তি ও কোরিওলিস বল সমান হওয়ার ফলে এই ধরনের বায়ুর সৃষ্টি হয়।
12. খামসিন বলতে কি বোঝো?
উত্তর:- আফ্রিকা মহাদেশের মিশরের বালিয়াড়িতে প্রবাহিত এক প্রকার উষ্ণ-শুষ্ক স্থানীয় বায়ুকে বলা হয়ে থাকে খামসিন।
13. ফিনবস বলতে কি বোঝো?
উত্তর:- দক্ষিণ আফ্রিকায় ছোটো ছোটো ফুলে ঢাকা যে ঝোপঝাড় জন্মায় সেগুলিকে স্থানীয় ভাষায় ফিনবস বলা হয়ে থাকে।
14. জলবায়ু কাকে বলতে কি বোঝো?
উত্তর:- আবহাওয়ার বিভিন্ন উপাদান যথা- উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ প্রভৃতির 30–35 বছরের গড় অবস্থাকে সেই স্থানের জলবায়ু বলা হয়।
15. হ্যারিকেন কোন কোন স্থানে লক্ষ করা যায়?
উত্তর:- পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ, মেক্সিকো উপকূল, উত্তর আটলান্টিক, এবং উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে হ্যারিকেন লক্ষ করা যায়।
16. জলবায়ু অঞল কীভাবে নির্ণয় করা হয়ে থাকে?
উত্তর:- প্রধানত উষ্ণতা ও বৃষ্টিপাতের মধ্যে সমতা লক্ষ করেই জলবায়ু অঞল নির্ণয় হয়ে থাকে?
17. নিরক্ষীয় জলবায়ু এশিয়া মহাদেশের লক্ষ করা যায়?
উত্তর:- এশিয়া মহাদেশের দক্ষিণ-পূর্ব এশিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও মায়ানমারের দক্ষিণে নিরক্ষীয় জলবায়ু লক্ষ করা যায়।
18. সীমান্ত বলতে কি বোঝো?
উত্তর:- যেকোনো দু’টি সম্পূর্ণ বিপরীতধর্মী বায়ুপুঞ্জের মধ্যবর্তী স্থানকে সীমান্ত বলা হয়ে থাকে।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF