মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পরিবেশের জন্য ভাবনা | Madhamik Physical Science Questions Answers

 

মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পরিবেশের জন্য ভাবনা | Madhamik Physical Science Questions Answers
মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পরিবেশের জন্য ভাবনা | Madhamik Physical Science Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পরিবেশের জন্য ভাবনা | Madhamik Physical Science Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পরিবেশের জন্য ভাবনা | Madhamik Physical Science Questions Answers।




মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- পরিবেশের জন্য ভাবনা | Madhamik Physical Science Questions Answers    

1. কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোন স্থানে উষ্ণতা অপেক্ষাকৃত কম থাকে?


উত্তর:- কলকাতা অপেক্ষা দাৰ্জিলিংয়ের উষ্ণতা কম।


2. বায়ুমণ্ডলের প্রধান উপাদান কী কী?


উত্তর:- অক্সিজেন ও নাইট্রোজেন।


3. বায়ুমণ্ডলের কোন স্তরটিকে শান্তমণ্ডল বলা হয়ে থাকে?


উত্তর:- স্ট্রাটোস্ফিয়ারকে।


4. ওজনস্ফিয়ারের প্রধান কাজ লেখো?


উত্তর:- সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করা।


5. বায়ুমণ্ডলের কোন স্তরটি থেকে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে থাকে?


উত্তর:- আয়নোস্ফিয়ার স্তর থেকে।


6. গোবর গ্যাস বা বায়োগ্যাসের প্রধান উপাদানটির নাম লেখো?


উত্তর:- মিথেন (60%) এবং কার্বন ডাই অক্সাইড (40%)।


7. সূর্য থেকে তাপ কোন পদ্ধতিতে পৃথিবীতে ফিরে আসে?


উত্তর:- বিকিরণ পদ্ধতিতে।


8. কলকাতা ও দার্জিলিংয়ের মধ্যে কোন জায়গাতে বায়ুর চাপের পরিমাণ কম হয়?


উত্তর:- দার্জিলিংয়ে।


9. সমুদ্র বায়ু কোন সময় প্রবাহিত হয়?


উত্তর:- দিনের বেলায়।


10. ক্ষুদ্ধমণ্ডল কাকে বলে?


উত্তর:- ট্রপোস্ফিয়ার স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি আবহাওয়াগত বায়বীয় গোলযোগ দেখা যায় বলে এই স্তরকে ক্ষুদ্ধমণ্ডল বলা হয়।


11. বায়ুমণ্ডলের গ্রিন হাউস গ্যাস হ্রাস করার একটি উপায় নির্দেশ করো।


উত্তর:- বনভূমি সংরক্ষণ ও নতুন বনভূমি সৃষ্টি করা।


12. স্থলবায়ু কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়ে থাকেপ?


উত্তর:- স্থলভাগ থেকে সমুদ্রের দিকে।


13. নাইট্রোজেন ঘটিত একটি যৌগের নাম লেখো যা ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী হয়? 


উত্তর:- নাইট্রোজেন ডাইঅক্সাইড।


14. ক্লোরোফ্লুরোকার্বনের একটি গুরুত্বপূর্ণ ব্যবহার লেখো।


উত্তর:- জৈব দ্রাবকরূপে রেফ্রিজারেটর ও বাতানুকূল যন্ত্রে ব্যবহৃত হয়।


15. ওজোন স্তরের প্রধান ভূমিকা উল্লেখ করো?


উত্তর:- সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে জীবমন্ডলকে রক্ষা করে ।


16. একটি প্রধান গ্রিনহাউস গ্যাসের নাম উল্লেখ করো।


উত্তর:- কার্বন ডাই অক্সাইড।  


17. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদানটি লেখো?


উত্তর:- মিথেন (প্রধান), ইথেন ও প্রোপেন।


18. কোন জীবাশ্ম জ্বালানিটির তাপন মূল্য সবথেকে বেশি?


উত্তর:- পেট্রোল।


19.জীবাশ্ম জ্বালানির দহনে উৎপন্ন হয় এমন দুটি বায়ু দূষক গ্যাসের নাম উল্লেখ করো।


উত্তর:- কার্বন ডাইঅক্সাইড ও কার্বন মনোক্সাইড।


20. সৌরকোশ কী কাজে ব্যবহৃত হয়ে থাকে?


উত্তর:- সূর্যের আলোকশক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করতে সৌরকোশ ব্যবহৃত হয়ে থাকে।


21. সোলার হিটারের একটি ব্যবহার লেখো।


উত্তর:- জল গরম করতে সোলার হিটার ব্যবহৃত হয়ে থাকে।


22. দুটি অপুনর্ভব শক্তি উৎসের নাম উল্লেখ করো।


উত্তর:- সৌরশক্তি, বায়ুশক্তি।


23. LPG-এর পুরো কথাটি লেখো?


উত্তর:- লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস (Liquified Petroleum Gas)।


24. CFC-এর পুরো কথাটি লেখো?


উত্তর:- ক্লোরোফ্লুরো কার্বন।

 

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post