সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 23rd September 2024 Current Affairs in Bengali Quiz | 23rd সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 23rd September 2024 Current Affairs in Bengali Quiz | 23rd সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
23rd September 2024 Current Affairs in Bengali Quiz | 23rd সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. "আন্তর্জাতিক সাংকেতিক ভাষা দিবস" (International Sign Languages Day) কোন দিন পালিত হয়ে থাকে?
উত্তর:- 23rd সেপ্টেম্বর
2. বিদেশ মন্ত্রক সম্প্রতি R Ravindra -কে কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত করেছে?
উত্তর:- আইসল্যান্ড
3. দেশের প্রথম বন্দে মেট্রো কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে?
উত্তর:- গুজরাট
4. আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার হওয়া প্রথম পাকিস্তানি মহিলা কে?
উত্তর:- সালিমা ইমতিয়াজ
5. উত্তরপ্রদেশের সবচেয়ে বড় পর্যটন কেন্দ্র হিসেবে চিহ্নিত হয়েছে কোন শহর?
উত্তর:- অযোধ্যা
6. "ICC Player of the month August 2024" -এ পুরুষ বিভাগে কোন খেলোয়াড় নির্বাচিত হয়েছেন?
উত্তর:- ডুনিথ ওয়েলেজ (শ্রীলঙ্কার ক্রিকেটার)
7. প্রধানমন্ত্রী মোদী সম্প্রতি কোন রাজ্যে সুভদ্রা যোজনা চালু করেছিলেন? (Subhadra Yojana)
উত্তর:- ওড়িশা
8. দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কে?
উত্তর:- আতিশি মারলেনা (Atishi Marlena)
9. টপগান কাপে পুরুষদের 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে কোন ভারতীয় সোনা জিতেছে?
উত্তর:- আনমোল জৈন
10. ভারতীয় নৌবাহিনীর দুই মহিলা অফিসার কোন জাহাজে চড়ে পৃথিবী প্রদক্ষিণ করার জন্য একটি অভিযানে রওনা হবেন?
উত্তর:- INSV তারিণী (INSV Tarini)