সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- জলবায়ুর পরিবর্তন | Climate Change Questions Answers in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- জলবায়ুর পরিবর্তন | Climate Change Questions Answers in Bengali।
উচ্চমাধ্যমিক ভূগোল প্রশ্নোত্তর | অধ্যায়- জলবায়ুর পরিবর্তন | Climate Change Questions Answers in Bengali
1. ক্লোরোফ্লুরোকার্বন (CFC) -এর প্রধান উৎস কী লেখো।
উত্তর:- শীতাতপ নিয়ন্ত্রক যন্ত্র
2. ওজোন গ্যাসের ঘনত্ব সবচেয়ে বেশি হয়ে থাকে কোন স্তরে?
উত্তর:- স্ট্র্যাটোস্ফিয়ারে
3. ওজোন স্তরের গর্ত সর্বপ্রথম পর্যবেক্ষণ করেন কোন বিজ্ঞানী?
উত্তর:- ড: ফারমেন
4. কোন বিজ্ঞানী প্রথম ওজোন গ্যাসের উপস্থিতি প্রমাণ করেছিলেন?
উত্তর:- ক্রিস্টিয়ান ফ্রেডরিক স্কোনসি
5. বায়ুমণ্ডলের প্রধান গ্রিনহাউস গ্যাসটি নাম উল্লেখ করো।
উত্তর:- ক্লোরোফ্লুরো কার্বন
6. গ্রিনহাউস প্রভাব সবচেয়ে বেশি হয় কোন স্তরে?
উত্তর:- ট্রপোস্ফিয়ারে
7. ওজোন গ্যাসের ঘনত্ব কোন স্তরে সবচেয়ে বেশি থাকে?
উত্তর:- স্ট্রাটোস্ফিয়ার স্তরে
8. পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়ে থাকে কোন স্তরকে?
উত্তর:- ওজোন স্তরকে।
9. বায়ুমণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব পরিমাপের এককটির নাম লেখো?
উত্তর:- ডবসন একক
10. কোন যন্ত্রটির সাহায্যে ওজন স্তরের ঘনত্ব পরিমাপ করা হয়ে থাকে?
উত্তর:- স্পেকট্রোফটোমিটার যন্ত্রের সাহায্যে
11. কোথায় সর্বাধিক ওজোন গহ্বর দেখা গেছে?
উত্তর:- আন্টার্কটিকার আকাশে।
12. সূর্য থেকে প্রায় কত পরিমাণ শক্তি পৃথিবীতে আসে?
উত্তর:- প্রায় 200 কোটি ভাগের 1 ভাগ
13. ওজোন ক্ষয় কাকে বলে?
উত্তর:- মানুষের নানা ধরনের কাজের ফলে ওজোন স্তরের ক্ষয় হচ্ছে প্রতিনিয়ত এরফলে এই স্তরে বড়ো বড়ো গহুর সৃষ্টি হয়েছে, একে ওজোন ক্ষয় বলে।
14. অপসুর বলতে কি বোঝো?
উত্তর:- 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয় —প্রায় 15 কোটি 20 লক্ষ কিমি, এই দিনকে অপসুর পৃথিবীর অপসুর অবস্থা বলা হয়ে থাকে।
15. অনুসুর বলতে কি বোঝো?
উত্তর:- ৩ জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয় প্রায় 14 কোটি 70 লক্ষ কিমি, এই দিনকে পৃথিবীর অনুসুর অবস্থা বলা হয়ে থাকে।
16. সর্বপ্রথম কে ওজোন গ্যাসের অস্তিত্ব প্রমাণ করেছিলেন ?
উত্তর:- 1840 সালে জার্মান বিজ্ঞানী স্কোনবিন।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF