21st September 2024 Current Affairs in Bengali Quiz | 21st সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

21st September 2024 Current Affairs in Bengali Quiz | 21st সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
21st September 2024 Current Affairs in Bengali Quiz | 21st সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 21st September 2024 Current Affairs in Bengali Quiz | 21st সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 21st September 2024 Current Affairs in Bengali Quiz | 21st সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




21st September 2024 Current Affairs in Bengali Quiz | 21st সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স                          

 1. "আন্তর্জাতিক শান্তি দিবস" (International Day of Peace) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 21st সেপ্টেম্বর

2. এশিয়ান রাজা শকুন সংরক্ষণের জন্য ভারতের প্রথম কেন্দ্র কোন রাজ্যে চালু হয়েছে?

উত্তর:- উত্তর প্রদেশ।


3. 54 তম GST কাউন্সিলের বৈঠকে ক্যান্সারের ওষুধের উপর GST হার কত কমানো হয়েছে?

উত্তর:- 5%

4. সম্প্রতি সংসদীয় সরকারি ভাষা কমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কে?

উত্তর:- অমিত শাহ

5. প্রধানমন্ত্রী মৎস্য চাষী সমৃদ্ধি কো-স্কিম কে চালু করেছেন?

উত্তর:- রাজীব রঞ্জন সিং

6. অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (AIIMS) কোন শহরে একটি টোব্যাকো সেসেশন ক্লিনিক (TCC) উদ্বোধন করেছে?

উত্তর:- নয়াদিল্লি

7. প্রধানমন্ত্রী মোদি কোন রাজ্যে SEMICON India 2024 উদ্বোধন করেছিলেন?

উত্তর:- উত্তর প্রদেশ


8. সম্প্রতি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কতজনকে জাতীয় ফ্লোরেন্স নাইটিঙ্গেল পুরস্কারে সম্মানিত করেছেন?

উত্তর:- 20 জন

9. কমনওয়েলথ দাবা চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় অনুষ্ঠিত হচ্ছে?

উত্তর:- শ্রীলঙ্কা

10. মিশেল বার্নিয়ার সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন?

উত্তর:- ফ্রান্স।

আরও পড়ুন:- 20th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স



Previous Post Next Post