উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন | University Education Commission Questions Answers

 

উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন | University Education Commission Questions Answers

উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন | University Education Commission Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন | University Education Commission Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন | University Education Commission Questions Answers ।




উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন | University Education Commission Questions Answers              

1. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের রিপোর্ট কত খ্রীস্টাব্দে সরকারের কাছে পেশ করা হয়? 


উত্তর:- ১৯৪৯ খ্রিস্টাব্দে 


2. রাধাকৃষ্ণণ কমিশনের রিপোর্ট অনুযায়ী গ্রামীণ শিক্ষাব্যবস্থায় বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর শিক্ষার জন্য কত বছর সময় নির্দিষ্ট করা হয়েছিল?


উত্তর:- ২ বছর 


3. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সদস্য ছিলেন এমন একজনের নাম লেখো। 


উত্তর:- ড : জেম্স এফ . ডাফ 


4. রাধাকৃষ্ণণ কমিশনের মোট কতজন সদস্য ছিল?


উত্তর:- ১০ জন


5. ভারতীয় শিক্ষাব্যবস্থার পর্যালোচনার জন্য সরকার যে কমিশন নিয়োগ করেছিল, তার সভাপতি কে ছিলেন? 


উত্তর:- ড . কোঠারি 


6. স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের সম্পাদক হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? 


উত্তর:- ড : নির্মলকুমার সিদ্ধান্ত 


7. রাধাকৃষ্ণণ কমিশনের সুপারিশে কী গঠিত হয়েছিল? 


উত্তর:- গ্রামীণ বিশ্ববিদ্যালয় 


8. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন কত খ্রীস্টাব্দে গঠিত হয়েছিল? 


উত্তর:- ১৯৪৮ খ্রিস্টাব্দে 


9. রাধাকৃষ্ণণ কমিশনের মতানুসারে, প্রতিটি গ্রামীণ মহাবিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কত- র বেশি হবেনা? 


উত্তর:- ১৫০০ – এর বেশি হবে না  


10. রাধাকৃষ্ণণ কমিশনের সুপারিশ অনুযায়ী চিকিৎসাশাস্ত্র শিক্ষার কলেজগুলিতে শিক্ষার্থীর সংখ্যা কত জনের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলা হয়েছিল? 


উত্তর:- ১০০ জন 


11. রাধাকৃষ্ণণ কমিশনের রিপোর্ট অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসর গ্রহণের বয়স কত বছর করার সুপারিশ করা হয়েছিল?


উত্তর:- ৬০ বছর 


12. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন দ্বারা উল্লিখিত ত্রিভাষা নীতি বলতে কী বোঝো? 


উত্তর:- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন দ্বারা উল্লিখিত ত্রিভাষা নীতি বলতে বোঝায় মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, ফেডারেল ল্যাঙ্গুয়েজ বা হিন্দিভাষা এবং ইংরেজি ভাষা। 


13. DPI- এর পুরো কথাটি লেখো?


উত্তর:- DPI -এর পুরো কথাটি হলো – Director of Public Instruction. 


14. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন? 


উত্তর:- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের সম্পাদক হিসেবে নিযুক্ত হয়েছিলেন ড. নির্মলকুমার সিদ্ধান্ত। 


15. UGC- এর পুরো সম্পূর্ণ রূপটি। 


উত্তর:- UGC- এর পুরো কথাটি হলো- University Grants Commission. 


16. NCRHE- এর সম্পূর্ণ রূপটি লেখো। 


উত্তর:- NCRHE -এর সম্পূর্ণ রূপটি হলো– National Council of Rural Higher SEA কমিশন।


17. গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করেছিল কোন কমিশন? 


উত্তর:- গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ জানিয়েছিল রাধাকৃয়ণ কমিশন। 


18. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন দ্বারা উল্লিখিত দু’টি পেশাগত শিক্ষার নাম উল্লেখ করো। 


উত্তর:- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন দ্বারা উল্লিখিত দু’টি পেশাগত শিক্ষা হলো– আইন এবং চিকিৎসাশাস্ত্র। 


19. শ্রীনিকেতন একটি কী ধরনের প্রতিষ্ঠান? 


উত্তর:- শ্রীনিকেতন হলো এক ধরনের Rural Institute. 


20. বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের দু’জন সদস্যের নাম লেখো। 


উত্তর:- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের দু’জন সদস্যের নাম হলো- ড. তারাচাঁদ এবং ড. জাকির হোসেন। 


21. রাধাকৃষ্ণণ কমিশনের অন্য কী নামে পরিচিত ছিল?


উত্তর:- রাধাকৃয়ণ কমিশন ‘বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন‘ নামেও পরিচিত ছিল। 


22. স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম উল্লেখ করো? 


উত্তর:- স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম হলো- বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশন। 


23. গণতন্ত্রের মূলনীতিগুলি লেখো।


উত্তর:- গণতন্ত্রের মূলনীতিগুলি হলো- ন্যায়বিচার, স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব।

আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF


Previous Post Next Post