সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | অধ্যায়- ঠান্ডা লড়াইয়ের যুগ | Cold War Related Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | অধ্যায়- ঠান্ডা লড়াইয়ের যুগ | Cold War Related Questions Answers ।
উচ্চমাধ্যমিক ইতিহাস প্রশ্নোত্তর | অধ্যায়- ঠান্ডা লড়াইয়ের যুগ | Cold War Related Questions Answers
1. সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কত সালে?
উত্তর:- ১৯৪৫ খ্রি:
2. ইয়মকিপুর যুদ্ধ (১৯৭৩ খ্রি.) কাদের মধ্যে সংঘটিত হয়েছিল?
উত্তর:- আরব-ইজরায়েল
3. ফালটন বক্তৃতা কে প্রদান করেছিলেন?
উত্তর:- চার্চিল
4. হ্যারি ট্রুম্যান কে ছিলেন?
উত্তর:- মার্কিন রাষ্ট্রপতি
5. মার্শাল পরিকল্পনা কারা গ্রহণ করেছিল?
উত্তর:- আমেরিকা
6. কত সালে সুয়েজ খাল জাতীয়করণ -এর কথা ঘোষিত হয়েছিল?
উত্তর:- ১৯৫৬ সালে
7. কত ডিগ্রি অক্ষরেখায় উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমারেখা চিহ্নিতকরণ করা হয়েছিল?
উত্তর:- ৩৮ ডিগ্রি
8. ভিয়েতনামের গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা কে ছিলেন?
উত্তর:- হো-চি-মিন
9. ভিয়েতমিন কে গঠন করে ছিলেন?
উত্তর:- হো-চি-মিন
10. দিয়েন-বিয়েন-ফু’র যুদ্ধে জয়ী হয়েছিল কোন দেশ?
উত্তর:- ভিয়েতনাম
11. বান্দুং সম্মেলনে চিনের হয়ে কে প্রতিনিধিত্ব করেছিলেন?
উত্তর:- চৌ-এন-লাই
12. সিয়াং ফু ঘটনাটি ঘটেছিল কত সালে?
উত্তর:- ১৯৩৬ খ্রি:
13. ‘মাই লাই’ ঘটনাটি ঘটে কোথায়?
উত্তর:- ভিয়েতনামে
14. ‘দিয়েন-বিয়েন-ফু’র ঘটনা ঘটেছিল কোথায়?
উত্তর:- ভিয়েতনামে
15. ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেছিলেন?
উত্তর:- ওয়াল্টার লিপম্যান
16. ইয়াল্টা সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল কত সালে?
উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দে
17. পঞ্চশীল নীতি গৃহীত হয়েছিল কত সালে?
উত্তর:- ১৯৫৪ খ্রিস্টাব্দে
18. পটসডাম সম্মেলন অনুষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর:- ১৯৪৫ খ্রিস্টাব্দে
19. ন্যাটো প্রতিষ্ঠার সময়ে এর সদস্য দেশ সংখ্যা ছিল কটি?
উত্তর:- ১২
20. পঞশীল নীতি কে ঘোষণা করেছিলেন?
উত্তর:- জওহরলাল নেহরু
21. মার্শাল পরিকল্পনা গ্রহণকারী দেশের সংখ্যা ছিল কটি?
উত্তর:- ১৬
22. ১৯৪৯ খ্রিস্টাব্দে সোভিয়েত বিরোধী যে সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেটি কী?
উত্তর:- ন্যাটো
23. কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি নির্মাণ করেছিল কোন দেশ?
উত্তর:- রাশিয়া
24. ২৭ দফা দাবি পেশ করা হয় কোন সম্মেলনের মাধ্যমে?
উত্তর:- বেলগ্রেড
25. গণপ্রজাতন্ত্রী চিন প্রতিষ্ঠিত হয় কত খ্রিস্টাব্দে?
উত্তর:- ১৯৪৯ খ্রি:
26. বার্লিন অবরোধ হয়েছিল কত খ্রিস্টাব্দে?
উত্তর:- ১৯৪৫ খ্রি:
27. ফিদেল কাস্ত্রো কে ছিলেন?
উত্তর:- সমাজবাদী কিউবার রাষ্ট্রপতি
28. আধুনিক মিশরের জনক কাকে বলা হয়?
উত্তর:- নাসের।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF