সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান | Plant Sensitization and Response Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান | Plant Sensitization and Response Questions Answers।
মাধ্যমিক জীবনবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়াপ্রদান | Plant Sensitization and Response Questions Answers
1. উদ্ভিদের সংবেদনশীলতা সংক্রান্ত আবিষ্কারের সঙ্গে যুক্ত কোন বিজ্ঞানী?
উত্তর:- আচার্য জগদীশ চন্দ্র বসু।
2. উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত চলনকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- ন্যাস্টিক চলন
3. উদ্ভিদ কান্ডের আলোর দিকে বৃদ্ধি পাওয়া, এটি এক প্রকার কী ধরনের চলন?
উত্তর:- ফোটোট্রোপিক চলন
4. অভিকর্ষের গতিপথ অনুসারে নিয়ন্ত্রিত উদ্ভিদ-অঙ্গের চলনকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- জিওট্রপিক চলন
5. সূর্যশিশির ও ডায়োনিয়া উদ্ভিদের ক্ষেত্রে পতঙ্গকে ঘিরে ফেলে খাদ্যরূপে গ্রহন, এটি একপ্রকারের কী ধরনের চলন?
উত্তর:- কেমোন্যাস্টিক চলন
6. অক্সিন হরমোন দ্বারা কোন ধরনের চলন নিয়ন্ত্রিত হয়ে থাকে
উত্তর:- ট্রপিক চলন।
7. ট্রপিক চলনের অপর নাম কী ধরনের চলন।
উত্তর:- দিক-নির্নীত চলন?
8. আচার্য জগদীশ চন্দ্র বসুর আবিষ্কৃত সংবেদনশীলতা পরিমাপক যন্ত্রটির নাম লেখো?
উত্তর:- ক্রেসকোগ্রাফ যন্ত্র
9. গমনে সক্ষম একটি উদ্ভিদের নাম উল্লেখ করো।
উত্তর:- ক্ল্যামাইডোমোনাস।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF