সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি শারীরশিক্ষা ও খেলাধূলা সংক্রান্ত প্রশ্নোত্তর | Physical Education Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে শারীরশিক্ষা ও খেলাধূলা সংক্রান্ত প্রশ্নোত্তর | Physical Education Important Questions Answers।
শারীরশিক্ষা ও খেলাধূলা সংক্রান্ত প্রশ্নোত্তর | Physical Education Important Questions Answers
1. অলিম্পিক রিং -এর হলুদ রং কোন মহাদেশের প্রতীক?
উত্তর:- এশিয়া মহাদেশের প্রতীক।
2. অলিম্পিক রিং -এর সবুজ রং কোন মহাদেশের প্রতীক?
উত্তর:- অস্ট্রেলিয়া মহাদেশরে প্রতীক।
3. অলিম্পিক রিং -এর নীল রং কোন মহাদেশের প্রতীক?
উত্তর:- ইউরােপ মহাদেশরে প্রতীক।
4. এশিয়ান গেমস প্রতি কত বছর অন্তর অনুষ্ঠিত হয়?
উত্তর:- চার বছর অন্তর।
5. এশিয়ান গেমস -এর মােটো কে নির্বাচন করেছিলেন?
উত্তর:- পণ্ডিত জওহরলাল নেহেরু।
6. প্রথম এশিয়ান গেমস -এর উদ্বোধন কে করেছিলেন?
উত্তর:- ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্রপ্রসাদ।
7. প্রথম এশিয়ান গেমস্ -এর ইভেন্ট গুলি কি কি ছিল?
উত্তর:- বিভিন্ন দূরত্বের দৌড়, সাঁতার, ডাইভিং, ওয়াটার পােলাে, সাইক্লিং, ভারােত্তলন, ফুটবল, বাস্কেটবল।
8. ফুটবল মাঠের পেনাল্টি এরিয়ার আয়তন কত থাকে?
উত্তর:- দৈর্ঘ্য ৪৪ গজ এবং প্রস্থ ১৮ গজ।
9. ফুটবল মাঠের কেন্দ্ৰবৃত্তের ব্যাসার্ধ কত থাকে?
উত্তর:- ১০ গজ।
10. ফুটবল মাঠের সর্বাধিক দৈর্ঘ্য কত হতে পারে?
উত্তর:- ১২০ মিটার।
11. ফুটবল মাঠের পেনাল্টি আর্ক কাকে বলা হয়?
উত্তর:- ফুটবল খেলার পেনাল্টি বক্সের উপর স্পটকে কেন্দ্রকরে ১০ গজ ব্যাসার্ধে যে বৃত্তচাপ আঁকা থাকে তাকে পেনাল্টি আর্ক বলা হয়।
12. ফুটবল বিশ্বকাপ কত সালে চালু হয়?
উত্তর:- ১৯৩০ সালে।
13. বিশ্বকাপ ফুটবল প্রতিযােগিতার উদ্যোক্তার নাম কী?
উত্তর:- বিশ্বকাপ ফুটবল প্রতিযােগিতা উদ্যোক্তার নাম ফিফা।
14. বর্তমান ফুটবল বিশ্বকাপের নাম কী?
উত্তর:- ফিফা বিশ্বকাপ।
15. ফুটবলের সম্রাট কাকে বলা হয়?
উত্তর:- পেলে।
16. পেলের সম্পূর্ণ নাম কী?
উত্তর:- অ্যারেন্টস্ ডু নাসিমন্টো এডসন।
17. আন্তর্জাতিক ফুটবল খেলায় পেলের গােল সংখ্যা কত?
উত্তর:- গােল সংখ্যা হল ১২৭৮ টি।
18. বিশ্বকাপ ফুটবলে পেলেকে প্রথম কত সালে খেলতে দেখা যায়?
উত্তর:- বিশ্বকাপ ফুটবলে পেলেকে প্রথম ১৯৫৮ সালে খেলতে দেখা যায়।
19. শেষ জীবনে পেলে কোন ক্লাবের হয়ে ফুটবল খেলতেন?
উত্তর:- কসমস ক্লাব।
20. ভারতবর্ষের প্রথম ফুটবল ক্লাবের নাম কী?
উত্তর:- ক্যালকাটা ক্লাব।
21. কত সালে মােহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল?
উত্তর:- ১৮৮৯ সালে মােহনবাগান ক্লাব প্রতিষ্ঠিত হয়।
22. পেনাল্টি কর্ণার কোন খেলার সাথে যুক্ত?
উত্তর:- হকি।
23. ব্যাডমিন্টনের শাটলের দৈর্ঘ্য কত থাকে?
উত্তর:- ৬.৪ থেকে ৭ সেমি।
24. শাটলের পালক সংখ্যা কত থাকে?
উত্তর:- ১৪ টি।
25. ব্যাডমিন্টন ককের ব্যাস কত হয়?
উত্তর:- ২.৫ থেকে ২.৮ সেমি।
26. ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলস্ খেলা কত পয়েন্টের হয়ে থাকে?
উত্তর:- ১১ পয়েন্টের।
27. মহিলা ডাবলস এবং পুরুষদের সিঙ্গলস ব্যাডমিন্টন খেলায় কত পয়েন্টের সেট হয়?
উত্তর:- ২১ পয়েন্টের
28. ব্যাডমিন্টন খেলা কটি সেটে হয়?
উত্তর:- ৩ টি সেটে।
29. ব্যাডমিন্টন নেটের ফাকগুলি কত হয়?
উত্তর:- ১.৫-২ সেমি।
30. ব্যাডমিন্টন খেলার নেটের উচ্চতা কত হয়?
উত্তর:- ১ মিটার ৫২ সেমি।
31. W.B.F.- এর সম্পূর্ণ নাম কী?
উত্তর:- World Badminton Federation.
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF