20th September 2024 Current Affairs in Bengali Quiz | 20th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

 

20th September 2024 Current Affairs in Bengali Quiz | 20th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
20th September 2024 Current Affairs in Bengali Quiz | 20th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 20th September 2024 Current Affairs in Bengali Quiz | 20th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 20th September 2024 Current Affairs in Bengali Quiz | 20th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




20th September 2024 Current Affairs in Bengali Quiz | 20th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স                          

 1. বিশ্বের বৃহত্তম প্লাস্টিক দূষণকারী দেশ হিসেবে স্থান লাভ করেছে কোন দেশ?

উত্তর:- ভারত

2. সম্প্রতি অরুণাচল প্রদেশের নতুন মুখ্য সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- মনীশ কুমার গুপ্ত।


3. সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী করেছেন মঈন আলী, তিনি কোন দেশের ক্রিকেটার?

উত্তর:- ইংল্যান্ড

4. Abdelmadjid Tebboune সম্প্রতি কোন দেশের প্রেসিডেন্ট পদে দ্বিতীয়বারের জন্য পুনরায় নির্বাচিত হলেন?

উত্তর:- আলজেরিয়া

5. 2024 সালে অনুষ্ঠিত হতে চলা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভারতের পক্ষে কে ভাষণ দেবেন?

উত্তর:- এস জয়শঙ্কর


6. এশিয়ান অলিম্পিক কাউন্সিলের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন প্রথম কোন ভারতীয়?

উত্তর:- রণধীর সিং

7. ভারতের নতুন অর্থ সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- তুহিন কান্ত পান্ডে

8. সম্প্রতি অনুষ্ঠিত US ওপেন 2024 চ্যাম্পিয়নশিপ ট্রফির মহিলা একক শিরোপা কে জিতেছে?

উত্তর:- আরিনা সাবালেঙ্কা

9. প্যারিস 2024 প্যারালিম্পিক গেমসে ভারত মোট কতটি পদক জিতেছে?

উত্তর:- 29টি

10. এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফি কোন দেশে আয়োজিত হচ্ছে?

উত্তর:- থাইল্যান্ড।

আরও পড়ুন:- 19th সেপ্টেম্বর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post