সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | অধ্যায়- সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া | Reaction Against Imperialism Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | অধ্যায়- সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া | Reaction Against Imperialism Questions Answers ।
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | অধ্যায়- সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া | Reaction Against Imperialism Questions Answers
1. কার উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর:- ওয়ারেন হেস্টিংস
2. সতীদাহ প্রথার বিরুদ্ধে কে আইন জারি করেছিলেন?
উত্তর:- লর্ড বেন্টিঙ্ক
3. নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কে জারি করেছিলেন?
উত্তর:- লর্ড নর্থব্রুক
4. ইলবার্ট বিল কে পেশ করেন?
উত্তর:- লর্ড রিপন
5. কাকে ‘বাংলা গদ্যসাহিত্যের জনক’ বলা হয়ে থাকে?
উত্তর:- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে
6. বিধবাবিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাশ হয়েছিল?
উত্তর:- ১৮৫৬ খ্রি.
7. নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কত সালে গঠিত হয়েছিল?
উত্তর:- ১৯২০ খ্রি.
8. ‘সাম্প্রদায়িক বাটোয়ারা’ নীতি কে ঘোষণা করেছিলেন?
উত্তর:- ম্যাকডোনাল্ড
9. ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতার নাম লেখো।
উত্তর:- কেশব মেনন
10. ভারতীয় নবজাগরণের অগ্রদূত কে ছিলেন?
উত্তর:- রাজা রামমোহন রায়
11. বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম লেখো।
উত্তর:- সমাচার দর্পণ
12. ‘চুইয়ে পড়া নীতি’- কে প্রবর্তন করেছিলেন?
উত্তর:- মেকলে
13. মেকলের ‘মিনিট’ কত খ্রীস্টাব্দে পেশ করা হয়?
উত্তর:- ১৮৩৫ খ্রি.
14. কলকাতা মেডিক্যাল কলেজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর:- ১৮৩৫ খ্রিস্টাব্দে
15. তুহাফ-উল-মুয়াহিদ্দিন নামে পুস্তকটি কে রচনা করেছেন?
উত্তর:- রামমোহন রায়
16. কে কেশবচন্দ্রকে ব্ৰহ্বানন্দ উপাধি প্রদান করেন?
উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর
17. কার উদ্যোগে শুদ্ধি আন্দোলন গড়ে উঠেছিল?
উত্তর:- দয়ানন্দ সরস্বতী
18. হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর:- ১৮১৭ খ্রিস্টাব্দে
19. সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- জ্যোতিরাও ফুলে
20. ব্রাহ্বসমাজ কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর:- ১৮৩০ খ্রিস্টাব্দে
21. তাইপিং বিদ্রোহের নেতা কে ছিলেন?
উত্তর:- হুং সিউ চুয়াং
22. ভারতের ইরাসমাস কাকে বলা হয়?
উত্তর:- রামমোহনকে
23. চিনের উপর একুশ দফা দাবি আরোপ করেছিল কোন দেশ?
উত্তর:- জাপান
24. তত্ত্ববোধিনী পত্রিকা কে প্রকাশ করেছিলেন?
উত্তর:- দেবেন্দ্রনাথ ঠাকুর
25. ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনাকার্টা কাকে বলা হয়ে থাকে?
উত্তর:- উডের ডেসপ্যাচকে
26. কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন?
উত্তর:- বড়োলাট লর্ড বেন্টিঙ্ক ১৮২৯ সালে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেছিলেন। একাজে তাঁকে সহায়তা করেছিলেন রাজা রামমোহন রায়।
27. কে পার্থেনন পত্রিকা প্রকাশ করেছিলেন?
উত্তর:- নব্যবঙ্গ আন্দোলনের অন্যতম নেতা ডিরোজিও ১৮৩০ সালে পার্থেনন পত্রিকা প্রকাশ করেছিলেন।
28. কবে, কারা থিওসফিক্যাল সোসাইটি গড়ে তুলেছিলেন?
উত্তর:- ১৮৫৭ সালে কর্নেল এইচ এস ওলকট, হেলেনা ব্লাভাস্কি প্রমুখের উদ্যোগে আমেরিকায় থিওসফিক্যাল সোসাইটি গড়ে তুলেছিলেন।
29. আর্যসমাজ -এর প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- স্বামী দয়ানন্দ সরস্বতী ১৮৭৫ সালে বোম্বাইয়ে আর্যসমাজ গড়ে গড়ে তুলেছিলেন।
30. কবে গুরুকুল আশ্রম স্থাপিত হয়েছিল?
উত্তর:-১৯০২ সালে স্বামী শ্ৰদ্ধানন্দ কর্তৃক হরিদ্বারে গুরুকুল আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল।
31. পতিদার কাকে বলা হয়?
উত্তর:- ইংরেজ আমলে গুজরাটে ‘পতি’ বা গ্রামের যৌথ মালিকানাধীন জমির রাজস্ব আদায়কারী মোড়লরা পতিদার নামে পরিচিত?
32. শতদিবসের সংস্কার কাকে বলা হয়?
উত্তর:- ১৮৯৮ সালে চিনা সম্রাট কোয়াংসু ঘোষিত এক সংস্কার কর্মসূচি টানা ১০০ দিন ধরে চলেছিল। এটিই শতদিবসের সংস্কার নামে পরিচিত।
33. ৪ মে চিনে ছাত্ররা কার নেতৃত্বে বিক্ষোভ দেখিয়েছিল?
উত্তর:- পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন-তু-শিউ-র নেতৃত্বে চিনে ছাত্ররা বিক্ষোভ দেখিয়েছিল।
34. প্রার্থনা সমাজ কে গড়ে তুলেছিলেন?
উত্তর:- মহারাষ্ট্রের সমাজ সংস্কারক আত্মারাম পাণ্ডুরঙ্গ ১৮৬৭ খ্রি: গড়ে তুলেছিলেন প্রার্থনা সমাজ।
35. কে, কবে ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- লর্ড ওয়েলেসলি ১৮০০ খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়ম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন।
36. কে, কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- ১৮১৭ খ্রিস্টাব্দ ডেভিড হেয়ার ও রামমোহন রায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন।
37. উডের ডেসপ্যাচ বলতে কী বোঝায়?
উত্তর:- ১৮৫৪ খ্রিস্টাব্দে চার্লস উড শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা পেশ করেছিলেন সেটিই উডের ডেসপ্যাচ নামে পরিচিত।
38. কলকাতা মাদ্রাসা কে, কবে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- ১৭৮১ খ্রিস্টাব্দে ওয়ারেন হেস্টিংস কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন।
39. তত্ববোধিনী পত্রিকা কার সম্পাদনায়, কবে প্রকাশিত হয়েছিল?
Ans. দেবেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় ১৮৩৪ খ্রিস্টাব্দে তত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়েছিল।
40. স্বামী বিবেকানন্দ কবে শিকাগো বিশ্বধর্ম সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন?
উত্তর:- ১৮৯৩ খ্রিস্টাব্দে।
41. কে, কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- ১৮৯৭ খ্রিস্টাব্দে বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন।
42. কে, কোথায়, কবে মে ফোর্থ আন্দোলন শুরু করেছিলেন?
উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দে ৪ মে চেনতু শিউ -এর নেতৃত্বে।
43. ইন্ডিয়ান লিগ কে প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- শিশিরকুমার ঘোষ।
44. ‘দিকু’ কাদের বলে?
উত্তর:- বহিরাগত জোতদার, বণিক, মহাজন, ঠিকাদার প্রভৃতি মধ্যস্বত্বভোগীরা ব্রিটিশ আমলে সুবিধা আদায়ের জন্য আদিবাসী এলাকা বিভিন্ন গ্রামে ঢুকে পড়েছিল। আদিবাসীরা এদের বলত দিকু।
45. কে, কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেছিলেন?
উত্তর:- ১৮০০ খ্রি: লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজ গড়ে তোলেন।
46. সান ইয়াৎ-সেন ঘোষিত তিনটি নীতি ছিল কী কী?
উত্তর:- ১৮৯৮ সালে সান ইয়াৎ-সেন চিনা জনগণের জন্য যে তিনটি নীতি ঘোষণা করেছিলেন। সেগুলি হলো – (ক) জনজাতীয়তাবাদ (খ) জনগণতন্ত্রবাদ (গ) জনসমাজবাদ।
47. কলকাতা স্কুল সোসাইটি কে, কবে গড়ে তোলেন?
উত্তর:- ১৮১৮ সালে ডেভিড হেয়ার কলকাতা স্কুল সোসাইটি গড়ে তোলেন।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF