সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি বাংলা ব্যকরণ প্রশ্ন ও উত্তর | Bengali Grammar Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বাংলা ব্যকরণ প্রশ্ন ও উত্তর | Bengali Grammar Important Questions Answers।
বাংলা ব্যকরণ প্রশ্ন ও উত্তর | Bengali Grammar Important Questions Answers
1. কারক কাকে বলে?
উত্তর:- বাক্যে ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে কারক বলা হয়।
2. সন্ধিবিচ্ছেদ করো: মৃচ্ছকটিকা
উত্তর:- মৃৎ+শকটিকা
3: 'রূপসাগর' সমাস নির্ণয় করো।
উত্তর:- রূপসাগর = রূপ রূপ সাগর। রূপক কর্মধারয়। ব্যাসবাক্যটি শুনতে অদ্ভুত লাগলেও এটিই হবে। রূপ এখানে উপমেয়, সাগর উপমান।
4. তির্যক বিভক্তি কাকে বলে?
উত্তর:- যেসব বিভক্তি সকল কারকে প্রযুক্ত হয় তাদেরকে তির্যক বিভক্তি বলে। যেমন- এ বিভক্তি।
5. সমাস নির্ণয় কর: সত্যবাদী
উত্তর:- সত্যবাদী = সত্য বলে যে: উপপদ তৎপুরুষ সমাস। বিস্তারিত জানতে পড়ুন উপপদ তৎপুরুষ সমাস।
6. সমাস নির্ণয় কর: অশ্বক্ষুরাকৃতি
উত্তর:- অশ্বক্ষুরাকৃতি = অশ্বের ক্ষুরের আকৃতির ন্যায় আকৃতি যার। মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। বিস্তারিত পড়তে দেখুন বহুব্রীহি সমাস।
7. সন্ধিবিচ্ছেদ কর : সোপকরণ
উত্তর:- সোপকরণ = স+উপকরণ
8. ব্যুৎপত্তি নির্ণয় কর : তিতিক্ষা
উত্তর:- তিতিক্ষা = √ত্যজ্+সন্+অ+আ
9. সমাস নির্ণয় কর : হতাশ
উত্তর:- হতাশ = হত আশা যার: বহুব্রীহি সমাস। সমানাধিকরণ বহুব্রীহি।
10. ধাতু নির্ণয় কর : ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে।
উত্তর:- ঘরেতে ভ্রমর এল গুনগুনিয়ে = √গুনগুনা। এটি একটি ধ্বন্যাত্মক ধাতু।
11. সন্ধিবিচ্ছেদ : অনৃত
উত্তর:- অনৃত = অন্+ঋত (ঋত মানে সত্য)
12. 'বিরিয়ানি' শব্দটির উৎস কোন ভাষা থেকে?
উত্তর:- ফারসি
13. সিন্ধি ভাষা কোন ভাষাবংশের অন্তর্ভুক্ত?
উত্তর:- ইন্দো-আর্য ভাষাবংশের অন্তর্গত।
14. সন্ধিবিচ্ছেদ কর :ন্যূন
উত্তর:- ন্যূন = নি+ঊন
15. ব্যুৎপত্তি নির্ণয় : সন্দিগ্ধ
উত্তর:- সন্দিগ্ধ = সম্+√দিহ্+ক্ত
16. সমাস : গোবৎস
উত্তর:- গোবৎস = গাভীর বৎস, সম্বন্ধ তৎপুরুষ সমাস।
17. কারক নির্ণয়: 'রাখাল গোরু চরায়'
উত্তর:- রাখাল গোরু চরায় = গোরু প্রকৃতপক্ষে প্রযোজ্য কর্তা। তবে আধুনিক ব্যাকরণে প্রযোজ্য কর্তাকে অনেকেই কর্ম কারক বলার পক্ষপাতী।
18. স্থানাধিকরণ কয় প্রকারের ও কী কী?
উত্তর:- স্থানাধিকরণ তিন প্রকার: ঐকদেশিক, ব্যাপ্তিসূচক ও নৈকট্যসূচক। ঐকদেশিক কথার অর্থ একদেশ বা একটি স্থান-সংক্রান্ত।
19. বিভক্তি কাকে বলে?
উত্তর:- যেসব অর্থহীন বর্ণ বা বর্ণগুচ্ছ শব্দের পরিণতি আনে তাদেরকে বিভক্তি বলা হয়। যেমন- এ , কে , র ইত্যাদি।
20. বর্ণবিশ্লেষণ করো: গার্হস্থ্য্
উত্তর:- গার্হস্থ্য্ = গ্+আ+র্+হ্+অ+স্+থ্+য্+অ
21. ব্যুৎপত্তি নির্ণয়: জায়মান
উত্তর:- জায়মান = √জন্+শানচ্।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF