একাদশ শ্রেণির বাংলা ব্যকরণ প্রশ্ন ও উওর | Bengali Grammar Questions Answers Class 11 | উচ্চমাধ্যমিক বাংলা ব্যকরণ প্রশ্ন ও উওর

 

একাদশ শ্রেণির বাংলা ব্যকরণ প্রশ্ন ও উওর | Bengali Grammar Questions Answers Class 11
একাদশ শ্রেণির বাংলা ব্যকরণ প্রশ্ন ও উওর | Bengali Grammar Questions Answers Class 11

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি একাদশ শ্রেণির বাংলা ব্যকরণ প্রশ্ন ও উওর | Bengali Grammar Questions Answers Class 11 . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে একাদশ শ্রেণির বাংলা ব্যকরণ প্রশ্ন ও উওর | Bengali Grammar Questions Answers Class 11।




একাদশ শ্রেণির বাংলা ব্যকরণ প্রশ্ন ও উওর | Bengali Grammar Questions Answers Class 11                          

 1.  বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন? এটি কোন সময়ে রচিত হয়?

উত্তরঃ- বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হল চর্যাপদ। 

2.  চর্যাপদ এর অপর নাম কি?

উত্তরঃ- চর্যাপদ এর নাম চর্যাগীতিকোষ।


3. কত সালে কোথা থেকে চর্যাপদ করেন?

উত্তরঃ- 1907 সালে পন্ডিত হরপ্রদ শাস্ত্রী নেপালের রাজ দরবার থেকে চর্যাপদ আবিষ্কার করেন।

4. চর্যাপদের কবির নাম লেখো।

উত্তরঃ- লুইপা, শবরপা।

5. চর্যাপদের ভাষাকে কি বলে?

উত্তরঃ- চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা বলে।

6. শ্রীকৃষ্ণ কীর্তন এর নাম কি?

উত্তরঃ- শ্রীকৃষ্ণকীর্তন এর নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ।


7. শ্রীকৃষ্ণকীর্তন এর ওক কবি কে?

উত্তরঃ- শ্রীকৃষ্ণকীর্তনের কবি বড়ু চন্ডীদাস এবং ট্যাক বসন্তরঞ্জন বিদ্যলভ।

8. শ্রীকৃষ্ণকীর্তন কবে কোথা থেকে অবিকৃত হয়?

উত্তরঃ- 1909 বাঁকুড়া আউটপুট কাকিলদা গ্রামীণ্ত্র বছরের ন্যায় মুখোধ্যায় এর ঘরবাড়ি গোয়াল ঘরের মাচা থেকে।

9. চন্য পূর্ববর্তী এবং পরবর্তী সন্তানের বৈষ্ণব কবির নাম করো?

উত্তরঃ- চৈতন্য পূর্ববর্তী কবি চন্ডীদাস বিদ্যা পুত এবং পরবর্তী কবি গোবিন্দ দাস, জ্ঞান দাস।

10. অভিনব জয়দেব বা মৈথিল কোকিল কোন কবিকে বলে?

উত্তরঃ- বিদ্যাকে মৈথিল কোকিল বলা হয়।

11. পরীর ভাবশিষ্য বা দ্বিতীয়বিদ্যা বিদ্যা এবং চন্ডীদাসের ভাবশিষ্য কোন কবিকে বলা হয়?

উত্তরঃ- বিদ্যা পতিরশিষ্য গোবিন্দ দাস কে এবং চন্ডীদাসের ভাবশিষ্যদাসকে বলা হয়।

12. অনুবাদ সাহিত্যের প্রধান প্রধান ধারা কি?  বিভিন্ন ধারার প্রধান কবি ও কাব্যের নাম কি?

উত্তরঃ- রামায়ণ : কৃত্তিবাস ওঝা ( শ্রী রাম পাঁচালী )
মহাভারত : কাশীরাম দাস ( ভারত পাঁচলি )
ভাগব : মালা বসু ( শ্রী কৃষ্ণ বিজয় )

13. মঙ্গলকাব্যের প্রধান প্রধান ধারা কি কি ও নিজেও কবীর নাম লেখো?

উত্তরঃ- মনসামঙ্গল - নারায়ণ দেব, বিজয় গুপ্ত।
চণ্ডী মঙ্গল-দুজ মাধব বা মাধবার্য, মুকুন্দ রাম
ধর্ম মঙ্গল রূপ - ঘনরাম চক্রবর্তী, চক্রবর্তী।

14. চৈতন্য জীবনী কাব্যের নাম ও কবির নাম উল্লেখ করো।

উত্তরঃ- চৈতন্যভাগবত - বৃন্দাবন দাস
চৈতন্যমঙ্গল - জয়া নন্দ, লোচন দাস।
শ্রী চৈন্য চরিতামৃত - কৃষ্ণদাস কবিরাজ।

15. আরাকান রাজসভার ছাত্র কবি ও তাদের কাব্যের নাম উল্লেখ করো।

উত্তরঃ- দৌলত কাজী - সতিময়না বা লোরচন্দ্রনী।
সৈয়দ আলাওল - পদ্মাবতী।


16. শাক্ত পদাবলীর কবির নাম উল্লেখ করো।

উত্তরঃ- রামপ্রসাদ সেন, কমলাকান্ত ভট্টাচার্য।

17. মধ্যযুগের শেষ কবি কে? তার শ্রেষ্ঠ কাব্যের নাম উল্লেখ করো।

উত্তরঃ- মধ্য যুগের শেষ কবি রায়গুনাকর চন্দ্র ও তার কাব্যের নাম অন্নদামঙ্গল।

18. শ্রীকৃষ্ণ কীর্তনে মোট কয়টি খন্ড আছে? দু একটা খন্ডের নাম উল্লেখ করো।

উত্তরঃ- শ্রীকৃষ্ণ কীর্তনে মোট ১৩ টি খন্ড আছে।  জন্ম খন্ড, দান খন্ড, নৌকা খন্ড।

19. শ্রীকৃষ্ণ কীর্তন এর শেষ খন্ডের নাম কি?

উত্তরঃ- শ্রীকৃষ্ণ কীর্তন এর শেষ খন্ডের নাম রাধাবিরহ।

20. শ্রীকৃষ্ণ কীর্তনে কয়টি চরিত্র আছে কি?

উত্তরঃ- শ্রীকৃষ্ণ কীর্তনে ৩টি চরিত্র আছে। রাধা, কৃষ্ণ, বড়াই।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post