সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 28th September 2024 Current Affairs in Bengali Quiz | 28th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 28th September 2024 Current Affairs in Bengali Quiz | 28th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
28th September 2024 Current Affairs in Bengali Quiz | 28th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. বিশ্ব জলাতঙ্ক দিবস (World Rabies Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 28th সেপ্টেম্বর
2. সম্প্রতি প্রকাশিত এশিয়া পাওয়ার ইনডেক্সে ভারতের স্থান কত? (Asia Power Index)
উত্তর:- তৃতীয়
3. সম্প্রতি 41 তম ভারতীয় কোস্ট গার্ড (ICG) কমান্ডারস সম্মেলনের উদ্বোধন করলেন কে?
উত্তর:- রাজনাথ সিং
4. সম্প্রতি ভারতের কোন রাজ্য মানকিদিয়া সম্প্রদায়কে বিশেষ উপজাতি গোষ্ঠীর মর্যাদা দিয়েছে?
উত্তর:- ওড়িশা
5. ভারত সম্প্রতি কোন দেশে দুটি নতুন কনস্যুলেট খোলার কথা ঘোষণা করেছে?
উত্তর:- মার্কিন যুক্তরাষ্ট্র
6. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রক "নগর বন যোজনা" চালু করেছে? (Nagar Van Yojana)
উত্তর:- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক
7. সম্প্রতি মার্কিন জাতীয় ক্রিকেট লিগের কমিশনার নিযুক্ত হয়েছেন কে?
উত্তর:- হারুন লরগাত (Haroon Lorgat)
8. সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোন শহরে সৈনিক স্কুলের উদ্বোধন করেছেন?
উত্তর:- জয়পুর
9. কোন কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি CSIRT-Power উদ্বোধন করেছেন?
উত্তর:- মনোহর লাল খট্টর (Manohar Lal Khattar).
10. জগদ্গুরু সন্ত তুকারাম মহারাজের নামে সম্প্রতি কোন বিমানবন্দরের নামকরণ করা হয়েছে?
উত্তর:- পুনে বিমানবন্দর।