আলেকজান্ডার সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Alexander Related Important Questions Answers

 

আলেকজান্ডার সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Alexander Related Important Questions Answers
আলেকজান্ডার সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Alexander Related Important Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি আলেকজান্ডার সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Alexander Related Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে আলেকজান্ডার সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Alexander Related Important Questions Answers।




আলেকজান্ডার সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Alexander Related Important Questions Answers

 1. আলেকজান্ডার কোথাকার রাজা ছিলেন?

উত্তর:- ম্যাসিডনের

2. আলেকজান্ডার এর পিতার নাম কি ছিল?

উত্তর:- রাজা লুই ফিলিপ


3. আলেকজান্ডার এর শিক্ষকের নাম কী ছিল?

উত্তর:- অ্যারিস্টেটল

4. আলেকজান্ডারের স্ত্রীর নাম কী ছিল?

উত্তর:- (ক) ব্যাকট্রিয়ার রোক্সনা, (খ) পারস্যের দ্বিতীয় স্টেটেইরা।

5. সেলুকাস কে ছিলেন?

উত্তর:- আলেকজান্ডারের সেনাপতি

6. নিয়ারকুস কে ছিলেন?

উত্তর:- আলেকজান্ডারের নৌসেনাপতি


7. আলেকজান্ডার কবে ভারতে আসেন?

উত্তর:- ৩২৭ খ্রীস্টপূর্বে

8. পুরু ও আলেকজান্ডারের যুদ্ধ কোথায় সংগঠিত হয়?

উত্তর:- ঝিলাম নদীর তীরে কাড়ি নামক স্থানে।

9. হিদাস্পিসের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়?

উত্তর:- ঝিলাম নদীর তীরে কাড়ি নামক স্থানে হিদাস্পিসের যুদ্ধ আলেকজান্ডার ও কুরু রাজ্যের রাজা পুরুর মধ্যে হয়। আলেকজান্ডারের সেনাগন ঝিলাম নদীকে হিদাস্পিস বলত। সেই অনুসারে এই যুদ্ধের নাম হয় হিদাস্পিসের যুদ্ধ।

10. আলেকজান্ডার কোন রাজাকে যুদ্ধে পরাজিত করেও তার সাথে বন্ধুত্বস্থাপন করে তার রাজত্ব ফিরিয়ে দিয়েছিলেন?

উত্তর:- কুরু রাজ্যের রাজা পুরু।

11. কোন দূর্গ দখল করতে গিয়ে আলেকজান্ডার নিজেও আহত হয়েছিলেন?

উত্তর:- মালব

12. আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধে কোন রাজা রাজত্ব করছিল?

উত্তর:- নন্দবংশের রাজা ধননন্দ। ধননন্দকে ভারতের রক্ষাকর্তা বলা হয়।

13. আলেকজান্ডার কত মাস ভারতে ছিলেন?

উত্তর:- ১৯ মাস


14. আলেকজান্ডারের কোন সেনা আধিকারিক, যা তার বেতন তার দ্বিগুন বেতন পেতেন?

উত্তর:- সেনাপতি সেলুকাস

15. আলেকজান্ডার কাকে পরাজিত করে পারস্য জয় করেছিলেন?

উত্তর:- তৃতীয় দারায়ুস

16. মেগাস্থিনিস কার দূত ছিলেন?

উত্তর:- আলেকজান্ডারের সেনাপতি সেলুকাসের।

17. মেগাস্থিনিস রচিত গ্রন্থের নাম কী?

উত্তর:- ইন্ডিকা

18. মেগাস্থিনিস কার আমলে ভারতে এসেছিলেন?

উত্তর:- চন্দ্রগুপ্ত মৌর্য।

19. আলেকজান্ডার কোন মহাকাব্যকে সবসময় নিজের কাছেই রাখতেন?

উত্তর:- হোমারের লেখা ইলিয়াড

20. আলেকজান্ডার কবে কোথায় মারা গিয়েছিলেন?

উত্তর:- ৩২৩ খ্রীস্টপূর্বাব্দে জুন মাসে ব্যাবিলনে জ্বরে আক্রান্ত হয়ে মাত্র ৩৩ বছর বয়সে মারা গিয়েছিলেন।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post