উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | অধ্যায়- ঔপনিবেশিক ভারতের শাসন | Colonial Indian Rule Questions Answers

 

উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | অধ্যায়- ঔপনিবেশিক ভারতের শাসন | Colonial Indian Rule Questions Answers
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | অধ্যায়- ঔপনিবেশিক ভারতের শাসন | Colonial Indian Rule Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | অধ্যায়- ঔপনিবেশিক ভারতের শাসন | Colonial Indian Rule Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | অধ্যায়- ঔপনিবেশিক ভারতের শাসন | Colonial Indian Rule Questions Answers ।




উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | অধ্যায়- ঔপনিবেশিক ভারতের শাসন | Colonial Indian Rule Questions Answers              

1. ১৯৩২ খ্রিস্টাব্দে সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি করেন কে?


উত্তর:- ম্যাকডোনাল


2. মুসলিম লিগের কোন অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়?


উত্তর:- লাহোর


3. ‘The Indian Musalmar’s গ্রন্থটি কে রচনা করেন? 


উত্তর:- উইলিয়াম হান্টার


4. কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের দাবি করা হয়?


উত্তর:- লাহোর


5. সাইমন কমিশন কবে ভারতে এসেছিল?


উত্তর:- ১৯২৮ খ্রি:


6. ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদে প্রথম ভারতীয় হিসেবে কে ছিলেন?


উত্তর:- সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ


7. ভাইকম সত্যাগ্রহ কে শুরু করেছিল?


উত্তর:- কেরালা প্রদেশ কংগ্রেস


8. রাওলাট আইনকে কে “উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি” বলে মন্তব্য করেছিলেন?


উত্তর:- মহাত্মা গান্ধি


9. জালিয়ানওয়ালাবাগের হত্যাকান্তের প্রতিবাদে কে ব্রিটিশদের দেওয়া ‘কাইজার ই হিন্দ’ উপাধি ত্যাগ করেছিলেন?


উত্তর:- মহাত্মা গান্ধি


10. প্রথম গোলটেবিল বৈঠকে ভারতের প্রধান কোন দলটি যোগদান করেনি?


উত্তর:- কংগ্রেস


11. মুসলিম লিগ গঠিত হয়েছিল কত সালে?


উত্তর:- ১৯০৬ খ্রি;


12. মুসলিম লিগের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল?


উত্তর:- ঢাকায়


13. মুসলিম লিগের প্রথম সভাপতি ছিলেন কে ছিলেন?


উত্তর:- সলিম উল্লাহ


14. রাওলাট কমিশনের অপর নাম কী ছিল?


উত্তর:- সিডিশন কমিশন


15. ১৯০৫ খ্রিস্টাব্দে সিমলা দেীতের উদ্যোখা নিয়েছিল কে?


উত্তর:- আগা খাঁ


16. মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন কত সালে প্রবর্তিত হয়েছিল?


উত্তর:- ১৯১৯ খ্রি:


17. কত খ্রিস্টাব্দের ভারত শাসন আইনের দ্বারা ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটেছিল?


উত্তর:- ১৮৫৮ খ্রি.


18. ১৮৫৮ খ্রিস্টাব্দের আইন অনুসারে ভাইসরয়’ উপাধি কাকে দেওয়া হয়? 


উত্তর:- গভর্নর জেনারেল


19. নবান্ন নাটক কে রচনা করেন?


উত্তর:- বিজন ভট্টাচার্য


20. মলে-মিন্টো শাসন সংস্কার আইন কবে পাশ হয়েছিল?


উত্তর:- ১৯০৯ খ্রিস্টাব্দে


21. ১৯১৯ খ্রিস্টাব্দে কত তারিখে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল?


উত্তর:- ১৩ এপ্রিল


22. কোন দেশীয় রাজ্যের রাজা প্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন?


উত্তর:- হায়দ্রাবাদের নিজাম


23. রাওলাট আইন কত সালে পাশ হয়েছিল?


উত্তর:- ১৯১৯ খ্রিস্টাব্দে


24. ১৯০৯ খ্রিস্টাব্দে ভারতের ভাইসরয় পদে কে ছিলেন?


উত্তর:- লর্ড মিন্টো


25. ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ হয় কার রাজত্বকালে?


উত্তর:- লর্ড লিটন


26. ভাইকম সত্যাগ্রহ বলতে কী বোঝায়?


উত্তর:- কেরালা প্রদেশ কংগ্রেস কমিটি ১৯৪২ সালের ২ মার্চ ত্রিবাঙ্কুরের ভাইকম মন্দিরে দলিতদের প্রবেশের দাবিতে যে আন্দোলন শুরু করেছিল সেটিই ভাইকম সত্যাগ্রহ নামে পরিচিত।


27. ৫০-এর মন্বন্তরের পর সরকার কী গঠন করেছিল এবং তার রিপোর্ট কবে জমা পড়েছিল?


উত্তর:- ১৯৪৩ (১৩৫০ বঙ্গাব্দ) -এর মন্বন্তরের পর ব্রিটিশ সরকার দুর্ভিক্ষ অনুসন্ধান কমিশন গঠন করেছিল। ১৯৪৫ সালে কমিশনের রিপোর্ট জমা পড়েছিল।


28. ১৯১৬ সালের অনুষ্ঠিত লখনউ কংগ্রেসের গুরুত্ব উল্লেখ করো।


উত্তর:- এই অধিবেশনে চরমপন্থী নেতৃবর্গ পুনরায় দলে ফিরে আসায় নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে ঐক্য গড়ে উঠেছিল। এতে কংগ্রেসের শক্তি বৃদ্ধি পেয়েছিল।


29. ব্রিটিশ ভারতে ‘দেশীয় রাজ্য’ বলতে কী বোঝাত?


উত্তর:- ১৮৫৮ সালে কোম্পানির শাসন শেষ হলেও প্রত্যক্ষ শাসনের বাইরেও অসংখ্য স্বায়ত্তশাসিত রাজ্য গড়ে উঠেছিল। এগুলিকেই বলা হতো দেশীয় রাজ্য।


30. মলে-মিন্টো আইনের দু’টি অসংগতি লেখো।


উত্তর:- প্রথমত, এই আইনে ভারতে কোনো দায়বদ্ধ প্রশাসন গঠনের ক্ষেত্রে জোর দেওয়া হয়নি। দ্বিতীয়ত, নির্বাচিত জনপ্রতিনিধিদের মতামতকে গুরুত্ব দেওয়া হয়নি।


31. রাওলাট কমিশন বলতে কী বোঝায়?


উত্তর:- ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন ঠেকাতে ১৯১৮ সালে স্যার সিডনি রাওলাট-এর নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। এটিই রাওলাট কমিশন নামে পরিচিত।


32. মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত কয়েকজনের নাম উল্লেখ করো।


উত্তর:- মুজাফফর আহমেদ, ধরণী গোস্বামী, পি সি জোশি, অমৃত শ্রীপাদ ডাঙ্গে, গঙ্গাধর অধিকারী প্রমুখ।


33. মলে-মিন্টো সংস্কার আইনের প্রধান শর্ত লেখো?


উত্তর:- মুসলিম সম্প্রদায়কে পৃথকভাবে সদস্য নির্বাচনের অধিকার দেওয়া হয় এই আইনে।


34. কে, কোন ঘটনার পরিপ্রেক্ষিতে নাইট উপাধি ত্যাগ করেছিলেন?


উত্তর:- রবীন্দ্রনাথ ঠাকুর জালিয়ানওয়ালাবাগ-এর হত্যাকাণ্ডের প্রতিবাদ স্বরূপ নাইট উপাধি ত্যাগ করেছিলেন।


35. মুসলিম লিগ কে প্রতিষ্ঠা করেছিলেন?


উত্তর:- ঢাকার নবাব সলিম উল্লাহ মুসলিম লিগে প্রতিষ্ঠা করেছিলেন।


36. ব্রিটিশ ভারতের কয়েকটি বৃহত্তম দেশীয় রাজ্যের নাম উল্লেখ করো।


উত্তর:- হায়দ্রাবাদ, কাশ্মীর, মহীশূর।


37. স্বত্ববিলোপ নীতির দুটি শর্ত উল্লেখ করো।


উত্তর:- কোনো দেশীয় রাজ্যের রাজা অপুত্রক অবস্থায় যদি মারা যান তাহলে তিনি দত্তক পুত্র গ্রহণ করতে পারবেন না। ফলে সেই রাজ্য কোম্পানির অধীনস্থ হয়ে যাবে।


38. কোন দেশীয় রাজ্য গুলির রাজারা প্রথম স্বত্ববিলোপ নীতি গ্রহণ করেছিল?


উত্তর:- সাঁতারা, আঁসি, নাগপুর প্রভৃতি।


39. ভারতে সর্বপ্রথম কোথায় বিভাজন ও শাসন নীতি কার্যকর হয়েছিল?


উত্তর:- পাঞ্জাবের সেনাবাহিনীতে জন লরেন্স সর্বপ্রথম এই নীতি প্রয়োগ করেছিলেন।


40. সিমলা দৌত্য বলতে কী বোঝোয়?


উত্তর:- আগা খাঁ-র নেতৃত্বে ১৯০৬ খ্রি: ১ অক্টোবর ৩৫ জন অভিজাত মুসলিম সিমলায় বড়োলাট লর্ড মিন্টোর সঙ্গে দেখা করেনএবং মুসলিমদের স্বার্থরক্ষার দাবি সংবলিত একটি স্মারকলিপি পেশ করেন। এটিই সিমলা দৌত্য নামে পরিচিত।


41. রাওলাট আইনের একটি শর্ত উল্লেখ কোরো।


উত্তর:- রাওলাট আইন অনুসারে ইংরেজ বিরোধী যাবতীয় প্রচার নিষিদ্ধ ঘোষণা করা হয়।


42. মন্টেগু-চেমসফোর্ড আইনের একটি শর্ত উল্লেখ করো।


উত্তর:- মন্টেগু-চেমসফোর্ড আইনের মাধ্যমে কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে ক্ষমতা এবং আয় যথাযথভাবে বণ্টিত হয়।


43. গোলটেবিল বৈঠকের পর কী নামে শ্বেতপত্র প্রকাশিত হয়েছিল?


উত্তর:- গোলটেবিল বৈঠকের পর ১৯৩৩ সালে সরকার ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য 'প্রস্তাবসমূহ’ নামে শ্বেতপত্র প্রকাশ করে।


44. লখনউ চুক্তির ২টি শর্ত উল্লেখ করো।


উত্তর:- প্রথমত, কংগ্রেস এবং মুসলিম লিগ একত্রে সরকারের কাছে শাসন সংস্কারের দাবি জানাতে একমত হয়েছিল। দ্বিতীয়ত, মুসলিম লিগের স্বতন্ত্র নির্বাচনের দাবির সঙ্গে কংগ্রেস একমত হয়েছিল।


45. কেন গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন?


উত্তর:- ১৯২২ খ্রি: আন্দোলন চলাকালীন উত্তরপ্রদেশের চৌরিচেরায় আন্দোলনকারীরা একদল পুলিশকে পড়িয়ে মারে। তারপরই গান্ধিজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন।


46. কবে ‘চোদ্দো দফা দাবি’ ঘোষিত হয়েছিল? চোদ্দো দফা দাবির উদ্দেশ্য লেখো?


উত্তর:- ১৯২৯ সালে মুসলিম লিগের দিল্লি অধিবেশনে লিগ নেতা মহম্মদ আলি জিন্না তাঁর চোদ্দো দফা দাবি পেশ করেন। এই দাবির উদ্দেশ্য ছিল ভারতে মুসলিমদের স্বার্থরক্ষা।

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post