সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি প্রাকৃতিক পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Natural Environment Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে প্রাকৃতিক পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Natural Environment Questions Answers।
প্রাকৃতিক পরিবেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Natural Environment Questions Answers
1. জীব পরিমণ্ডল কাকে বলে?
উওরঃ- সমগ্র জীবগোষ্ঠীর বসবাসের উপযোগী পৃথিবী তথা ভূত্বকীয় অঞ্চলকে জীব পরিমণ্ডল বলে।
2. 'পরিবেশ' শব্দের অর্থ কী?
উওরঃ- ‘পরিবেশ’ শব্দের আক্ষরিক অর্থ পরিবেষ্টন। পরিবেশ বলতে জীব পরিমণ্ডলের পারিপার্শ্বিক অবস্থাকে বোঝায়।
3. প্রাকৃতিক পরিবেশ কাকে বলে?
উওরঃ- সজীব ও জড় উপাদানসমূহের প্রাকৃতিক নির্বাচনের দ্বারা গঠিত পরিবেশকে প্রাকৃতিক পরিবেশ বলে।
4. অনালোক জীবগোষ্ঠী কাদের বলে?
উওরঃ- যেসব জীবগোষ্ঠী সূর্যালোক ছাড়াই রাসায়নিক যৌগকে জারিত করে খাদ্য প্রস্তুত করে সেইসব জীবগোষ্ঠীকে অনালোক জীবগোষ্ঠী বলে। যেমন – ক্লস্ট্রিডিয়াম ব্যাকটেরিয়া।
5. ভৌত উপাদানের দুটি উদাহরণ উল্লেখ করো।
উওরঃ- ভৌত উপাদানের দুটি উদাহরণ হল সৌর বিকিরণ ও বায়ুচাপ।
6. বায়ুমণ্ডলে ধূলিকণার মূল উৎস কী?
উওরঃ- বায়ুমণ্ডলে ধূলিকণার মূল উৎস হল বাতাস।
7. এরোসল (Aerosol) কী?
উওরঃ- বাতাসে ভাসমান কঠিন বা তরল কণিকাকার পদার্থসমূহকে এরোসল বলে।
8. জলচক্র কী?
উওরঃ- বারিমণ্ডল ও বায়ুমণ্ডলের মধ্যে জলের চক্রাকার সঞ্চালনকে জল চক্র বলে।
9. আকাশের রং নীল দেখায় কেন?
উওরঃ- সূর্যরশ্মির ধূলিকণায় প্রতিফলন ও বিচ্ছুরণের জন্য আকাশের রং নীল দেখায়।
10. পরিবেশবাদী কাদের বলে?
উওরঃ- সারা বিশ্বের মানবজাতির সঙ্গে প্রকৃতির সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার মতবাদই হল পরিবেশবাদ, আর পরিবেশবাদ মতবাদের সমর্থকদের পরিবেশবাদী বলা হয়।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF