মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "জ্ঞানচক্ষু" | Madhamik Bengali Questions Answers Jnanacaksu

 

মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "জ্ঞানচক্ষু" | Madhamik Bengali Questions Answers Jnanacaksu
মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "জ্ঞানচক্ষু" | Madhamik Bengali Questions Answers Jnanacaksu

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "জ্ঞানচক্ষু" | Madhamik Bengali Questions Answers Jnanacaksu . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "জ্ঞানচক্ষু" | Madhamik Bengali Questions Answers Jnanacaksu ।




মাধ্যমিক বাংলা প্রশ্নোত্তর "জ্ঞানচক্ষু" | Madhamik Bengali Questions Answers Jnanacaksu              

1. "এত কাছে থেকে তপন কখনো দেখিনি" তপন কী দেখেনি?


উত্তর:- জলজ্যান্ত লেখক


2. তপনের মেসোর কলেজে চলছিল- কী চলছিল?


উত্তর:- গরমের ছুটি


3. “রত্নের মূল্য জহুরীর কাছেই”। - এখানে ‘জহুরী’ বলতে কাকে বোঝানো হয়েছে?


উত্তর:- তপনের নতুন মেসোকে বোঝানো হয়েছে।


4. “মেসোর উপযুক্ত কাজ হবে এটা”। - উপযুক্ত কাজটি কী ছিল?


উত্তর:- তপনের লেখা গল্প কোন পত্রিকায় ছাপিয়ে দেওয়া


5. মামার বাড়িতে বসে তপন প্রথম গল্পটি কখন লিখেছিল?


উত্তর:- দুপুরবেলায়


6. ছোট মাসি তপনের চেয়ে কত বছরের বড়ো ছিল?


উত্তর:- বছর আটেকের


7. "বিয়ে বাড়িতেও যেটিমা না আনিয়ে ছাড়েনি" - কীসের কথা বলা হয়েছে?


উত্তর:- হোম টাস্কের খাতা


8. “কোনোখান থেকে টুকলিফাই করিসনি তো”? - এখানে উক্তিটির বক্তা কে ছিলেন?


উত্তর:- তপনের ছোট মাসি


9. “পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে”? - অলৌকিক ঘটনাটি কী ছিল?


উত্তর:- তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় ছাপা হয়েছে


10. "সারা বাড়িতে শোরগোল পড়ে যায়" - শোরগোল পড়ার কারণটি কী?


উত্তর:- তপনের গল্প ছাপানো হয়েছে


11. “ক্রমশ ও কথাটাও ছড়িয়ে পড়ে”। - কোন্‌ কথাটি ছড়িয়ে পড়ার কথা বলা হয়েছে?


উত্তর:- ছোট মেসোর তপনের লেখা প্রথম দিন গল্পটির কারেকশনের কথা বলা হয়েছে।


12. “বোবার মতো বসে থাকে”। বোবার মতো বসে থাকার কারণটি লেখো।


উত্তর:- মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করার জন্য


13. “কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল”। -কোন্ কথাটি শুনে তপনের চোখের এরকম অবস্থা হয়েছিল?


উত্তর:- তার ছোট মেসো 'লেখক' এই কথা শুনে তপনের এরকম অবস্থা হয়েছিল।


14. “এ বিষয়ে সন্দেহ ছিল তপনের”। - কোন্ বিষয়ের কথা বলা হয়েছে?


উত্তর:- লেখকরাও যে অন্যান্য সাধারন মানুষদের মতই হয় সে বিষয়ে তপনের সন্দেহ থাকার কথাই এখানে বলা হয়েছে।


15. “সেই দিকে ধাবিত হয়”। - এখানে কে, কোন্‌ দিকে ধাবিত হয়েছে?


উত্তর:- তপনের ছোট মাসি তপনের লেখা নতুন গল্প তার স্বামীকে দেখানোর জন্য পাশের ঘরে ধাবিত হয়েছে।


16. “এই কথাটাই ভাবছে তপন রাতদিন”। - তপন রাতদিন কোন্ কথা ভাবছিল?


উত্তর:- তপনের নতুন মেসো তপনের লেখা নতুন গল্পটি ছাপাবে কিনা সেই কথাই সে রাতদিন ভাবছিল।


17. “মাথার চুল খাড়া হয়ে উঠল”। - কার মাথার চুল খাড়া হয়ে উঠেছিল?


উত্তর:- নতুন মেসোর থেকে অনুপ্রাণিত হয়ে তপন নিজের লেখা গল্পটি নিজেই পড়ার সময় তার মাথার চুল খাড়া হয়ে উঠেছিল।


18. “যেন নেশায় পেয়ছে”। - এখানে কোন নেশার কথা বলা হয়েছে?


উত্তর:- এখানে তপনের নতুন গল্প লেখার নেশার কথাই বলা হয়েছে।


19. “বুকের রক্ত ছলকে ওঠে তপনের”। - তপনের এরকম হওয়ার কারণ কী ছিল।


উত্তর:- তপন তার ছোট মেসোর হাতে সন্ধ্যাতারা পত্রিকাটি দেখে তার বুকের রক্ত ছলকে ছলকে উঠেছিল।


20. “আজ আর অন্য কথা নেই”। - সেদিন কোন কথা ছিল?


উত্তর:- সেদিন তপনের লেখা নতুন গল্পটি ছাপানোর এবং তার ছোট মেসোর মহত্বের কথাই বলা হয়েছিল।


21. “তার চেয়ে দুঃখের কিছু নেই”। - এখানে কোন্‌ দুঃখের কথা উল্লেখ করা হয়েছে?


উত্তর:- নিজের লেখা গল্পের বই পড়তে বসে যখন কেউ দেখে সেই বইয়ের প্রত্যেকটা লাইন অন্য কারো লেখা সেই দুঃখের কথাই উল্লেখ করা হয়েছে।


22. "এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন," -তপনের সংকল্পটি উল্লেখ করো?


উত্তর:- সে নিজের সামর্থে এবার বই ছাপাবে।

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post