উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | অধ্যায়- ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য | Nature of Colonial Dominions Questions Answers

 

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | অধ্যায়- ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য | Nature of Colonial Dominions Questions Answers
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | অধ্যায়- ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য | Nature of Colonial Dominions Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | অধ্যায়- ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য | Nature of Colonial Dominions Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | অধ্যায়- ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য | Nature of Colonial Dominions Questions Answers ।




উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | অধ্যায়- ঔপনিবেশিক আধিপত্যের প্রকৃতি : নিয়মিত ও অনিয়মিত সাম্রাজ্য | Nature of Colonial Dominions Questions Answers              

1. শিমনোসকির সন্ধি কোন দুই দেশের মধ্যে হয়েছিল?


উত্তর:- চিন-জাপান


2. ভারতে সিভিল সার্ভিসের প্রকৃত প্রতিষ্ঠাতা কে ছিলেন?


উত্তর:- লর্ড কর্নওয়ালিশ


3. চিন ও ইউরোপের বাণিজ্যিক সম্পর্কের সূত্রপাত হয়েছিল কোথায়?


উত্তর:- ক্যান্টন


4. পলাশির যুদ্ধ হয়েছিল কত খ্রিস্টাব্দে?


উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দে


5. ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেওয়ানি লাভ করেছিল কত খ্রিস্টাব্দে?


উত্তর:- ১৭৬৫ খ্রিস্টাব্দে


6. ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট কত সালে পাশ হয়েছিল?


উত্তর:- ১৭৭৮ সালে


7. পাঁচসালা বন্দোবস্ত কত সালে চালু হয়েছিল?


উত্তর:- ১৭৭২ খ্রি.


8. চিনে আফিমের যুদ্ধ হয়েছিল কটি?


উত্তর:- ২টি


9. তাইপিং কথাটির অর্থ লেখো।


উত্তর:- মহাশান্তি


10. চিনে বক্সার বিদ্রোহ ঘটেছিল কত খ্রিস্টাব্দে?


উত্তর:- ১৯০০ খ্রি:


11. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন কে?


উত্তর:- ওয়ারেন হেস্টিংস


12. ভাস্কো-দা-গামা কোন দেশের নাগরিক ছিল? 


উত্তর:- পোর্তুগালের


13. স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠা হয়েছিল কত খ্রীস্টাব্দে? 


উত্তর:- ১৭২৪ খ্রীস্টাব্দে


14. ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাক্ট (১৭৮৪ খ্রি.) কার উদ্যোগে পাশ হয়েছিল?


উত্তর:- পিটের উদ্যোগে


15. সর্বশেষ সনদ আইন বা চাটার অ্যাক্ট কত খ্রীস্টাব্দে পাশ হয়েছিল?


উত্তর:- ১৮৫৩ খ্রীস্টাব্দে।


16. কত খ্রিস্টাব্দের সনদ আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটেছিল?


উত্তর:- ১৮১৩ খ্রিস্টাব্দের


17. কাকে রায়তওয়ারি ব্যবস্থার জনক বলা হয়ে থাকে?


উত্তর:- স্যার টমাস মনরোকে


18. জেমস মিল কে ছিলেন? 


উত্তর:- একজন উপযোগবাদী


19. ক্যান্টন বাণিজ্যের অবসান ঘটেছিল কত খ্রীস্টাব্দে?


উত্তর:- ১৮৪২ খ্রি.


20. কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিল?


উত্তর:- এলিজা ইম্পে


21. ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়ে ছিল কোথায়?


উত্তর:- মহারাষ্ট্রে


22. বাংলায় স্বাধীন নবাবির সূচনা করেছিলেন কে?


উত্তর:- মুর্শিদকুলি খাঁ


23. ব্রিটিশ ভারতে কোন বিষয়কে ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো বলে অভিহিত করা হয়?


উত্তর:- আমলাতন্ত্রকে


24. কে বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটিয়েছিলেন?


উত্তর:- ওয়ারেন হেস্টিংস


25. পাঁচসালা বন্দোবস্ত চালু করেছিল কে?


উত্তর:- ওয়ারেন হেস্টিংস


26. মিরকাশিম বাংলার রাজধানী স্থানান্তর করেছিলেন কোথায়?


উত্তর:- মুঙ্গেরে


27. অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কত খ্রীস্টাব্দে?


উত্তর:- ১৮০৯ খ্রিস্টাব্দে


28. পোর্তুগিজ নাবিকরা প্রথম চিনের কোন বন্দরে তাদের বাণিজ্যঘাঁটি নির্মাণের অনুমতি লাভ করেছিল?


উত্তর:- ম্যাকাও


29. দ্বিতীয় আফিমের যুদ্ধ শুরু হয়েছিল কত খ্রীস্টাব্দে?


উত্তর:- ১৮৫৬ খ্রিস্টাব্দে


30. 'কোড কর্নওয়ালিশ’ বলতে কী বোঝো?


উত্তর:- কোম্পানির দুর্নীতিগ্রস্ত ও অসৎ কর্মচারীদের নিজেদের দখলে আনতে এবং দক্ষতা বৃদ্ধির জন্য লর্ড কর্নওয়ালিশ ১৭৯৩ খ্রি: নির্দিষ্ট কিছু কর্মপদ্ধতি প্রণয়ন করেছিলেন। এটিই 'কোড কর্নওয়ালিশ' নামে পরিচিত।


31. কে, কত সালে বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন?


উত্তর:- প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র রায় ১৯০১ সালে কলকাতায় বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেছিলেন।


32. কবে, কাদের মধ্যে প্রথম অহিফেন যুদ্ধ হয়েছিল?


উত্তর:- ১৮৩৯ থেকে ১৮৪২ সাল পর্যন্ত ব্রিটেন ও চিনের মধ্যে প্রথম অহিফেন যুদ্ধ হয়েছিল।


33. পুরন্দরের সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?


উত্তর:- ১৭৭৬ সালে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ও হেস্টিংসের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়।


34. বেসিনের সন্ধি কত সালে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এই সন্ধি দু’টি শর্ত লেখো।


উত্তর:- দ্বিতীয় বাজিরাও ও ইংরেজদের মধ্যে ১৮০২ সালে স্বাক্ষরিত হয় বেসিনের সন্ধি। দুটি শর্ত : (i) পেশোয়া অধীনতামূলক মিত্ৰতা নীতি মেনে নিয়েছিলেন। (ii) পুনায় ইংরেজ সেনাবাহিনী নিয়োজিত হয়েছিল।


35. এজেন্সি ব্যবস্থা বলতে কী বোঝোয়?


উত্তর:- ১৭৫৩-৭৫ পর্যন্ত ইস্ট ইন্ডিয়া কোম্পানি অধীনস্থ কর্মচারীদের এজেন্ট বানিয়ে তাদের থেকেই পণ্যসামগ্রী ক্রয় করত। এটিই এজেন্সি ব্যবস্থা নামে পরিচিত।


36. ব্রিটিশ ভারতে "সম্পদের বহির্গমন” বলতে কী বোঝোয়?


উত্তর:- ব্রিটিশ শাসকরা প্রচুর ভারতীয় সম্পদ শোষণ করে ইংল্যান্ডে নিয়ে যেতেন। এটিকেই 'সম্পদের বহির্গমন’ বলা হয়।


37. গ্যারান্টি ব্যবস্থা বলতে কী বোঝো?


উত্তর:- এদেশে রেলপথ নির্মাণে ইংরেজ কোম্পানিকে প্রলুব্ধ করার জন্য ব্রিটিশ সরকার তাদের নিখরচায় জমি, বাৎসরিক বিনিয়োগে নির্দিষ্ট সুদ প্রদান ইত্যাদি বিষয়ে দেশবাসীকে আশ্বাস দিয়েছিল। এটাই গ্যারান্টি ব্যবস্থা নামে পরিচিত।


38. কে, কবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন?


উত্তর:- ১৭৯৩ সালে ২২ মার্চ বাংলা, বিহার, ওড়িশায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেছিলেন লর্ড কর্নওয়ালিশ।


39. অব-শিল্পায়ন বলতে কী বোঝা যায়?


উত্তর:- ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন ভারতের বাজারে প্রচুর পরিমাণে ব্রিটিশ শিল্পপণ্য চলে আসায় প্রতিযোগিতার জেরে বাংলার কুটিরশিল্প ধ্বংসের পথে অগ্রসর হয়। এটাই অব-শিল্পায়ন নামে পরিচিত।


40. ভারতের কোথায় প্রথম পাটকল স্থাপিত হয়েছিল?


উত্তর:- ১৮৫৫ খ্রিস্টাব্দে ব্রিটিশ কর্মচারী জর্জ অকল্যান্ড রিষড়ায় ভারতের প্রথম পাটকল গড়ে তোলেন।


41. ভারতের কবে প্রথম কাপড় কল প্রতিষ্ঠিত হয়েছিল?


উত্তর:- পারসি শিল্পপতি কাউয়াসজি নানাভাই দাভর বোম্বাইয়ে ১৮৫৩ খ্রিস্টাব্দে সর্বপ্রথম কাপড়ের কল স্থাপিত করেন।


42. ইংরেজরা কার কাছ থেকে, কবে দেওয়ানি লাভ করেছিল?


উত্তর:- ১৭৬৫ খ্রিস্টাব্দে মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভ করেছিল।


43. দস্তক বলতে কী বোঝা যায়?


উত্তর:- মুঘল সম্রাট ফারুকশিয়ার ১৭১৭ খ্রিস্টাব্দে কোম্পানিকে বার্ষিক তিন হাজার টাকার বিনিময়ে ভারতে বিনাশুল্কে বাণিজ্য করার যে অধিকার প্রদান করেছিল সেটিই দস্তক নামে পরিচিত।


44. কাও-তাও প্রথা বলতে কি বোঝো?


উত্তর:- বিদেশ থেকে আসা কোনো চিন সম্রাটের দর্শন পেলে তাকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নত হয়ে ষষ্ঠাঙ্গে প্রণাম জানাতে হতো—এই প্রথাই 'কাও-তাও প্রথা' নামে পরিচিত ছিল।


45. কে, কত খ্রীস্টাব্দে ভ্রাম্যমাণ কমিটি নিয়োগ করেছিলেন?


উত্তর:- ওয়ারেন হেস্টিংস রাজস্ব আদায়ের জন্য ১৭৭২ খ্রিস্টাব্দে ভ্রাম্যমাণ কমিটি নিয়োগ করেছিলেন।


46. কে, কবে, কী উদ্দেশ্যে আমিনি কমিশন গঠন করেছিলেন?


উত্তর:- ওয়ারেন হেস্টিংস-এর উদ্যোগে রাজস্ব সম্পর্কিত তথ্য আদায়ের জন্য ১৮৭৬ সালে আমিনি কমিশন গঠন হয়েছিল।


47. বিদরার যুদ্ধ কবে, কাদের মধ্যে সংগঠিত হয়েছিল?


উত্তর:- ১৭৫৯ খ্রিস্টাব্দে ওলন্দাজদের সাথে ইংরেজদের বিদরার যুদ্ধ সংগঠিত হয়। এই যুদ্ধে ওলন্দাজরা পরাজিত হয়।


48. কবে, কাদের মধ্যে বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল?


উত্তর:- ১৭৬০ খ্রিস্টাব্দে ভারতের ইংরেজ ও ফরাসি কর্তৃপক্ষের মধ্যে হয় বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল।


49. দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কী বোঝো?


উত্তর:- ১৭৬৫ খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি দেওয়ানি লাভের পর আইনগত দিক বাংলার নবাবের হাতে থাকলেও শাসনক্ষমতা চলে যায় কোম্পানির অধিনে। এটিকেই দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়ে থাকে।


50. কবে, কার দ্বারা দ্বৈত শাসনের অবসান ঘটেছিল?


উত্তর:- ১৭৭২ খ্রিস্টাব্দে লর্ড ওয়ারেন হেস্টিংস-এর দ্বারা দ্বৈত শাসনের অবসান ঘটেছিল।


51. সবাইয়ের সন্ধি কবে, কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল?


উত্তর:- ১৭৮২ খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে মারাঠা পেশোয়াদের মধ্যে সবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।


52. স্যার টমাস রো কবে ভারতে এসেছিলেন?


উত্তর:- ব্রিটিশরাজ প্রথম জেমসের দূত টমাস রো ১৬১৫ খ্রি: জাহাঙ্গিরের রাজদরবারে এসেছিলেন। মোগল সম্রাটের থেকে বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভ করাই ছিল তাঁর উদ্দেশ্য।


53. সিরাজ-উদ-দৌলার আমলে ‘অন্ধকূপ হত্যা’ বলতে কী বোঝো?


উত্তর:- ব্রিটিশ কর্মচারী হলওয়েল -এর বিবরণে প্রকাশ, ১৭৫৬ সালে সিরাজ-উদ-দৌলার কলকাতা অভিযানের পর তার নির্দেশে বন্দি হওয়া  ১৪৬ জন ব্রিটিশ সৈন্যকে ১৮ x ১৪ x ১০ ফুট আয়তন বিশিষ্ট একটি অন্ধকার ঘরে আটকে রাখা হয়েছিল। এতে ১২৩ জন দমবন্ধ হয়ে মারা গিয়েছিল। এই ঘটনাই ইতিহাসে অন্ধকূপ হত্যা নামে পরিচিত।


54. কোন আইনের দ্বারা ‘ভাইসরয়’ পদের উদ্ভব হয়েছিল? প্রথম ভাইসরয় কে ছিলেন?


উত্তর:- ১৮৫৮ -এর ভারত শাসন আইনের দ্বারা ভাইসরয় পদের উদ্ভব হয়েছিল। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং।

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post