উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- সামুদ্রিক প্রক্রিয়াসমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ | Marine Processes and Associated Landforms Questions Answers

উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- সামুদ্রিক প্রক্রিয়াসমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ | Marine Processes and Associated Landforms Questions Answers

উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- সামুদ্রিক প্রক্রিয়াসমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ | Marine Processes and Associated Landforms Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- সামুদ্রিক প্রক্রিয়াসমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ | Marine Processes and Associated Landforms Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- সামুদ্রিক প্রক্রিয়াসমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ | Marine Processes and Associated Landforms Questions Answers।




উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- সামুদ্রিক প্রক্রিয়াসমূহ ও সংশ্লিষ্ট ভূমিরূপ | Marine Processes and Associated Landforms Questions Answers      

1. তটভূমির ওপর সমুদ্রের তরঙ্গের সঞ্চয়ের ফলে গঠিত ভূমিভাগকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- সৈকতবেলাভূমি


2. মূল ভূমিভাগ ও পুরোদেশীয় বাঁধের মাঝখানে গঠিত অগভীর জলাভূমিকে কী বলা হয়ে থাকে? 


উত্তর:- লেগুন উপহ্রদ


3.কর্ণাটক ও কেরালার উপকুল কোন ধরনের উপকূলের উদাহরণ?


উত্তর:- যৌগিক উপকুল


4. সমুদ্রতরঙ্গ সৃষ্টির প্রধান কারণ উল্লেখ করো।


উত্তর:- বায়ুপ্রবাহ


5. হিমবাহ অধ্যুষিত অঞ্চলে কী লক্ষ করা যায়?


উত্তর:- ফিয়র্ড উপকুল


6. ভারতের পূর্ব উপকূল কোন ধরনের উপকূলের উদাহরণ?


উত্তর:- উত্থিত উপকূল


7. পূর্বতন যুগোশ্লাভিয়ার উপকূল কোন ধরনের উপকূলের উদাহরণ?


উত্তর:- ডালমেশিয়ান উপকুল


8. কেরলের উপকূলের উপহ্রদকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- কয়াল


9. সৈকতভূমির ওপর সৃষ্ট আঁকাবাঁকা শিরার মতো ভূমিরূপকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- সৈকতশিরা


10. নরওয়ে ও সুইডেনের উপকূল কোন ধরনের উপকূলের উদাহরণ?


উত্তর:- ফিয়র্ড উপকুল


11. উন্মুক্ত সমুদ্রপৃষ্ঠের ওপর বায়ু বাধাহীনভাবে প্রবাহিত হয়, এই উন্মুক্ততাকে কী বলা হয়ে থাকে? 


উত্তর:- ফেচ


12. তরঙ্গ কর্তিত মঞ্চ দেখা কোন উপকুলে?


উত্তর:- কোঙ্কণ উপকুলে


13. বিশ্বের বৃহত্তম প্রবাল প্রাচীর গ্রেট বেরিয়ার রিফ কোন দেখা যায়?


উত্তর:- অস্ট্রেলিয়ার উপকূলে


14. ফদেল আকৃতির একটি উপকূলের নাম লেখো। 


উত্তর:- রিয়া উপকূল


15. হিমবাহ উপত্যকা নিমজ্জিত হয়ে সৃষ্টি হওয়া উপকূলকে কী বলা হয়?


উত্তর:- ফিয়র্ড উপকূল


16. উপকূলের সামনের অংশকে কী বলা হয়ে থাকে? 


উত্তর:- তটভূমি


17. উপসাগরের সামনে সৃষ্ট স্পিট ক্রমশ প্রসারিত হয়ে কী গঠিত হয়ে থাকে?


উত্তর:- বে-বার বা উপসাগর বাঁধ


18. নিম্নতম জলসীমা থেকে জোয়ারের জলসীমার গড় উচ্চতা পর্যন্ত বিস্তৃত অংশটিকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- সম্মুখ তটভূমি


19. সম্মুখ তটভূমির নিম্নতম স্থান থেকে মহীসোপানের শেষ পর্যন্ত অংশটিকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- পুরোদেশ তটভূমি বা মগ্ন তটভূমি


20. সমুদ্র যেখানে এসে স্থলভাগে মিলিত হয়, সেই সীমারেখাকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- তটরেখা


21. প্রবালকীটের জন্য জলের উন্নতা প্রায় কত ডিগ্রি সে. হওয়ার প্রয়োজন হয়?


উত্তর:- প্রায় 179-33° সে.


22. সর্বাধিক পরিমাণে প্রবালের উপস্থিতি কোথায় দেখা যায়?


উত্তর:- 30° উ: – 30° দ: অক্ষরেখার মধ্যে।


23. প্রবালের বৃদ্ধির জন্য সমুদ্রজলের গভীরতা প্রায় কত মিটার হওয়ার প্রয়োজন হয়?


উত্তর:- 25-30 মিটার


24.প্রবালের বৃদ্ধির জন্য সমুদ্রজলের লবণতা কত হওয়ার প্রয়োজন হয়?


উত্তর:- 30% -38%


25. ভারতের বৃহত্তম কয়ালের নাম উল্লেখ করো?


উত্তর:- ভেদানাদ কয়াল


26. দুটি স্পিট সমুদ্রে পরস্পরের সঙ্গে মিলিত হয়ে যে ত্রিকোণাকার ভূখণ্ড গড়ে ওঠে, তাকে কী বলা হয়ে থাকে?


উত্তর:- কাসপেট ফোরল্যান্ড।

 

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post