দ্বাদশ শ্রেণির বাংলা ব্যকরণ প্রশ্ন ও উওর | Bengali Grammar Questions Answers Class 12 | উচ্চমাধ্যমিক বাংলা ব্যকরণ প্রশ্ন ও উওর

 

দ্বাদশ শ্রেণির বাংলা ব্যকরণ প্রশ্ন ও উওর | Bengali Grammar Questions Answers Class 12
দ্বাদশ শ্রেণির বাংলা ব্যকরণ প্রশ্ন ও উওর | Bengali Grammar Questions Answers Class 12

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি দ্বাদশ শ্রেণির বাংলা ব্যকরণ প্রশ্ন ও উওর | Bengali Grammar Questions Answers Class 12 . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে দ্বাদশ শ্রেণির বাংলা ব্যকরণ প্রশ্ন ও উওর | Bengali Grammar Questions Answers Class 12।




দ্বাদশ শ্রেণির বাংলা ব্যকরণ প্রশ্ন ও উওর | Bengali Grammar Questions Answers Class 12                          

 1. ভাষা প্রকাশ বাঙ্গালা ব্যাকরণ- কে রচনা করেন?

উত্তরঃ- সুনীতিকুমার চট্টোপাধ্যায়।

2. ‘যত বড় মুখ নয় তত বড় কথা’‒ এখানে ‘মুখ’ বলতে কী বোঝায়?

উত্তরঃ- শক্তি


3. যে সমাসের ব্যাসবাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-

উত্তরঃ- নিত্য সমাস।

4. অপলাপ- শব্দের অর্থ কী?

উত্তরঃ- অস্বীকার

5. একটি অনুজ্ঞা বাক্যের উদাহরণ দাও।

উত্তরঃ- তুমি যাও।

6. ‘বিরাগী’ শব্দের অর্থ কী?

উত্তরঃ- উদাসীন।


7. ‘ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কী বিপদ!’- এই বাক্যের কী-এর অর্থ-

উত্তরঃ- বিরক্তি।

8. হ্ম-এর বিশ্লিষ্ট রূপ লেখো।

উত্তরঃ- হ+ম।

9. নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে-

উত্তরঃ- কল্যাণীয়েষু।

10. পেয়ারা- কোন ভাষা থেকে আগত শব্দ?

উত্তরঃ- পর্তুগিজ।

11. সমার্থক শব্দ গুচ্ছ- এর উদাহরণ দাও।

উত্তরঃ- শৈবালিনী, তরঙ্গিনী, সরিৎ।

12. শুদ্ধ বানানের শব্দ গুচ্ছ- এর উদাহরণ দাও।

উত্তরঃ- স্বায়ত্তশাসন, অভ্যন্তর, জন্মবার্ষিকী।

13. প্রাতঃরাশ- এর সন্ধি- লেখো।

উত্তরঃ- প্রাতঃ + আশ।

14. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুণ, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতিগত অবস্থা বোঝায়, তাকে কী বলা হয়?

উত্তরঃ- ক্রিয়া বিশেষণ।

15. রামগরুড়ের ছানা- কথাটির অর্থ- কী?

উত্তরঃ- গোমড়ামুখো লোক।


16. বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি এমন একটি শব্দের উদাহরণ দাও।

উত্তরঃ- ঢাকা

17. বামেতর- শব্দটির অর্থ কী?

উত্তরঃ- ডান।

18. প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকলন করেন কে?

উত্তরঃ- অশোক মুখোপাধ্যায়।

19. নিরানব্বইয়ের ধাক্কা- বাগধারাটির অর্থ কী?

উত্তরঃ- সঞ্চয়ের প্রবৃত্তি।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post