সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- ক্ষয়চক্র (গঠন ও প্রক্রিয়া) | Corrosion Cycle Structure and Process Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- ক্ষয়চক্র (গঠন ও প্রক্রিয়া) | Corrosion Cycle Structure and Process Questions Answers।
উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- ক্ষয়চক্র (গঠন ও প্রক্রিয়া) | Corrosion Cycle Structure and Process Questions Answers
1.পুনর্যৌবন লাভের ফলে নদীখাতটি আরও সংকীর্ণ ও গভীর হলে তাকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- কর্তিত নদীবাক
2. ডেভিসের ক্ষয়চক্রে যৌবন অবস্থায় কী ধরনের ক্ষয়কার্য প্রাধান্য লাভ করে?
উত্তর:- নিম্নমুখী
3. Desert pavement ক্ষয়চক্রের কোন মূলত পর্যায়ে সৃষ্টি হয়ে থাকে?
উত্তর:- পরিণত পর্যায়
4. নিকবিন্দুতে সৃষ্ট ভূমিরূপটির নাম লেখো।
উত্তর:- জলপ্রপাত (যৌবন পর্যায়ে)
5. একটি সঞ্চয়জাত সমভূমির নাম লেখো।
উত্তর:- বাজাদা
6. নদী উপত্যকায় নিম্নক্ষয় ও পার্শ্বক্ষয়ের হার সমান হয় কোন পর্যায়ে?
উত্তর:- যৌবন পর্যায়ে
7. নীচের কোনটি নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না?
উত্তর:- প্লাবনভূমি
8. পেডিপ্লেন বলতে কি বোঝো?
উত্তর:- L.C. King এর পেডিপ্লেন গঠন তত্ত্ব (1048) অনুযায়ী, বার্ধক্য পর্যায়ে ইনসেলবার্জগুলির উচ্চতা ও আয়তন ক্রমশ হ্রাস পায় এর ফলে পেডিমেন্টের প্রসার ঘটিয়ে পেডিপ্লেনের সৃষ্টি হয়।
9. Base level of erosion কাকে বলে?
উত্তর:- পৃথিবীর বিভিন্ন বাহ্যিক প্রাকৃতিক শক্তি স্থান ও কালের সাপেক্ষে যতটা সম্ভব নিম্নমুখী ক্ষয় করতে পারে, এই নিম্নমুখী ক্ষয়ের শেষ সীমাকে বলা হয়ে থাকে Base level of erosiof বা ক্ষয়ের ভিত্তিসীমা।
10. বোনহার্ট বলতে কি বোঝো?
উত্তর:- মরু অঞ্চলে সৃষ্টি হওয়া ইনসেলবার্জগুলিকে ভূতত্ত্ববিদ বোনহার্টের নামানুসারে বোনহার্ট বলা হয়ে থাকে।
11. আমেরিকা যুক্তরাষ্ট্রে সরার মতো আকৃতিবিশিষ্ট পর্বতবেষ্টিত উপত্যকাগুলিকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- বোলসন
12. পুনর্যৌবন লাভের ফলে নদী উপত্যকায় যে ধাপবিশিষ্ট ভূমিরূপের সৃষ্টি হয়, তাকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- নদীমঞ্চ।
13. ওয়াদি কাকে বলে?
উত্তর:- মরু অঞ্চলে হঠাৎ বৃষ্টিপাতের ফলে যে নদী উপত্যকা গঠিত হয় আবার অন্য সময়ে শুষ্ক উপত্যকা রূপে অবস্থান করে, তাকে ওয়াদি বলা হয়ে থাকে?
14. মরু অঞলের ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট সমভূমিকে ভূতত্ত্ববিদ লসন কী নামে অভিহিত করেছে?
উত্তর:- প্যানফ্যান নামে
15. স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য পর্যায়ে সৃষ্ট সমভূমিকে ভূতত্ত্ববিদ পেঙ্ক কী নামে অভিহিত করেছে?
উত্তর:- এনডান্ফ নামে
16. পর্বতের পাদদেশ থেকে প্লায়া পর্যন্ত অংশকে একত্রে কী বলা হয়ে থাকে?
উত্তর:- পিড়মন্ট বলে।
17. “ক্ষয়চক্র’ শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন?
উত্তর:- W.M. Davis (1899)
18. ‘ডেভিসের ত্রয়ী’ বলতে কী বোঝা যায়?
উত্তর:- ভূমিরূপের গঠন, পদ্ধতি ও পর্যায়কে একত্রে ডেভিসের ত্রয়ী বলা হয়ে থাকে।
19. শুষ্ক ক্ষয়চক্রে অবশিষ্ট টিলা কী নামে পরিচিত?
উত্তর:- ইনসেলবার্জ
20. স্বাভাবিক ক্ষয়চক্রের কোন পর্যায়ে জলপ্রপাত খরস্রোত সৃষ্টি হয়ে থাকে?
উত্তর:- যৌবন পর্যায়ে
21. পেডিপ্লেনেশন তত্ত্বের প্রবক্তা কে ছিলেন?
উত্তর:- L.C. King (1948)।
22. ক্ষয়চক্রের কোন পর্যায়ে নদীর পায়িত অবস্থান শুরু হয়ে থাকে?
উত্তর:- ভর পরিণত পর্যায়ে।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF