কুষানবংশ ও কনিষ্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Kushan Dynasty and Kanishka Related Questions Answers

 

কুষানবংশ ও কনিষ্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Kushan Dynasty and Kanishka Related Questions Answers
কুষানবংশ ও কনিষ্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Kushan Dynasty and Kanishka Related Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি কুষানবংশ ও কনিষ্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Kushan Dynasty and Kanishka Related Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে কুষানবংশ ও কনিষ্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Kushan Dynasty and Kanishka Related Questions Answers।




কুষানবংশ ও কনিষ্ক সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর | Kushan Dynasty and Kanishka Related Questions Answers

 1. কুষানদের পূর্ব জাতির নাম কী ছিল?

উত্তর:- ইউ-চি

2. কুষান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন?

উত্তর:- কুজুল কদফিসিস


3. কুষান বংশের শেষ সম্রাট কে ছিলেন?

উত্তর:- বাসুদেব

4. শকাব্দ কে প্রচলন করেছিলেন?

উত্তর:- কনিষ্ক

5. কুষান যুগে কোন শিল্প উন্নতির চরম শিখরে পৌঁছেছিল?

উত্তর:- গান্ধার শিল্প

6. চতুর্থ বৌদ্ধ-সঙ্গীতি কার আমলে সম্পন্ন হয়?

উত্তর:- কনিষ্ক

চারটি বৌদ্ধ সঙ্গীতি যে সব শাষকের আমলে সম্পন্ন হয়-
(i) প্রথম অজাতশত্রু
(ii) দ্বিতীয় কালাশোক
(iii) তৃতীয় অশোক
(iv) চতুর্থ কনিষ্ক


7. ভারতে প্রথম স্বর্নমুদ্রা কারা চালু করেছিল?

উত্তর:- কুষানরা

8. বিম কদফিসিস কোন ধর্মালম্বী ছিলেন?

উত্তর:- শৈব, অর্থাৎ শিবের উপাসক ছিলেন।

9. চতুর্থ বৌদ্ধ -সঙ্গীতির সভাপতি কে ছিল?

উত্তর:- বসুমিত্র

10. চতুর্থ বৌদ্ধ -সঙ্গীতি কোথায় হয়েছিল?

উত্তর:- কাশ্মীরের জলান্ধরে (মতান্তরে কান্দাহারে)

11. কতদিন ধরে চতুর্থ বৌদ্ধ -সঙ্গীতি হয়েছিল?

উত্তর:- তিনমাস

12. চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে কি হয়েছিল?

উত্তর:- মহাযান ধর্মমত রাষ্ট্রীয় স্বীকৃতি পায় এবং বৌদ্ধ ধর্মশাস্ত্র গুলিকে সংস্কৃতে অনুবাদের ব্যবস্থা করা হয়।

13. মহাবিভাষা কি?

উত্তর:- চতুর্থ বৌদ্ধ সঙ্গীতিতে গৃহীত ও সংকলিত ত্রিপিটকের ব্যাখ্যাসমূহ মহাবিভাষা নামে বৌদ্ধ সাহিত্যে বিশেষভাবে স্থানলাভ করেছে।


14. কুষানযুগের বিভিন্ন রচনা ও রচনাকারঃ-

❏ বুদ্ধচরিত ➤ অশ্বঘোষ

❏ বজ্রসূচী ➤ অশ্বঘোষ

❏ মাধ্যমিকা সুত্র ➤ নাগার্জুন

❏ শতসহস্রিকা প্রজ্ঞাপারমিতা ➤ নাগার্জুন

❏ মহাবিভাষা ➤ বসুমিত্র

❏ মহাভাষ্য ➤ পতঞ্জলি

❏ বৃহত্ কথা ➤ গুনাঢ্য

❏ মিলিন্দপঞ্জহো ➤ নাগসেন

❏ চরক সংহিতা ➤ চরক

❏ সুশ্রুত সংহিতা ➤ সুশ্রুত

15. সিল্করুট বা রেশমপথ কি?

উত্তর:- কুষানযুগে ভারতে উৎপন্ন রেশম বা সিল্ক চীনের মধ্য দিয়ে যে পথে ইরান ও রোমান সাম্রাজ্যে রপ্তানি করা হত, তাকে সিল্করুট বলা হয়।

16. দৈবপুত্র শাহানুশাহী কাদের উপাধি ছিল?

উত্তর:- কুষান

17. কোন শাসকের মধ্যে চন্দ্রগুপ্ত মৌর্যের মতো রনোন্মাদনা ও অশোকের মত ধর্মীয় উদ্দীপনার এক অপূর্ব সমন্বয় দেখা গিয়েছিল?

উত্তর:- কনিষ্ক

18. কাকে দ্বিতীয় অশোক বলা হয়?

উত্তর:- কনিষ্ক

19. দৈবপুত্র ও কাইজার কার উপাধি ছিল?

উত্তর:- কনিষ্ক

20. কনিষ্ক কোন চীনা সেনাপতির কাছে পরাজিত হয়েছিলেন?

উত্তর:- চীনা সম্রাট হো-তি এর সেনাপতি প্যান-চাও এর কাছে কনিষ্ক পরাজিত হয়েছিলেন।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post