জনসংখ্যা ও জনবসতি সংক্রান্ত প্রশ্ন উত্তর | Population and Settlement Questions Answers

 

জনসংখ্যা ও জনবসতি সংক্রান্ত প্রশ্ন উত্তর | Population and Settlement Questions Answers
জনসংখ্যা ও জনবসতি সংক্রান্ত প্রশ্ন উত্তর | Population and Settlement Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি জনসংখ্যা ও জনবসতি সংক্রান্ত প্রশ্ন উত্তর | Population and Settlement Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে জনসংখ্যা ও জনবসতি সংক্রান্ত প্রশ্ন উত্তর | Population and Settlement Questions Answers।




জনসংখ্যা ও জনবসতি সংক্রান্ত প্রশ্ন উত্তর | Population and Settlement Questions Answers                          

 1. ভারতের সর্বাপেক্ষা সাক্ষর রাজ্য কোনটি?

উওরঃ- কেরালা। 

2. 2011 সালের জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত ছিল? 

উওরঃ- 1028 জন / বর্গ কিলোমিটার। 


3. ন্যাসপাতির মতো আকৃতিবিশিষ্ট জনসংখ্যা পিরামিড আছে এরূপ একটি দেশের নাম উল্লেখ লেখো। 

উওরঃ- ন্যাসপাতির মতো আকৃতিবিশিষ্ট জনসংখ্যা পিরামিজ আছে ব্রিটিশ যুক্তরাজ্যে। 

4. পৃথিবীর কোন দেশের জনসংখ্যা সর্বাধিক? 

উওরঃ- পৃথিবীতে চিনের জনসংখ্যা সর্বাধিক। 

5. Bell – shaped age sex pyramid লক্ষ করা যায় কোন কোন দেশে? 

উওরঃ- আমেরিকা যুক্তরাষ্ট্র ও কানাডা। 

6. শূন্য জনসংখ্যা বৃদ্ধি দেখা যায় কোন দেশ গুলিতে? 

উওরঃ- ডেনমার্ক, নরওয়ে, জার্মানি, অস্ট্রেলিয়া। 

7. অস্ট্রেলিয়ার জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে প্রায় কত জন?

উওরঃ- অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে প্রতি বর্গ কিমিতে 11-50 জন। 

8. মেধাপ্রবাহ কী?

উওরঃ- উন্নয়নশীল বা অনুন্নত দেশ থেকে বুদ্ধিজীবী, শীর্ষব্যবস্থাপক, গবেষক, বিজ্ঞানী প্রমুখ মানুষের উন্নত দেশে দীর্ঘমেয়াদি স্থানান্তরকে মেধাপ্রবাহ বলা হয়। 

9. নক্ষত্রাকার বসতি বলতে কি বোঝো? 

উওরঃ- বৃত্তাকার বসতি যখন পায়ে চলা পথ বা অন্য সড়কপথ বরাবর ভিন্ন দিকে বিস্তৃত হয়। তখন ঐ বসতির আকার নক্ষত্রের মতো হয়।

10. জনসংখ্যা পিরামিডের অনুভূমিক ও উল্লম্ব অক্ষ দিয়ে কী কী প্রকাশ করা হয়? 

উওরঃ- উল্লম্ব অক্ষ দিয়ে বয়স ও অনুভূমিক অক্ষ দিয়ে নারী ও পুরুষ, (ডানদিকে নারী ও বামদিকে পুরুষ) প্রকাশ করা হয়ে থাকে। 

11. জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি কাকে বলে? 

উওরঃ- কোনো নির্দিষ্ট অঞ্চলে একটি নির্দিষ্ট সময়ে মৃত্যুহারের তুলনায় জন্মহার কমে গেলে কিংবা ওই স্থানের মানুষ অধিক সংখ্যায় অন্যত্র গমন করলে তাকে জনসংখ্যার ঋণাত্মক বৃদ্ধি বলা হয়ে থাকে। 

12. গ্লোবাল সিটি কাকে বলে? 

উওরঃ- বিশ্বের অর্থনীতিকে প্রভাবিত করে এমন নগরগুলিকে গ্লোবাল সিটি, ওয়ার্ল্ড সেন্টার বা আলফা সিটি বলে। 
যেমন— লন্ডন, নিউইয়র্ক, মুম্বই প্রভৃতি। 

13. অপরিশোধিত জন্মহার কাকে বলে?

উওরঃ- কোনো দেশের বা অঞ্চলের একটি নির্দিষ্ট সময়ে প্রতি হাজার জনে নথিভুক্ত জীবিত শিশুর অনুপাতকে অপরিশোধিত জন্মহার বলা হয়ে থাকে। 

14. মানব উন্নয়ন বলতে কি বোঝো? 

উওরঃ- মানবউন্নয়ন হলো মানুষের জীবনাযাত্রার বহুবিধ আর্থ–সামাজিক উপাদানের অর্থাৎ খাদ্য, বাসস্থান, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ইত্যাদির উন্নয়ন। 

15. শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে? 

উওরঃ- দেশের জন্মহার ও মৃত্যুহার প্রায় সমান হলে অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধি প্রায় স্থিতাবস্থা লাভ করলে, তাকে শূন্য জনসংখ্যা বৃদ্ধি বলা হয়ে থাকে।

16. ‘Census‘ কী? 

উওরঃ- Census হলো এক পদ্ধতি বিশেষ, যেখানে সুনির্দিষ্ট নিয়মানুসারে দেশের জনসংখ্যা সংক্রান্ত তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হয়ে থাকে। 

17. 'The Population map of India follows the rainfall map’— কেন বলা হয়?

উওরঃ- "The Population map of India follows the rainfall map" — বলার কারণ হলো কৃষিপ্রধান ভারতে বৃষ্টিপাতের উপরই কৃষিকার্য সম্পূর্ণরূপে নির্ভরশীল। এছাড়া বৃষ্টিপাত জনবৈষম্যকে সর্বাধিক ভাবে নিয়ন্ত্রণ করে। 

18. জনবসতি কাকে বলে?

উত্তরঃ- কোনো নির্দিষ্ট স্থানে কতগুলি নির্দিষ্ট সুযোগসুবিধার ভিত্তিতে একাধিক মানুষের যে সম্মিলিত স্থায়ী আবাসস্থল গড়ে ওঠে, সেই স্থানকে জনবসতি বলে।

19. কর্মধারার ভিত্তিতে বসতি কত প্রকার ও কী কী?

উত্তরঃ- কর্মধারার ভিত্তিতে বসতিকে দুভাগে ভাগ করা হয়। যথা – (১ ) গ্রামীণ বসতি ও  (২) পৌর বা শহর বসতি।

20. ভারতীয় জনগণনার ভিত্তিতে খুব ছোটো গ্রামের জনসংখ্যা কত থাকা উচিত?

উত্তরঃ- ভারতীয় জনগণনার ভিত্তিতে খুব ছোটো গ্রামের জনসংখ্যা ৫০০ জনের কম থাকা উচিত।

21. গোষ্ঠীবদ্ধ বা পিণ্ডাকৃতি জনবসতি (Nucleated Settlement) কাকে বলে?

উত্তরঃ-  কোনো বিশেষ সুযোগসুবিধার ভিত্তিতে অনেকগুলি পরিবার যখন কাছাকাছি বসতি গড়ে তোলে, তখন সেই বসতিকে গোষ্ঠীবদ্ধ বা পিণ্ডাকৃতি জনবসতি বলে।

22. পৃথিবীতে কোন প্রকার বসতির পরিমাণ বেশি লক্ষ করা যায়?

উত্তরঃ- পৃথিবীতে গোষ্ঠীবদ্ধ বসতির পরিমাণই বেশি লক্ষ করা যায়।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post