উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- শিক্ষায় প্রযুক্তির ভূমিকা | Role of Technology in Education Questions Answers

 

উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- শিক্ষায় প্রযুক্তির ভূমিকা | Role of Technology in Education Questions Answers
উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- শিক্ষায় প্রযুক্তির ভূমিকা | Role of Technology in Education Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- শিক্ষায় প্রযুক্তির ভূমিকা | Role of Technology in Education Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- শিক্ষায় প্রযুক্তির ভূমিকা | Role of Technology in Education Questions Answers ।




উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- শিক্ষায় প্রযুক্তির ভূমিকা | Role of Technology in Education Questions Answers              

1. শিক্ষাপ্রযুক্তি যে কাজে ব্যবহৃত হয়ে থাকে সেগুলী লেখো।


উত্তর:- পাঠক্রম নির্দিষ্টকরণে, শিক্ষা শিখন প্রক্রিয়া, মূল্যায়নে।


2. রাউনট্রা (Rowntra, 1973) শিক্ষাপ্রযুক্তির প্রয়োজনের কথা উল্লেখ করেছেন কয়টি?


উত্তর:- চারটি 


3. ‘শিক্ষাপ্রযুক্তির’ উদাহরণ উল্লেখ করো।


উত্তর:- পরিকল্পিত শিখন, অনুশিখন, তন্ত্র বা সিস্টেম হিসেবে শিক্ষা।


4. বর্তমানে যে ক্ষেত্রে শিক্ষাপ্রযুক্তির গুরুত্বপূর্ণ ব্যবহার লক্ষ করা যায় সেগুলী উল্লেখ করো। 


উত্তর:- অনুশিক্ষণ, শিক্ষণ মডেল, স্বয়ংশিখন


5. শিক্ষাপ্রযুক্তিভিত্তিক বিষয়টি উল্লেখ করো। 


উত্তর:- শিক্ষা নির্দেশনা 


6. শুদ্ধ হার্ডওয়্যারের উদাহরণ উল্লেখ করো। 


উত্তর:- কমপ্যাক্ট ডিস্ক, ভিডিও ক্যাসেট, কম্পিউটার


7. এর মধ্যে কোনটি সফটওয়্যারের উদাহরণ? 


উত্তর:- কম্পিউটার ডিস্ক । 


8. বর্তমানে প্রথাগত শিক্ষার ক্ষেত্রে কম্পিউটার শিক্ষা শুরু হওয়া উচিত কোন স্তর থেকে কোন স্তরে?


উত্তর:- নিম্ন প্রাথমিক স্তর থেকে 


9. বর্তমানে শিক্ষাপ্রযুক্তি ব্যবহৃত হয় কোন ক্ষেত্রে?


উত্তর:- জ্ঞান সংগ্রহে, জ্ঞান সরবরাহে, জ্ঞানের মূল্যায়নে।


10. ভাষা পরীক্ষাগারের লক্ষ্য উল্লেখ করো?


উত্তর:- সঠিকভাবে শুনতে ও বলতে শেখা 


11. টিচিং মেশিনের সুবিধা উল্লেখ করো।


উত্তর:- শিক্ষকের অভাব পূরণ করতে পারে 


12. CIET- এর পুরো কথাটি উল্লেখ করো। 


উত্তর:- সেন্টাল ইনস্টিটিউট অব এডুকেশন  টেকনোলজি। 


13. শিক্ষাপ্রযুক্তির সীমাবদ্ধতা গুলি লেখো?


উত্তর:- প্রচুর অর্থের বিনিয়োগ, শিক্ষকদের প্রশিক্ষণের ঘাটতি, রক্ষণাবেক্ষণের অভাব


14. পরিকল্পিত শিখনের গুরুত্বপূর্ণ দিকটি উল্লেখ করো। 


উত্তর:- ফ্রেম প্রস্তুত করা, শিক্ষার্থীর সক্রিয়তা, ফিডব্যাক সরবরাহ।


15. শিক্ষাপ্রযুক্তির উদ্দেশ্যগুলিকে কয়টি ভাগে ভাগ করা হয়ে থাকে?  


উত্তর:- দুই ভাগে 


16. শিক্ষাতন্ত্রে ইনপুট বলতে কী বোঝায়? 


উত্তর:- শিক্ষাতন্ত্রে ইনপুট বলতে মানবসম্পদ (শিক্ষার্থী সম্পর্কিত তথ্য), আর্থিক সম্পদ ইত্যাদিকে বোঝানো হয়ে থাকে। 


17. শিক্ষাতন্ত্রে আউটপুট বলতে কী বোঝায়? 


উত্তর:- শিক্ষাতন্ত্রে আউটপুট বলতে নির্দিষ্ট ক্ষেত্রে শিক্ষার্থীর উন্নত পারদর্শিতাকে বোঝানো হয়ে থাকে। 


18. ভাষা পরীক্ষাগারের প্রয়োজনীয়তা উল্লেখ করো? 


উত্তর:- ভাষা বিশেষত বিদেশি ভাষা সঠিকভাবে শোনা, বলা এবং উচ্চারণ করতে শেখার জন্য ভাষা পরীক্ষাগারের প্রয়োজন হয়ে থাকে। 


19. UNESCO- এর মতানুযায়ী ICT- র একটি উদ্দেশ্য উল্লেখ করো? 


উত্তর:- ICT- র উদ্দেশ্য হলো তথ্য, যোগাযোগ, সামাজিক ক্ষমতার উপর গুরুত্ব প্রদান করা। 


20. প্রযুক্তির একটি সংজ্ঞা সুস্পষ্ট সংজ্ঞা দাও। 


উত্তর:- প্রযুক্তি বলতে বোঝায় ব্যবহারিক উদ্দেশ্যে (যেমন- সমস্যা) বিজ্ঞানের জ্ঞান 504 ও 500 প্রয়োগ করা হয়ে থাকে। 


21. শিক্ষাপ্রযুক্তি বলতে কী বোঝায়? 


উত্তর:- শিক্ষা বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান যা বাস্তব শিখন যে পরিস্থিতিতে কাজে লাগানো হয়ে থাকে তাকে শিক্ষাপ্রযুক্তি বলে। 


22. শিক্ষাবিজ্ঞানে প্রযুক্তি কাকে বলে?


উত্তর:- শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তির প্রয়োগ করা, বিশেষ করে বৈদ্যুতিক উপকরণ ব্যবহার করাকে প্রযুক্তি বলা হয়ে থাকে। 


23. প্রযুক্তিবিদ্যার চারটি সমস্যা লেখো।


উত্তর:- প্রযুক্তিবিদ্যার চারটি সমস্যা হলো – ক. আর্থিক অভাব; খ. চাহিদা ও জোগানের মধ্যে সামঞ্জস্যহীনতা; গ. আধুনিকীকরণে ব্যর্থতা; ঘ.  কুশলী শিক্ষকের অভাব। 


24. প্রযুক্তিবিদ্যার সমস্যাগুলি সমাধানের কয়েকটি উপায় উল্লেখ করো। 


উত্তর:- প্রযুক্তিবিদ্যার সমস্যা সমাধানের জন্য বিভিন্ন উপায় আছে যেমন – আর্থিক অনুদান; শিক্ষক প্রশিক্ষণ; আদর্শ পাঠক্রম; আধুনিক যন্ত্রাদির সঙ্গে শিক্ষার্থীদের পরিচিতি। 


25. শিক্ষায় শিক্ষাপ্রযুক্তির একটি অবদান উল্লেখ করো। 


উত্তর:- ব্যক্তি ও সমাজের চাহিদার ভিত্তিতে শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য স্থিরীকরণে শিক্ষাপ্রযুক্তি বিশেষ ভূমিকা পালন করে।

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post