উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ | Universalization of Primary Education Questions Answers

 

উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ | Universalization of Primary Education Questions Answers
উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ | Universalization of Primary Education Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ | Universalization of Primary Education Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ | Universalization of Primary Education Questions Answers ।




উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণ | Universalization of Primary Education Questions Answers              

1. ভারতীয় সংবিধানে উল্লিখিত নির্দেশাত্মক নীতির যে ধারায় সর্বজনীন প্রাথমিক শিক্ষার কথা উল্লেখ করা হয়েছে সেটি লেখো।


উত্তর:- ৪৫ নং ধারায়


2. ‘সকলের শিক্ষার অধিকার' এটি যে আইনে প্রথম স্বীকৃতি দেওয়া হয়েছে সেটি লেখো।


উত্তর:- মানুষের অধিকার আইন এবং শিশুর অধিকার আইন 


3. আন্তর্জাতিক স্তরে মানবাধিকার সংক্রান্ত সর্বজনীন ঘোষণায় শিক্ষার অধিকারের বিষয়টি কত নং অনুচ্ছেদে উল্লিখিত আছে?


উত্তর:- 26 নং অনুচ্ছেদে 


4. সর্বজনীন প্রাথমিক শিক্ষার প্রধান বাধাটি উল্লেখ করো।


উত্তর:- জনবিস্ফোরণ 


5. প্রাথমিক শিক্ষার সর্বজনীকরণের উদ্দেশ্য কী ছিল? 


উত্তর:- সামাজিক ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা, জাতীয় উৎপাদন বৃদ্ধি করা, জাতীয় সংহতি সুনিশ্চিত করা।


6. যে পঞ্চবার্ষিক পরিকল্পনায় কেন্দ্রীয় স্তরে বয়স্ক শিক্ষার জাতীয় বোর্ড (National Board of Adult Education) পরিকল্পনা গড়ে উঠেছিল সেটি উল্লেখ করো। 


উত্তর:- ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায়


7. ন্যাশনাল লিটারেসি মিশনের কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে সেটি লেখো।


উত্তর:- জেলা বোর্ড অব এডুকেশনের ওপর 


8. সর্বজনীন প্রাথমিক শিক্ষার লক্ষ্যপুরণের জন্য গৃহীত কেন্দ্রীয় কর্মসূচিটি উল্লেখ করো। 


উত্তর:- সৰ্বশিক্ষা অভিযান 


9. ‘Each one teach one‘ উক্তিটি কোন আন্দোলনের স্লোগান ছিল?


উত্তর:- শিক্ষা আন্দোলনের


10. NSS- এর সম্পূর্ণ রূপটি লেখো।


উত্তর:- NSS- এর সম্পূর্ণ রূপটি হলো- National Social Service. 


11. TLC- এর সম্পূর্ণ রূপটি লেখো? 


উত্তর:- TLC- এর সম্পূর্ণ রূপটি হলো- Total Literacy Campaign. 


12. NEP- এর সম্পূর্ণ রূপটি লেখো? 


উত্তর:- NEP- এর সম্পূর্ণ রূপটি হলো- National Education Policy. 


13. CEP- এর সম্পূর্ণ রূপটি লেখো? 


উত্তর:- CEP- এর সম্পূর্ণ রূপটি হলো- Continuing Education Programmes.


14. UPE- এর সম্পূর্ণ রূপটি লেখো? 


উত্তর:- UPE- এর সম্পূর্ণ রূপটি হলো- Universalization of Primary Education. 


15. SSA- এর সম্পূর্ণ রূপটি লেখো? 


উত্তর:- SSA- এর সম্পূর্ণ রূপটি হলো- Sarba Shiksha Abhijan. 


16. NCF- এর সম্পূর্ণ রূপটি লেখো? 


উত্তর:- NCF- এর সম্পূর্ণ রূপটি হলো- National Curriculum Framework. 


17. কবে UNESCO শিক্ষার অন্তর্ভুক্তিকরণের উপর জোর দেয়?


উত্তর:- 1994 সাল থেকে UNESCO শিক্ষার অন্তর্ভুক্তিকরণের উপর জোর দিয়েছিল। 


18. জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়েছিল?


উত্তর:- 1988 সালের 5 মে জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠিত হয়েছিল। 


19. 1948 সালে UNO- র দ্বারা মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণায় কোন অনুচ্ছেদে প্রতিটি মানুষের শিক্ষার অধিকার স্বীকৃতি লাভ করেছিল? 


উত্তর:- ২৬ নং অনুচ্ছেদে। 


20. সর্বশিক্ষা অভিযানের প্রকল্পের কাজ কত সালে শুরু হয়েছিল? 


উত্তর:- সর্বশিক্ষা অভিযানের প্রকল্পের কাজ 2001 সালে শুরু হয়েছিল। 


21. RFPL- এর সম্পূর্ণ রূপটি লেখো?  


উত্তর:- RFPL- এর সম্পূর্ণ রূপটি হলো- Rural Fundamental Literacy Programme. 


22. SRC- এর সম্পূর্ণ রূপটি লেখো?  


উত্তর:- SRC -এর সম্পূর্ণ রূপটি হলো- State Resource Centre. 


23. DRC- এর সম্পূর্ণ রূপটি লেখো?  


উত্তর:- DRC- এর সম্পূর্ণ রূপটি হলো- District Resource Centre. 


24. MDG- এর সম্পূর্ণ রূপটি লেখো?  


উত্তর:- MDG- এর সম্পূর্ণ রূপটি হলো- Millennium Development Goal বা শতাব্দীর বিকাশমুখী লক্ষ্য। 


25. মিড-ডে-মিল কোন সাক্ষরতা কর্মসূচির একটি উল্লেখযোগ্য অঙ্গ? 


উত্তর:- মিড-ডে-মিল সর্বশিক্ষা অভিযান সাক্ষরতা একটি উল্লেখযোগ্য অঙ্গ। 


26. PLC- এর সম্পূর্ণ রূপটি লেখো?  


উত্তর:- PLC- এর সম্পূর্ণ রূপটি হলো- Post Literacy Campaign. 


27. 3 RS বলতে কী বোঝায়? 


উত্তর:- 3 RS হলো- পঠন (Reading), লিখন (Writing) এবং গণিত (Arithmeti(C)| 


28. VEC- এর সম্পূর্ণ রূপটি লেখো?  


উত্তর:- VEC- এর সম্পূর্ণ রূপটি হলো- Village Education Committee. 


29. শিক্ষায় Stagnation বলতে কী বোঝো?


উত্তর:- শিক্ষায় Stagnation বা অনুন্নয়ন বলতে পরীক্ষায় অসফল হওয়ার কারণে বছরের পর বছর একই শ্রেণিতে শিক্ষার্থীদের থেকে যাওয়াকে বোঝানো হয়ে থাকে। 


30. NAER- এর সম্পূর্ণ রূপটি লেখো?   


উত্তর:-  NAER- এর সম্পূর্ণ রূপটি হলো- National Adult Education Programme.

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post