সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 27th September 2024 Current Affairs in Bengali Quiz | 27th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 27th September 2024 Current Affairs in Bengali Quiz | 27th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
27th September 2024 Current Affairs in Bengali Quiz | 27th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. বিশ্ব পর্যটন দিবস (World Tourism Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 27th সেপ্টেম্বর
2. সম্প্রতি অনুষ্ঠিত জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে সদস্য রাষ্ট্র হিসেবে কোন দেশ যোগদান করেছে?
উত্তর:- ফিলিস্তিন
3. সম্প্রতি দ্রৌপদী মুর্মু কতজন নার্সকে National Florence Nightingale Awards 2024 প্রদান করেছেন?
উত্তর:- ১৫ জন
4. মহারাষ্ট্রে প্রথম উপজাতি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হতে চলেছে শহরে?
উত্তর:- নাসিক
5. সম্প্রতি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী পোর্ট ব্লেয়ারের নাম পরিবর্তন করে কী রাখা হয়েছে?
উত্তর:- শ্রী বিজয় পুরম
6. সম্প্রতি প্রকাশিত "Best Countries Ranking 2024" -এ শীর্ষস্থানে রয়েছে কোন দেশ?
উত্তর:- সুইজারল্যান্ড
7. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী মৎস্য খাতকে উন্নত করতে 'Rangeen Machhli' নামে অ্যাপ লঞ্চ করেছেন?
উত্তর:- রাজীব রঞ্জন সিং
8. সম্প্রতি প্রকাশিত "Global Cybersecurity Index 2024" -এ কোন স্তরে রয়েছে ভারত?
উত্তর:- Tier 1
9. সম্প্রতি এভিয়েশন মিনিস্ট্রি থেকে অনুমোদন পাওয়া ভারতের নতুন এয়ারলাইন কোনটি?
উত্তর:- Shankh Air
10. প্রথম ভারতীয় হিসেবে সম্প্রতি অনুষ্ঠিত International Emmy Awards হোস্ট করলেন কে?
উত্তর:- বীর দাস।