মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- রাসায়নিক গণনা | Chemical Calculations Questions Answers in Bengali

 

মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- রাসায়নিক গণনা | Chemical Calculations Questions Answers in Bengali
মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- রাসায়নিক গণনা | Chemical Calculations Questions Answers in Bengali

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- রাসায়নিক গণনা | Chemical Calculations Questions Answers in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- রাসায়নিক গণনা | Chemical Calculations Questions Answers in Bengali।




মাধ্যমিক ভৌতবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- রাসায়নিক গণনা | Chemical Calculations Questions Answers in Bengali    

1. 2H2 +O2 = H2O এই বিক্রিয়াটিতে বিক্রিয়াজাত পদার্থ গুলি লেখো?


উত্তর:- H2O হল বিক্রিয়াজাত পদার্থ।


2. CaCO2 = CaO + CO2 এই বিক্রিয়াটিতে 1 মোল CaCO3 থেকে উৎপন্ন CO­2 -এর ভর কত হবে?


উত্তর:- 44 গ্রাম CO2 ।


3. N2 + 3H2 =2NH3 বিক্রিয়াটিতে এক মোল নাইট্রোজেন কত মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়ায় অংশগ্রহণ করে?


উত্তর:- 1 মোল N23 মোল H2 এর সঙ্গে বিক্রিয়া করে।


4. C + 02 = CO2 বিক্রিয়াটিতে 12 গ্রাম কার্বন STP -তে কত আয়তনের CO2 উৎপন্ন করবে।


উত্তর:- 22.4 লিটার = CO2 উৎপন্ন উৎপন্ন করবে।


5. ভর ও শক্তির সম্মিলিত নিত্যতা সূত্রের গাণিতিক রূপটি উল্লেখ করো।


উত্তর:-  E = mc2উত্তরঃ[E= শক্তি, (E = শক্তি, m = গ্রামে পরকাশিত।


6. 1 মোল হাইড্রোজেনের পরমাণু বলতে কী বোঝা যায়?


উত্তর:-  6.022 x 1023 টি হাইড্রোজেন পরমাণু।


7. STP  তে 32g অক্সিজেনের আয়তন কত হয়?


উত্তর:- 22.4 L


8. H2 + CI2 =2HCl উক্ত বিক্রিয়াটিতে কত মোল HCL উৎপন্ন হয়েছে?


উত্তর:- 2 মোট HCL উৎপন্ন হয়েছে।


9. 28 গ্রাম নাইট্রোজেন = কত গ্রাম-পরমাণু নাইট্রোজেন লেখো?


উত্তর:-  28 গ্রাম নাইট্রোজেন = (28+14) বা 2 গ্রাম-পরমাণু নাইট্রোজেন।


10. 1 মিলিমোল ইলেকট্রন বলতে কি বোঝা যায়?


উত্তর:-  1 মিলিমোল = মোল বা 10-3 মোল = 6.022  1020 সংখ্যক ইলেকট্রন কণা।


11. পারমাণবিক ভর বলতে কী বোঝা যায়?


উত্তর:- রাসায়নিক বিক্রিয়ায় কোনো মৌল একাধিক যৌগ গঠন করলে, যৌগগুলির মধ্যে মৌলটির সর্বাপেক্ষা কম যে ভর বর্তমান থাকে তাকেই উক্ত মৌলের পারমানবিক ভর বলা হয়ে থাকে।


উদাহরণ : নাইট্রোজেনের পারমাণবিক ভর = 14। অথবা, (কার্বন স্কেলে) কোনো মৌলের একটি পরমাণু C12 কার্বন পরমাণুর ভরের অংশের তুলনায় যতগুণ ভারী সেই সংখ্যাটিকে মৌলের পারমাণবিক ভর বলা হয়ে থাকে। যেমন- কার্বন স্কেল অনুযায়ী, হাইড্রোজেনের পারমাণবিক ভর = 1.00796।


12. C-12 স্কেলে কোনো মৌলের পারমাণবিক ভর এককের সংজ্ঞা উল্লেখ করো।


উত্তর:- যে একক দ্বারা কোনো মৌলের একটি পরমাণুর প্রকৃত ভর প্রকাশিত হয় এবং যার মান 12C আইসোটোপের একটি পরমাণুর ভরের  অংশের সমান হয় তাকে পারমাণবিক ভর একক বলা হয়ে থাকে। অর্থাৎ, পারমাণবিক ভর একক =  1টি 12C পরমাণুর প্রকৃত ভর।

 

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post