স্বাভাবিক উদ্ভিদ সংক্রান্ত প্রশ্ন উত্তর | Natural Plants Related Questions and Answers

 

স্বাভাবিক উদ্ভিদ সংক্রান্ত প্রশ্ন উত্তর | Natural Plants Related Questions and Answers
স্বাভাবিক উদ্ভিদ সংক্রান্ত প্রশ্ন উত্তর | Natural Plants Related Questions and Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি স্বাভাবিক উদ্ভিদ সংক্রান্ত প্রশ্ন উত্তর | Natural Plants Related Questions and Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে স্বাভাবিক উদ্ভিদ সংক্রান্ত প্রশ্ন উত্তর | Natural Plants Related Questions and Answers।




স্বাভাবিক উদ্ভিদ সংক্রান্ত প্রশ্ন উত্তর | Natural Plants Related Questions and Answers                          

 1. স্বাভাবিক উদ্ভিদ বলতে কি বোঝো? 

উত্তরঃ- কোনো একটি নিদিষ্ট অঞ্চলের বায়ুমণ্ডলের স্বাভাবিক উষ্মতা, বৃষ্টিপাত, মাটি এবং ভূমিরূপের বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে স্বাভাবিকভাবে যেসব উদ্ভিদ জন্মায়, সেইসমস্ত উদ্ভিদকে স্বাভাবিক উদ্ভিদ বলে।

2. গাছ বা উদ্ভিদ কাকে বলে?

উত্তরঃ- যা সুদীর্ঘ মূল দ্বারা মাটির ওপর দৃঢ়সংবদ্ধ, বিশাল কাণ্ড ও শাখাপ্রশাখাযুক্ত এবং ফুল, ফল ও পাতা দ্বারা পরিপূর্ণ তাকে গাছ বা উদ্ভিদ বলে।


3. গুল্ম কাকে বলে?

উত্তরঃ- নরম কাণ্ডবিশিষ্ট ছোটো ছোটো ঝোপঝাড়যুক্ত উদ্ভিদকে গুল্ম বলা হয়।

4. তৃণ বা ঘাস কাকে বলে?

উত্তরঃ- মাটি সংলগ্ন নরম তন্তু আকৃতির এবং কোমল কাণ্ডযুক্ত উদ্ভিদকে ঘাস বা তৃণ বলা হয়।

5. বাগান কাকে বলে?

উত্তরঃ- মানুষের দ্বারা সৃষ্ট উদ্ভিদ সংস্থানকে বলে বাগান।

6. হেলিওফাইট (Heliophyte) কী?

উত্তরঃ- আলোকপ্রেমী উদ্ভিদকে বলা হয় হেলিওফাইট।

7. স্কিয়োফাইট (Sciophyte) কী?

উত্তরঃ- আলোকবিদ্বেষী উদ্ভিদকে বলা হয় স্কিয়োফাইট।

8. উষ্মতার ওপর ভিত্তি করে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?

উত্তরঃ- উষ্মতার ওপর ভিত্তি করে উদ্ভিদকে মেগাথার্ম, মেসোথার্ম ও মাইক্রোথার্ম – এই তিনটি ভাগে ভাগ করা যায়।

9. বেশি উষ্মতাযুক্ত অঞ্চলে কোন প্রকার উদ্ভিদ জন্মায়?

উত্তরঃ- বেশি উষ্মতাযুক্ত অঞ্চলে মেগাথার্ম জাতীয় উদ্ভিদ জন্মায়।

10. বেশি বৃষ্টিযুক্ত অঞ্চলে কোন প্রকার উদ্ভিদ জন্মায়?

উত্তরঃ- বেশি বৃষ্টিযুক্ত অঞ্চলে হাইড্রোফাইট ও হাইগ্রোফাইট জাতীয় উদ্ভিদ জন্মায়।


11. বৃষ্টিপাতের ওপর নির্ভর করে উদ্ভিদকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী?

উত্তরঃ- বৃষ্টিপাতের ওপর নির্ভর করে উদ্ভিদকে জেরোফাইট, মেসোফাইট ও হাইড্রোফাইট  এই তিন ভাগে ভাগ করা হয়।

12. মেসোফাইট (Mesophyte) বা জলজ উদ্ভিদ বলতে কি বোঝো?

উত্তরঃ- পরিমিত জল ও উষ্মতার ওপর ভিত্তি করে স্থলভাগে যেসব উদ্ভিদ জন্মায়, সেইসব উদ্ভিদকে মেসোফাইট বা স্থলজ উদ্ভিদ বলে।

13. জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট (Xerophyte) কাকে বলে?

উত্তরঃ- মাটিতে কম পরিমাণ জলযুক্ত অঞ্চলে অর্থাৎ শুষ্ক জলবায়ু অঞ্চলে যেসব উদ্ভিদ জন্মায়, সেগুলিকে জাঙ্গল উদ্ভিদ বা জেরোফাইট বলে।

14. হ্যালোফাইট (Halophyte) বা লবণাম্বু উদ্ভিদ কাকে বলে?

উত্তরঃ- লবণাক্ত জলাভূমিতে অর্থাৎ মূলত নদীর সক্রিয় বদ্বীপ অঞ্চল ও উপকূলবর্তী নীচু জমিতে যেসব উদ্ভিদ জন্মায়, সেগুলিকে হ্যালোফাইট বা লবণাম্বু উদ্ভিদ বলে।

15. হাইড্রোফাইট (Hydrophyte) বা জলজ উদ্ভিদ কাকে বলে?

উত্তরঃ- যেসব উদ্ভিদ প্রধানত জলে জন্মায় এবং যেসব উদ্ভিদের মূলগুলি জলে নিমজ্জিত থাকে, সেইসব উদ্ভিদকে হাইড্রোফাইট বা জলজ উদ্ভিদ বলে।

16. পৃথিবীর মরু ও মরুপ্রায় অঞ্চলে স্বল্প বৃষ্টিপাতের জন্য কী ধরনের উদ্ভিদ জন্মায়?

উত্তরঃ- জেরোফাইট বা জাঙ্গল উদ্ভিদ।

17. কোনো অঞ্চলের জলবায়ুর সূচক কাকে বলে?

উত্তরঃ- স্বাভাবিক উদ্ভিদকে কোনো অঞ্চলের জলবায়ুর সূচক বলে।

18. কোন্ উপাদানের সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের নিবিড় ও গভীর সম্পর্ক লক্ষ করা যায়?

উত্তরঃ- জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের নিবিড় ও গভীর সম্পর্ক লক্ষ করা যায়।

19. প্রতিটি উদ্ভিদ বলয়কে বাস্তুতান্ত্রিকভাবে কী নামে অভিহিত করা হয়?

উত্তরঃ- প্রতিটি স্বাভাবিক উদ্ভিদ বলয়কে বাস্তুতান্ত্রিকভাবে বলা হয় প্রাকৃতিক বাসস্থান।

20. ফুলের প্রস্ফুটনকাল কীসের ওপর নির্ভরশীল?

উত্তরঃ- ফুলের প্রস্ফুটনকাল সূর্যালোকের স্থায়িত্বের ওপর নির্ভরশীল।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post