উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- জলনির্গম প্রণালী বা নদীনকশা | Drainage System and River Design Questions Answers

 

উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- জলনির্গম প্রণালী বা নদীনকশা | Drainage System and River Design Questions Answers
উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- জলনির্গম প্রণালী বা নদীনকশা | Drainage System and River Design Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- জলনির্গম প্রণালী বা নদীনকশা | Drainage System and River Design Questions Answers  . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- জলনির্গম প্রণালী বা নদীনকশা | Drainage System and River Design Questions Answers।




উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- জলনির্গম প্রণালী বা নদীনকশা | Drainage System and River Design Questions Answers      

1. ল্যাকোলিথ বা ব্যাথোলিথের উপর সৃষ্ট নদীনকশা কীরকম হয়?


উত্তর:- কেন্দ্রবিমুখ


2. লতাগাছের মাচা আকৃতির নদীনকশাকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- জাফরিরূপী


3. ভূপৃষ্ঠে নদী গঠিত নিয়মিত ঢালযুক্ত অবনত স্থানকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- নদী উপত্যকা


4. প্রধান নদী তার উপনদী ও শাখা-প্রশাখা নিয়ে যে অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয় সেই অঞ্চলকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- নদী অববাহিকা


5. পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকাকে যে উচ্চভূমি পৃথক করে রাখে তাকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- জলবিভাজিকা


6. ভারতের গোদাবরী, কৃষ্ণা, কাবেরী নদী অববাহিকায় কী ধরনের জলনিৰ্গম প্রণালী দেখা যায়?


উত্তর:- বৃক্ষরূপী জলনিৰ্গম প্রণালী


7. ড্রেনড্রনের অর্থ লেখো।


উত্তর:- বৃক্ষ


8. ভারতের নর্মদা, শোন প্রভৃতি নদী উপত্যকায় কী ধরনের জলনিৰ্গম প্রণালী দেখা যায়? 


উত্তর:- পিনেট


9. নদীজালিকার জ্যামিতিক আকৃতি এক প্রকারের কী? 


উত্তর:- নদীনকশা


10. গম্বুজ ভূগঠনে কঠিন ও কোমল শিলাস্তরকে ভিত্তি করে গড়ে উঠা নদীনকশাকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- অঙ্গুরীয়াকার বা অ্যানুলার


11. পরবর্তী নদী বলতে কি বোঝো?


উত্তর:- অনুগামী নদী উপত্যকার দু’দিক থেকে যেসমস্ত নদী উৎপত্তি লাভ করে শিলার আয়াম বরাবর উপত্যকা সৃষ্টি করে অনুগামী নদীর সাথে সমকোণে এসে মিলিত হয়, তখন তাদের পরবর্তী নদী বলা হয়ে থাকে।


12. বিপরা নদী বলতে কি বোঝো?


উত্তর:- যেসমস্ত নদী অনুগামী নদীর বিপরীতে অর্থাৎ ঢালের বিপরীত দিকে প্রবাহিত হয়, তাদেরকে বিপরা নদী বলা হয়ে থাকে।


13.পুনর্ভবা নদী বলতে কি বোঝো?


উত্তর:- ভূভাগ গঠনের দ্বিতীয় পর্যায়ে সৃষ্টি হয়ে যেসমস্ত নদী অনুগামী নদীর দিকেই প্রবাহিত হয়, তাদের পুনর্ভবা নদী বলা হয়ে থাকে।


14. অসংগত নদী বলতে কি বোঝো?


উত্তর:- যেসমস্ত নদীর গঠন ভূমিভাগের প্রাথমিক ঢাল, শিলার প্রকৃতি ও বিন্যাস, ভূতাত্ত্বিক গঠন, নদীর বয়স ইত্যাদি অনুসারে নির্ধারিত হয় না, সেই সমস্ত নদীকে অসংগত নদী বলা হয়ে থাকে।


15. অধ্যারোপিত নদী বলতে কি বোঝো?


উত্তর:- নতুন সঞ্চিত শিলাস্তরের উপর গঠিত কোনো নদী যদি নীচের প্রাচীন শিলার উপর অধিষ্ঠিত হয়, তাকে বলা হয়ে থাকে অধ্যারোপিত নদী। সুবর্ণরেখা নদীতে এধরনের অবস্থান দেখা যায়।


16. অন্তবাহিনী নদী বলতে কি বোঝো?


উত্তর:- যেসমস্ত নদী দেশের প্রান্তসীমা অতিক্রম না করে দেশের অভ্যন্তরভাগেই সীমাবদ্ধ থাকে, তাদের অন্তর্বাহিনী নদী বলা হয়। যেমন – ভারতের লুনি নদী।


17. উপনদী বলতে কি বোঝো?


উত্তর:- কোনো প্রধান বা মূল নদীর গতিপথের দু’পাশ থেকে ছোটো ছোটো জলধারা বা নদী, মূল নদীতে এসে মিলিত হলে, সেই সমস্ত নদীকে বলা হয় উপনদী।


18. শাখানদী বলতে কি বোঝো?


উত্তর:- কোনো প্রধান বা মূল নদী থেকে যে সমস্ত ছোটো ছোটো শাখার আকারে জলধারা বেরিয়ে আসে, সেগুলিকে বলা হয় শাখানদী।


19. ধারণ অববাহিকা বলতে কি বোঝো?


উত্তর:- কোনো মূল নদী, তার বিভিন্ন উপনদী ও শাখানদী যে সমস্ত অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়, সেই অঞ্চলটিকে বলা হয়ে থাকে মূল নদীর অববাহিকা বা ধারণ অববাহিকা।

 

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post