মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "বহুরূপী" | Madhamik Bengali Questions Answers Bahurupi

 

মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "বহুরূপী" | Madhamik Bengali Questions Answers Bahurupi
মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "বহুরূপী" | Madhamik Bengali Questions Answers Bahurupi

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "বহুরূপী" | Madhamik Bengali Questions Answers Bahurupi . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "বহুরূপী" | Madhamik Bengali Questions Answers Bahurupi ।




মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "বহুরূপী" | Madhamik Bengali Questions Answers Bahurupi              

1. "শুনেছেন, হরিদা, কি কান্ড হয়েছে?" - এই কাণ্ডটি কোথায় ঘটেছিল?


উত্তর : (গ) জগদীশ বাবুর বাড়িতে


2. সন্ন্যাসী সারা বছরে শুধু কী খান?


উত্তর : (ঘ) একটি হরিতকী খান


3. "আক্ষেপ করেন হরিদা।" - কী আক্ষেপের কথা বলা হয়েছে? 


উত্তর : (গ) সন্ন্যাসীর পায়ের ধুলো নিতে না পারার জন্য


4. জগদীশবাবু সন্ন্যাসীর ঝোলাই কত টাকা ফেলেছিল?


উত্তর : (গ) একশো টাকা ফেলেছিল


5. হরিদা পেশায় কী ছিলেন?


উত্তর : (খ) বহুরূপী ছিলেন


6. "খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো। অন্যদিকে যাও।" - উক্তিটি কে করেছেন?


উত্তর : (ক) কাশীনাথ


7. "সেদিন হরিদার রোজগার বন্ধ হয়নি।" - সেইদিন হরিদা রোজগার করার জন্য কী সেজেছিলেন?


উত্তর : (খ) বাইজির ছদ্মবেশ


8. বাইজি সেজে হরিদার রোজগার হয়েছিল কত টাকা?


উত্তর : (ঘ) আট টাকা দশ আনা


9. নকল পুলিশের সাজে হরিদা কত টাকা ঘুষ নিয়েছিলেন?


উত্তর : (ক) আট আনা


10. কার বাড়িতে খেলা দেখাবার জন্য হরিদা হঠাৎ উৎসাহ দেখিয়েছিলেন?


উত্তর : (খ) জগদীশ বাবুর বাড়িতে


11. ছদ্মবেশে বিরাগী কাকে বলা হয়েছে?


উত্তর : (ঘ) হরিদা


12. হরিদা আবার জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন কী কারণে?


উত্তর : (ক) বকশিশ নেওয়ার জন্য


13. "সে ভয়ানক দুর্লভ জিনিস।" - কোন ভয়ানক দুর্লভ জিনিসের কথা বলা হয়েছে?


উত্তর : হিমালয় থেকে আগত সন্ন্যাসীর পায়ের ধুলোকেই দুর্লভ জিনিস বলা হয়েছে।


14. "ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দ নয়।" - কোন, ধরনের কাজের কথা বলা হয়েছে?


উত্তর : দোকান বা অফিসে বাঁধাধরা কাজের কথাই বলা হয়েছে।


15. "একঘেয়ে কাজ করতে ভয়ানক আপত্তি।" - কেন তার এই আপত্তি ছিল?


উত্তর : হরিদার জীবনে একটা নাটকীয় বৈশিষ্ট লক্ষ্য করা যায়। সে বহুরূপী কাজটাকেই পেশা হিসেবে ধরে রাখতে চায়। তাই একঘেয়ে কাজ করতে তার ভয়ানক আপত্তি।


16. "কেউ চিনতে পারে না।" - কাকে চিনতে না পারার কথা বলা হয়েছে? 


উত্তর : পেশায় বহুরূপী হরিদা ছদ্মবেশ ধারণ করে থাকায় তাকে কেউ চিনতে পারে না।


17. "এবারের মত মাফ করে দিন ওদের।" - কে, কাকে মাফ করে দেওয়ার কথা বলেছেন?


উত্তর : ছদ্মবেশে থাকা হরিদা লিচু বাগানে চারজন স্কুলছাত্রকে ধরে ছিলো। তাদেরকে বাঁচানোর জন্য এই স্কুলের শিক্ষক হরিদা কে এই কথাগুলি বলেছিল।


18. "এবার মারি তো হাতি, লুঠি তো ভান্ডার।" - কে এবং কেন একথা বলেছেন?


উত্তর : বহুরূপী সেজে হরিদা একবারে অনেক বেশি অর্থ উপার্জন করতে চেয়েছিলেন তাই তিনি একথা বলেছেন।


19. "চমকে উঠলেন জগদীশবাবু।" - জগদীশবাবুর চমকে ওঠার কারণ কী ছিল?


উত্তর : সন্ধ্যাবেলায় অল্প আলোর মধ্যে ছদ্দবেশ ধারণ করা হরিদাকে দেখে জগদীশবাবু চমকে ওঠেন।


20. "ছিল একদিন, সেটা পুনর্জন্মের কথা" - এখানে কে, কি না থাকার কথা বলেছে?


উত্তর : ছদ্দবেশধারী হরিদা বলেছে রাগ নামে কোন রিপু তার মধ্যে নেই।


21. পরম সুখ বলতে বৈরাগীর কি বুঝিয়েছে?


উত্তর : সমস্ত সুখের বন্ধন থেকে মুক্ত হয়ে, অনন্তের সাধনায় আত্মনিয়োগ করাকেই পরম সুখ বলেছেন।


22. "তার হাত দুটো ছটফট করতে শুরু করেছে" - কার হাত দুটি এবং কেন ছটফট করতে শুরু করেছে?


উত্তর : বৈরাগীর ছদ্মবেশে থাকা হরিদার পা ছোয়ার জন্য জগদীশ বাবুর হাত দুটি ছটফট করতে শুরু করেছিল।


23. "কি অদ্ভুত কথা বললেন হরিদা!" - অদ্ভুত কথাটি কী ছিল?


উত্তর : একজন বৈরাগী সন্ন্যাসীর বেশ ধারণ করে টাকা স্পর্শ করেননি হরিদা। তাতে নাকি বহুরূপীর ঢং নষ্ট হয়ে যায়।


24. "নইলে আমি শান্তি পাবো না।" - একথাটি বলার কারণ কি ছিল?


উত্তর : জগদীশবাবু বিড়ালের ছদ্মবেশ ধারণ করে হরিদার মুখ থেকে কিছু উপদেশ শুনতে চেয়েছিলেন, আর তা না হলে তিনি শান্তি পাবেন না।


25. "সেদিকে ভুলেও তাকালেন না" - কে, কোন্ দিকে না তাকানোর কথা বলেছেন?


উত্তর:- জগদীশ বাবুর দেওয়া একশো এক টাকার থলির দিকে ছদ্মবেশ ধারণ করা হরিদা একবারও তাকালেন না।

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post