সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | অধ্যায়- দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ | World War II and the Colonies Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | অধ্যায়- দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ | World War II and the Colonies Questions Answers ।
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | অধ্যায়- দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও উপনিবেশসমূহ | World War II and the Colonies Questions Answers
1. ‘রশিদ আলি দিবস’ কবে পালিত হয়?
উত্তর:- ১২ ফ্রেব্রুয়ারি
2. ক্রিপস মিশন কবে ভারতে আসে?
উত্তর:- ১৯৪২ খ্রি:
3. রোম-বার্লিন-টোকিও অক্ষচুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর:- ১৯৩৭ খ্রি:
4. আজাদ হিন্দ ফৌজ কে গঠন করেন?
উত্তর:- রাসবিহারী বসু
5. ১৯৪১ খ্রিস্টাব্দের পার্ল হারবারের ঘটনার ফলে ও মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক তিক্ত হয়েছিল কোন দেশের সাথে?
উত্তর:- জাপান
6. স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?
উত্তর:- ড. সুকর্ণ
7. ড. সুকর্ণ কোন দেশের হয়ে নেতৃত্ব দিয়েছিলেন?
উত্তর:- ইন্দোনেশিয়ার
8. আজাদ হিন্দ বাহিনী সর্বপ্রথম ভারতের যে শহরটি দখল করেছিল সেটির নাম লেখো।
উত্তর:- কোহিমা
9. মন্ত্রী মিশন কবে ভারতে আসে?
উত্তর:- ১৯৪৬ খ্রি.
10. গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় বসেছিল?
উত্তর:- দিল্লিতে
11. আজাদ হিন্দ সরকার ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে 1943 সালের কত তারিখে?
উত্তর:- 23 অক্টোবর
12. তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক কে ছিল?
উত্তর:- সতীশচন্দ্র সামন্ত
13. কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়?
উত্তর:- তলোয়ার
14. অন্তর্বর্তী সরকারের প্রধান কে ছিল?
উত্তর:- জে. এল. নেহরু
15. গণপরিষদের প্রথম অধিবেশন বসেছিল কোথায়?
উত্তর:- দিল্লিতে
16. ভারতের ‘লৌহমানব’ হিসেবে কে পরিচিত ছিলেন?
উত্তর:- বি. ভি. প্যাটেল
17. জাপানের সেনাবাহিনী কত খ্রিস্টাব্দে পার্ল হারবার আক্রমণ করেছিল?
উত্তর:- ১৯৪১ খ্রিস্টাব্দে
18. সুভাষচন্দ্র বসু ফ্রি-ইন্ডিয়া সেন্টার গঠন করেছিলেন কোথায়?
উত্তর:- জার্মানিতে
19. ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয়ের নাম লেখো।
উত্তর:- মাউন্টব্যাটেন
20. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ভারতের বড়োলাট কে ছিল?
উত্তর:- লর্ড লিনলিথগো।
21. ভারতছাড়ো আন্দোলনের তাৎপর্য লেখো।
উত্তর:- স্বতঃস্ফুর্ত এই গণ-আন্দোলনের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জনের ভিত প্রতিষ্ঠিত হয়েছিল এবং কংগ্রেস তার হারানো মর্যাদা ফিরে পেয়েছিল।
22. ওয়াভেল পরিকল্পনা কাকে বলে?
উত্তর:- ১৯৪৫ সালের ১৪ জুন কংগ্রেস ও মুসলিম লিগের কাছে তৎকালীন বড়োলাট ওয়াভেল একটি প্রস্তাব পেশ করেছিলেন। এটিই ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত।
23. হরিপুরা কংগ্রেসে কে কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত হন?
উত্তর:- ১৯৩৮ সালে হরিপুরা কংগ্রেসে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্ত হন।
24. ক্রিপস প্রস্তাব কাকে বলে?
উত্তর:- ১৯৪২ সালে ব্রিটিশ মন্ত্রীসভার সদস্য স্ট্যাফোর্ড ক্রিপসের নেতৃত্বাধীন একটি কমিশন ভারতে আসে এবং স্বায়ত্তশাসনের প্রস্তাব-সংবলিত যে একগুচ্ছ প্রস্তাব কমিশন পেশ করেছিল সেটাই ক্রিপস প্রস্তাব নামে পরিচিত হয়।
25. মাউন্টব্যাটেন পরিকল্পনা কাকে বলে?
উত্তর:- মাউন্টব্যাটেনের উপদেষ্টা লর্ড ইসমে কর্তৃক ব্রিটিশ পালামেন্টে প্রেরিত ভারত ভাগ পরিকল্পনার ভিত্তিতে ভারতীয় স্বাধীনতা আইন পাশ করা হয়। এটাকেই মাউন্টব্যাটেন পরিকল্পনা বলা হয়।
26. কাদের মধ্যে হয়েছিল রোম-বার্লিন-টোকিও চুক্তি?
উত্তর:- জাপান-ইতালি-জার্মানির মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৪০ সালে রোম-বালিনটোকিও চুক্তি স্বাক্ষরিত হয়।
27. ভিয়েতমিন বলতে কী বোঝোয়?
উত্তর:- ১৯৪১ সালে ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে হো-চি-মিন যে সংগঠন গড়ে তোলেন সেটিই ভিয়েতমিন নামে পরিচিত।
28. ডাচ-ইন্দোনেশীয় চুক্তিতে কারা মধ্যস্থতা করেছিল?
উত্তর:- ১৯৪৬ সালে ডাচ-ইন্দোনেশীয়ার চুক্তিতে ব্রিটিশরা মধ্যস্থতা করেছিল।
29. ভারতের কোথায় আজাদ হিন্দ বাহিনী জাতীয় পতাকা উত্তোলন করেছিল?
উত্তর:- ১৯৪৫ সালে উত্তর-পূর্ব ভারতের কোহিমায় ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেছিল আজাদ হিন্দ বাহিনী।
30. তাম্রলিপ্ত সরকার কোথায়, কার নেতৃত্বে প্রতিষ্ঠা হয়েছিল? / সর্বাধিনায়ক কে?
উত্তর:- মেদিনীপুরের তমলুকে সতীশচন্দ্র সামন্তের নেতৃত্বে তাম্রলিপ্ত সরকার প্রতিষ্ঠা হয়েছিল।
31. তাম্রলিপ্ত সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন?
উত্তর:- সতীশচন্দ্র সামন্ত
32. ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশনের সদস্যদের নাম লেখো?
উত্তর:- স্ট্যাফোর্ড ক্রিপস, পেথিক লরেন্স, এ. ভি. আলেকজান্ডার।
33. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর:- জাতিসংঘের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।
34. আভান্তি বলতে কী বোঝায়?
উত্তর:- আভান্তি হলো একটি সমাজতান্ত্রিক পত্রিকার নাম।
35. ফুয়েরার এবং ইল-দু-চে কাদের বলা হয়ে থাকে?
উত্তর:- ফুয়েরার এবং ইল-দু-চে হলেন যথাক্রমে হিটলার ও মুসোলিনি।
36. ভারত ছাড়ো প্রস্তাব কবে অনুমোদিত হয়েছিল?
উত্তর:- ১৯৪২ খ্রিস্টাব্দের ৪ আগস্ট।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF