সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ | Climate and Natural Flora Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ | Climate and Natural Flora Questions Answers।
উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ | Climate and Natural Flora Questions Answers
1. জলজ উদ্ভিদকে কী বলে?
উত্তর:- হাইড্রোফাইট
2. সাধারণ উদ্ভিদকে কী বলা হয়?
উত্তর:- মেসোফাইট
3. লবণাম্বু উদ্ভিদকে কী বলা হয়?
উত্তর:- হ্যালোফাইট
4. নিরক্ষীয় জলবায়ু অঞলের উদ্ভিদ কোন শ্রেণির উদ্ভিদের অন্তর্গত?
উত্তর:- মেগাথার্মস
5. অধিক বৃষ্টিপাতযুক্ত অঞলে কোন ধরনের বৃক্ষ জন্মায়?
উত্তর:- চিরহরিৎ বৃক্ষ
6. অতিউষ্ণ ও আর্দ্র অঞ্চলের উদ্ভিদকে কী বলা হয়?
উত্তর:- মেগাথার্মস
7. ভারতের গাঙ্গেয় সমভূমি অঞ্চলে সবচেয়ে বেশি কি ধরনের উদ্ভিদ দেখা যায়?
উত্তর:- মেসোফাইট
8. যেসকল উদ্ভিদ ১০° সে. – ২০° সে. উষ্ণতা যুক্ত অঞ্চলে জন্মায়, তাদের কী বলা হয়ে থাকে?
উত্তর:- মেগাথার্মস
9. অতিঅল্প তাপমাত্রায় বেড়ে ওঠা উদ্ভিদকে বলা কী বলা হয়ে থাকে?
উত্তর:- হেকিস্টোথার্মস
10. ফার্ন কী ধরনের উদ্ভিদ?
উত্তর:- স্কিওফাইট
11. জাঙ্গল উদ্ভিদ কোন অঞ্চলে জন্মায় ও বেঁচে থাকে?
উত্তর:- শুষ্ক অঞ্চলে
12. বালি ও কাঁকর মাটিতে জন্মানো উদ্ভিদকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- সাম্মােফাইট
13. শিলাগাত্রে জন্মানো উদ্ভিদকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- লিথোফাইট
14. মরু ও মরুপ্রায় অঞলে বায়ুমণ্ডলের কোন উপাদানটি কম পরিমাণে থাকে?
উত্তর:- আদ্রর্তা
15. নিরক্ষীয় জলবায়ু অঞলের উদ্ভিদ কোন ধরনের শ্রেণীর অন্তর্গত?
উত্তর:- মেগাথার্মস
16. ছায়াপ্রিয় উদ্ভিদ কোন ধরনের শ্রেণির অন্তর্গত?
উত্তর:- স্কিওফাইট
17. আলোকপ্রিয় উদ্ভিদ কোন ধরনের শ্রেণির অন্তর্গত?
উত্তর:- হেলিওফাইট
18. ভূগর্ভস্থ জলের প্রধান উৎস কী লেখো।
উত্তর:- বৃষ্টিপাত
19. জাঙ্গল উদ্ভিদ কাকে বলে?
উত্তর:- জেরোফাইট
20. ঠান্ডা মাটিতে জন্মানো উদ্ভিদের কী বলে?
উত্তর:- সাইক্রোফাইট
21. স্বাভাবিক উদ্ভিদ কাকে বলে?
উত্তর:- যে সমস্ত উদ্ভিদ প্রকৃতির বুকে প্রাকৃতিক উপাদান অর্থাৎ উষ্ণতা, বৃষ্টিপাত, মৃত্তিকা প্রভৃতির উপর নির্ভর করে জন্মায়, তাদের স্বাভাবিক উদ্ভিদ বলে।
22. মেগাথার্মস জাতীয় উদ্ভিদ কোন অঞ্চলের উদ্ভিদকে বলা হয়ে থাকে?
উত্তর:- নিরক্ষীয় অঞ্চলে
23. আম্লিক মৃত্তিকার উদ্ভিদ কী নামে পরিচিত?
উত্তর:- অক্সিলোফাইট
24. যে-সমস্ত উদ্ভিদ অধিক সূর্যালোকে ভালো জন্মায় তাদের কী বলা হয়ে থাকে?
উত্তর:- আলোকপ্রিয় বা হেলিওফাইট উদ্ভিদ।
25. যে-সমস্ত উদ্ভিদ ছায়া অঞলে ভালো জন্মায় তাদের কী বলা হয়ে থাকে?
উত্তর:- ছায়াপ্রিয় উদ্ভিদ বা স্কিওফাইট।
26. জলবায়ু পরিবর্তনের দু’টি নিদর্শন লেখো।
উত্তর:- (i) পৃথিবীর অক্ষকোণের ও কক্ষপথের পরিবর্তন হওয়া; (ii) বায়ুমণ্ডলের গঠনে পরিবর্তন হওয়া।
27. উভচর জলজ উদ্ভিদের নামগুলি লেখো?
উত্তর:- হোগলা, শুশনি, রেনান, কুলাস, হিংচেশাক ইত্যাদি উদ্ভিদ।
28. ছত্রাক ও শৈবাল কোন বর্গের উদ্ভিদের অন্তর্গত?
উত্তর:- সমাঙ্গদেহী বা থ্যালোফাইটা।
29. কোন বিজ্ঞানী, কত খ্রীস্টাব্দে উদ্ভিদের শ্রেণিবিভাগ করেছেন?
উত্তর:- বিজ্ঞানী ওয়ার্মিং, ১৮৯৫ খ্রীস্টাব্দে উদ্ভিদের শ্রেণিবিভাগ করেছেন।
30. কোন ধরনের মূল উদ্ভিদ দেহে বায়ুর চাহিদা পূরণ করে?
উত্তর:- শ্বাসমূল (Pneumatophores)।
31. ঝাঝি, পাতা শ্যাওলা ইত্যাদি কোন ধরনের জলজ উদ্ভিদ?
উত্তর:- মূলযুক্ত জলজ উদ্ভিদ।
32. বাবলা, আকন্দ, করবী ইত্যাদি কোন ধরনের উদ্ভিদ?
উত্তর:- জাঙ্গল বা জেরোফাইট উদ্ভিদ।
33. অক্সিলোফাইট উদ্ভিদ কাকে বলে?
উত্তর:- অম্লধর্মী মৃত্তিকায় জন্মানো উদ্ভিদদের অক্সিলোফাইট বলে।
34. বর্তমানে পৃথিবীতে মোট বনভূমির পরিমাণ লেখো?
উত্তর:- 30%
35. যে-সমস্ত উদ্ভিদ অধিক উষ্ণতায় জন্মায় তাদের কী কী বলা হয়ে থাকে?
উত্তর:- মেগাথার্মস
36. যে-সমস্ত উদ্ভিদ কম উষ্ণতায় জন্মায় তাদের কী বলা হয়ে থাকে?
উত্তর:- মাইক্রোথার্মস
37. যে-সমস্ত উদ্ভিদ অতিরিক্ত শীত সহ্য করতে পারে সেই সমস্ত উদ্ভিদের কী বলা হয়ে থাকে?
উত্তর:- হেকিস্টোথার্মস
38. ম্যানগ্রোভ শ্রেণির উদ্ভিদ পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়?
উত্তর:- সুন্দরবনে।
39. যেসব উদ্ভিদের ফুল ফুটতে দিনের আলো বেশি লাগে সেই সমস্ত উদ্ভিদরা কোথায় বেশি পরিমাণে জন্মায়?
উত্তর:- উচ্চ অক্ষাংশে
40. যে সমস্ত উদ্ভিদ চরম শুষ্ক ও উষ্ণ ঋতুতেও বেঁচে থাকতে পারে তাদের কী বলা হয়ে থাকে?
উত্তর:- দৃঢ় ক্ষরা সহ্যকারী।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF