সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 22nd September 2024 Current Affairs in Bengali Quiz | 22nd সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 22nd September 2024 Current Affairs in Bengali Quiz | 22nd সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
22nd September 2024 Current Affairs in Bengali Quiz | 22nd সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. সম্প্রতি অরুণ গোয়েল কোন দেশে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত নিযুক্ত হয়েছেন?
উত্তর:- ক্রোয়েশিয়া
2. সম্প্রতি কোন কেন্দ্রীয় মন্ত্রী বিশেষ স্বচ্ছতা অভিযান 4.0 সম্পর্কিত একটি ওয়েব পোর্টাল চালু করেছেন?
উত্তর:- ডাঃ জিতেন্দ্র সিং
3. কেন্দ্রীয় মৎস্যমন্ত্রী সম্প্রতি কোন অ্যাপ চালু করেছেন?
উত্তর:- 'রঙ্গিন মাছলি' ('Rangeen Machhli')
4. Tata Advanced Systems Limited ভারতে C-130J সুপার হারকিউলিস প্রোগ্রামের জন্য কার সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে?
উত্তর:- লকহিড মার্টিন
5. PM ই-ড্রাইভ স্কিমের অধীনে কেন্দ্রীয় মন্ত্রিসভা কত কোটি টাকা বরাদ্দ করেছে?
উত্তর:- 10,900 কোটি
6. সম্প্রতি কোন রাজ্যে একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কথা ঘোষণা করা হয়েছে?
উত্তর:- মহারাষ্ট্র
7. ভারত সরকার প্রবীণ নাগরিকদের জন্য কত লক্ষ টাকার স্বাস্থ্য বীমা অনুমোদন করেছে?
উত্তর:- 5 লক্ষ
8. সম্প্রতি কোন দেশ সম্প্রতি 79তম সাধারণ পরিষদের অধিবেশনে জাতিসংঘের সদস্য দেশ হিসেবে আসন গ্রহণ করেছে?
উত্তর:- প্যালেস্টাইন
9. সর্বভারতীয় সরকারি ভাষা সম্মেলন 2024 কোথায় আয়োজিত হতে চলেছে?
উত্তর:- নয়াদিল্লি
10. যৌথ সামরিক মহড়া 'আল নাজাহ' ভারত এবং কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে?
উত্তর:- ওমান।