সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- মাধ্যমিক শিক্ষা কমিশন | Secondary Education Commission Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- মাধ্যমিক শিক্ষা কমিশন | Secondary Education Commission Questions Answers ।
উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- মাধ্যমিক শিক্ষা কমিশন | Secondary Education Commission Questions Answers
1. মুদালিয়র কমিশনের মতানুযায়ী কোন শ্রেণির ছাত্র-ছাত্রীরা তাদের পছন্দমতো পাঠ্যসমূহ নির্বাচনে সক্ষম?
উত্তর:- নবম শ্রেণি।
2. মুদালিয়র কমিশন গঠন করা হয় কত খ্রীস্টাব্দে?
উত্তর:- ১৯৫২ খ্রিস্টাব্দে।
3. মুদালিয়র কমিশনের সদস্যসংখ্যা কত ছিল?
উত্তর:- ৯ জন
4. মুদালিয়র কমিশনের রিপোর্ট সরকারের কাছে কত খ্রীস্টাব্দে জমা পড়েছিল?
উত্তর:- ১৯৫৩ খ্রিস্টাব্দে
5. মুদালিয়র কমিশনের রিপোর্টে অধ্যায় সংখ্যা কত রাখা হয়েছিল?
উত্তর:- ১৬ অধ্যায়
6. মাধ্যমিক শিক্ষায় 7 টি প্রবাহের অবতারণা করেছিল কোন কমিশন?
উত্তর:- মুদালিয়র কমিশন
7. মুদালিয়র কমিশনে ভারতীয় সদস্যসংখ্যা কত ছিল?
উত্তর:- ৭ জন
8. ১৯৪৮ খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষা পুনর্গঠনের জন্য পৃথক কমিটি গঠনের প্রস্তাব দিয়েছিল কে?
উত্তর:- ড. তারাচাঁদ
9. মুদালিয়র কমিশনের মতে হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক স্তর হবে কত বছরের জন্য?
উত্তর:- ৪ বছরের জন্য
10. মুদালিয়র কমিশনের মতানুযায়ী, জুনিয়র বেসিক বা নিম্নবুনিয়াদি স্তরের শিক্ষার পরে শিক্ষার্থীদের কোন কোন ভাষা শিক্ষার ব্যবস্থা করতে হবে?
উত্তর:- ইংরেজি ও হিন্দি
11. মুদালিয়র কমিশন উচ্চ মাধ্যমিক স্তরের বিভিন্ন প্রবাহের (Stream) বিষয়গুলিকে কয়টি গ্রুপে ভাগ করেছিল?
উত্তর:- ৭ টি
12. মুদালিয়র কমিশনের অপর নাম লেখো।
উত্তর:- মাধ্যমিক শিক্ষা কমিশন
13. মাধ্যমিক শিক্ষা কমিশনের শিরোনাম কী উল্লেখ করো?
উত্তর:- মাদ্রাজ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. লক্ষ্মণস্বামী মুদালিয়রের সভাপতিত্বে মাধ্যমিক শিক্ষা কমিশন (১৯৫২) গঠিত হয়েছিল। তাই এর শিরোনাম রাখা হয়েছিল ছিল- মুদালিয়র কমিশন।
14. CRC- এর সম্পূর্ণ কথাটি লেখো?
উত্তর:- CRC –এর পুরো কথাটি হলো– Cumulative Record Card.
15. Core পাঠ্যক্রম বলতে কী বোঝো?
উত্তর:- মুদালিয়র কমিশন মাধ্যমিক শিক্ষার পাঠক্রমকে ২ টি অংশে বিভক্ত করেছিল। এর একটি হলো মূল বা Core পাঠক্রম, অন্যটি হলো ঐচ্ছিক অংশ। Core অংশের মধ্যে রাখা হয়- 1. মাতৃভাষা অথবা হিন্দি / ইংরেজি 2. সমাজবিজ্ঞান 3. গণিত ও সাধারণ জ্ঞান এবং 4. হস্তশিল্প।
16. মুদালিয়র কমিশন দ্বারা প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার দু’টি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য লেখো।
উত্তর:- মাধ্যমিক শিক্ষার দু’টি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো–( ১ ) দেশের উপযুক্ত নাগরিক তৈরি করা ( ২ ) দেশের জাতীয় সম্পদ বাড়িয়ে তোলা।
17. মুদালিয়র কমিশন দ্বারা প্রস্তাবিত উচ্চ মাধ্যমিক পাঠক্রমে ভাষা ব্যতীত অন্যান্য কেন্দ্রীয় বিষয়গুলি (Core Subject) উল্লেখ করো?
উত্তর:- মুদালিয়র কমিশন দ্বারা প্রস্তাবিত উচ্চ মাধ্যমিক পাঠক্রমে কেন্দ্রীয় বিষয়গুলি হলো- সমাজবিজ্ঞান, গণিত ও সাধারণ বিজ্ঞান এবং হাতের কাজ বা হস্তশিল্প।
18. SABE- এর পুরো কথাটি লেখো?
উত্তর:- SABE- এর পুরো কথাটি হলো- স্টেট অ্যাডভাইসারি বোর্ড অব এডুকেশন।
19. প্রথম কোন কমিশন দ্বারা Cumulative Record card এর কথা উল্লিখিত হয়েছিল?
উত্তর:- মাধ্যমিক শিক্ষা কমিশন দ্বারা।
20. মুদালিয়র শিক্ষা কমিশন উচ্চতর মাধ্যমিক শিক্ষার জন্য কত সময় বরাদ্দ করার প্রস্তাব দিয়েছিল?
উত্তর:- মুদালিয়র শিক্ষা কমিশন উচ্চতর মাধ্যমিক শিক্ষার জন্য ৪ বছরের সময় বরাদ্দ করার প্রস্তাব দিয়েছিল।
21. মাধ্যমিক শিক্ষা কমিশনের পাঠক্রমের মূল বিভাগগুলিকে কয়টি ভাগে বিভক্ত করা হয় ও কী কী?
উত্তর:- মাধ্যমিক শিক্ষা কমিশনের পাঠক্রমের মূল বিভাগগুলিকে ৭ টি ভাগে বিভক্ত করা হয়। সেগুলি হলো — মানবীয় বিদ্যা, বিজ্ঞান, কারিগরি বিদ্যা, বাণিজ্য, কৃষি, চারুকলা, গার্হস্থ্য বিজ্ঞান।
22. মাধ্যমিক শিক্ষা কমিশনের একটি উল্লেখযোগ্য লক্ষ্য কী ছিল?
উত্তর:- মাধ্যমিক শিক্ষা কমিশনের লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে এমন শিক্ষার প্রসার ঘটাতে হবে যাতে তারা গণতান্ত্রিক দেশের শিক্ষিত নাগরিক হিসাবে জাতি, ধর্ম নির্বিশেষে তাদের দায়িত্বগুলি সঠিকভাবে পালন করতে পারে।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF