উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- মৃত্তিকা | Soil Related Questions Answers in Bengali

 

উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- মৃত্তিকা | Soil Related Questions Answers in Bengali
উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- মৃত্তিকা | Soil Related Questions Answers in Bengali

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- মৃত্তিকা | Soil Related Questions Answers in Bengali  . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- মৃত্তিকা | Soil Related Questions Answers in Bengali।




উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- মৃত্তিকা | Soil Related Questions Answers in Bengali      

1. তুন্দ্রা মৃত্তিকার নীচে অবস্থিত চিরতুষার স্তরকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- পার্মাফ্রস্ট


2. মৃত্তিকার B স্তরে অদ্রবণীয় পদার্থের ক্ষয়ের ফলে গঠিত একটি কঠিন আবরণকে কী বলা হয়ে থাকে? 


উত্তর:- ডুরিক্রাস্ট


3. কৃয় মৃত্তিকার অপর নাম লেখো।


উত্তর:- রেগুর


4. চেস্টনাট ও সিরোজম হলো একপ্রকারের কী?


উত্তর:- মরু অঞলের মৃত্তিকা


5. হার্ডপ্যান লক্ষ করা যায় কোন ধরনের মৃত্তিকায়?


উত্তর:- ল্যাটেরাইট


6. মৃত্তিকার উল্লম্ব প্রস্থচ্ছেদকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- পরিলেখ


7. মৃত্তিকার সব স্তর দেখা যায় কোন ধরনের মৃত্তিকায়?


উত্তর:- পরিণত মৃত্তিকায়।


8. ভূত্বকের উপরিভাগে আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে বলা কী বলা হয়?


উত্তর:- রেগোলিথ


9. জৈব পদার্থের পরিমাণ কম থাকে কীসে?


উত্তর:- B হরাইজনে


10. এলুভিয়েশন প্রক্রিয়া লক্ষ করা যায় কোন স্তরের মৃত্তিকায়?


উত্তর:- A স্তরে


11. মৃত্তিকাবিজ্ঞানের যে অংশে মৃত্তিকা ও উদ্ভিদের পারস্পরিক সম্পর্ক নিয়ে আলোচনা করা হয় তাকে কী বলে?


উত্তর:- ইডফোলজি


12. মৃত্তিকার pH-এর মান 7-এর কম হলে তাকে কী বলা হয়?


উত্তর:- আম্লিক


13. মৃত্তিকাবিজ্ঞানের জনক কাকে বলা হয়?


উত্তর:- ডকুচেভ


14. মৃত্তিকা পরিলেখের ধারণা সর্বপ্রথম কে দিয়েছিলেন?


উত্তর:- ডকুচেভ


15. মৃত্তিকার ‘A’ ও ‘B’ স্তরকে একত্রে বলে কী বলা হয়?


উত্তর:- সোলাম


16. আবহবিকারের ফলে সৃষ্ট শিথিল শিলাচূর্ণ কী নামে পরিচিত?


উত্তর:- রেগোলিথ


17. মৃত্তিকার প্রাথমিক কণাগুলি সমষ্টিতে পরিণত হয়ে একক গঠন করলে তাকে কী বলা হয়ে থাকে? 


উত্তর:- পেড


18. ইলুভিয়েশন প্রক্রিয়া লক্ষ করা যায় কোন স্তরের মৃত্তিকায়?


উত্তর:- B স্তরে


19. অ্যালুমিনিয়াম ও লৌহ অক্সাইড মিশ্রিত মৃত্তিকাকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- ল্যাটেরাইট


20. প্রেইরি ও স্তেপ তৃণভূমি অঞলে কোন ধরনের মৃত্তিকা লক্ষ করা যায়?


উত্তর:- চারনোজেম মৃত্তিকা


21. পিট বা বগ মৃত্তিকা দেখা যায় কোথায়?


উত্তর:- জলাভূমিতে


22. চুনাপাথর ও মার্বেল থেকে সৃষ্ট মৃত্তিকাকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- রেনজিনা


23. মরুপ্রায় ও মরুভূমি অঞলে লবণাক্ত মৃত্তিকা গঠনের প্রক্রিয়াকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- স্যালিনাইজেশন।

 

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post