সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ | Indian Education Act Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ | Indian Education Act Questions Answers ।
উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান প্রশ্নোত্তর | অধ্যায়- ভারতীয় শিক্ষা সংক্রান্ত বিধিসমুহ | Indian Education Act Questions Answers
1. সংবিধানের কোন ধারার মধ্যে প্রাথমিক শিক্ষাস্তরে মাতৃভাষায় সংবিধানের নির্দেশনা দেওয়ার কথা বলা হয়েছে?
উত্তর:- সংবিধানের 350 (a) নং ধারায়।
2. ভারতীয় সংবিধান অনুযায়ী শিক্ষাকে কোন তালিকাভুক্ত করা হয়েছে?
উত্তর:- যুগ্ম তালিকাভুক্ত
3. কত খ্রিস্টাব্দে ৪২ তম সংশোধনের দ্বারা ভারতীয় সংবিধানে ‘সমাজতান্ত্রিক‘ এবং ‘ধর্মনিরপেক্ষ’ শব্দ দু’টিকে যুক্ত করা হয়েছে।
উত্তর:- ১৯৭৬
4. ভারতের সংবিধান রচনার জন্য গঠিত গণপরিষদের সভাপতি কে হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন?
উত্তর:- ড : রাজেন্দ্র প্রসাদ
5. ভারতীয় সংবিধানের কোন ধারার মধ্যে ধর্ম, জাতি, বর্ণ ইত্যাদি কারণে নাগরিকদের প্রতি বৈষম্যমূলক আচরণ নিষিদ্ধ করা হয়েছে?
উত্তর:- ১৫ নং ধারা
6. ভারতের সার্বভৌম গণতান্ত্রিক সাধারণতন্ত্র স্বীকৃত হয়েছিল কত খ্রীস্টাব্দে?
উত্তর:- ১৯৫০ সালের ২৬ জানুয়ারি থেকে স্বীকৃত হয়।
7. ভারতীয় সংবিধানকে কী বলা হয়ে থাকে?
উত্তর:- পৃথিবীর জটিলতম সংবিধান
8. অধিকারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়ে থাকে কোনটি?
উত্তর:- গণতন্ত্র
9. ১৯৪৭ খ্রিস্টাব্দের কত তারিখে ভারত ও পাকিস্তান দু’টি পৃথক রাষ্ট্র হিসেবে মর্যাদা পেয়েছে?
উত্তর:- ১৪ আগস্ট
10. ‘তপশিলি উপজাতি বলতে কী বোঝো?
উত্তর:- তপশিলি উপজাতি বলতে দেশের নির্দিষ্ট কয়েকটি সম্প্রদায়কে বোঝানো হয়ে থাকে, যাদের অবস্থান কয়েকটি বৈশিষ্ট্যের ভিত্তিতে স্থির করা হয় এবং এই বিষয়গুলি জাতীয় আইনবিধিতে লিপিবদ্ধ করা হয়েছে।
11. সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা সংক্রান্ত সমান অধিকার ভারতীয় সংবিধানের কত নং ধারায় উল্লেখ করা হয়েছে?
উত্তর:- ভারতীয় সংবিধানের 29 (2) নং ধারায় সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষা- বিষয়ক সমান অধিকারের বিষয়টি স্থান পেয়েছে।
12. কেন্দ্রীয় তালিকায় সংবিধানের কোন ধারাগুলিকে স্থান দেওয়া হয়েছে?
উত্তর:- কেন্দ্রীয় তালিকায় সংবিধানের 62 , 63 , 64 , 65 , 66 নং ধারা রয়েছে।
13. সংবিধানের 13 নং ধারায় শিক্ষা সম্পর্কে কী লিপিবদ্ধ হয়েছে?
উত্তর:- বিদেশের সঙ্গে শিক্ষা ও সংস্কৃতির সংযোগের কথা লিপিবদ্ধ করা হয়েছে।
14. মাধ্যমিক শিক্ষা কমিশন কত খ্রীস্টাব্দে গঠিত হয়?
উত্তর:- মাধ্যমিক শিক্ষা কমিশন গড়ে উঠেছিল 1952-53 খ্রিস্টাব্দে।
15. সংবিধানের 15 নং ধারায় কী উল্লেখ করা হয়েছে?
উত্তর:- সংবিধানের 15 নং ধারায় বলা হয়েছে দেশের কোনো নাগরিককে লিঙ্গের ভিত্তিতে বৈষম্য প্রকাশ করা যাবে না।
16. কোঠারি কমিশন কত খ্রীস্টাব্দে গঠিত হয়?
উত্তর:- কোঠারি কমিশন গঠিত হয়েছিল 1964-66 খ্রিস্টাব্দে।
17. OBC- এর পুরো কথাটি লেখো।
উত্তর:- OBC- এর পুরো কথা হলো- Other Backward Classes.
18. সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার অধিকারের বিষয়টি সংবিধানের কত নং ধারায় উল্লিখিত হয়েছে?
উত্তর:- সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পৃথক শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন এবং পরিচালনার অধিকারের বিষয়টি সংবিধানের 30 নং ধারায় উল্লিখিত হয়েছে।
19. সামাজিক সাম্য বলতে কী বোঝো?
উত্তর:- সামাজিক সাম্য বলতে বোঝায় জাতি-ধর্ম-বর্ণ-শ্রেণি ভেদে একটি সমাজে বসবাসকারী সকল মানুষ সমান সুযোগসুবিধার অধিকার ভোগ করতে পারবে।
20. শিক্ষায় সম সুযোগ বলতে কী বোঝো?
উত্তর:- শিক্ষায় সম সুযোগ বলতে বোঝোয় সরকার পরিচালিত বা সরকারি অনুদানে পরিচালিত কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর ভর্তির ক্ষেত্রে জাতি – ধর্ম – সম্প্রদায়, ভাষা ভেদে বা কোনো নাগরিককে শিক্ষার সুযোগসুবিধা থেকে বঞ্চিত করা যাবে না।
21. যুগ্ম তালিকাভুক্ত যেকোনো একটি বিষয়ের নাম উল্লেখ করো।
উত্তর:- যুগ্ম তালিকাভুক্ত একটি বিষয় হলো শ্রমিকদের পেশাগত এবং কারিগরি প্রশিক্ষণের জন্য যথাযথ ব্যবস্থা করা।
22. সংবিধানে কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষাব্যবস্থা সম্পর্কে কী উল্লিখিত হয়েছে?
উত্তর:- সংবিধানের 239 নং অনুচ্ছেদে কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষাব্যবস্থা সম্পর্কে বলা হয়েছে যে পার্লামেন্ট প্রণীত বিধিবন্ধ আইন ছাড়াও দেশের রাষ্ট্রপতি প্রশাসক নিয়োগের মাধ্যমে শিক্ষাব্যবস্থা ব্যবস্থা পরিচালনা করতে পারবেন।
আরও পড়ুন:- 1000+ জিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF