সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি ভারতের জলসেচ পদ্ধতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Irrigation System of India | ভারতের জলসেচ ব্যবস্থা . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে ভারতের জলসেচ পদ্ধতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Irrigation System of India | ভারতের জলসেচ ব্যবস্থা।
ভারতের জলসেচ পদ্ধতি সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Irrigation System of India | ভারতের জলসেচ ব্যবস্থা
1. ভারতে কী কী পদ্ধতিতে জলসেচ করা হয়?
উওরঃ- তিনটি পদ্ধতিতে। যথা কূপ ও নলকূপ, জলাশয় এবং সেচখাল।
2. ভারতের সেচ-সেবিত কৃষিজমির শতকরা কত ভাগে জলাশয়ের মাধ্যমে জলসেচ করা হয়?
উওরঃ- ১৫ ভাগ।
3. ভারতের সেচ-সেবিত কৃষিজমির শতকরা কত শতাংশে কূল ও নলকূপের মাধ্যমে জলসেচ করা হয়?
উওরঃ- ৩৮ ভাগ।
4. ভারতের সেচ-সেবিত কৃষিজমির কত ভাগে সেচখালের মাধ্যমে জলসেচ করা হয়?
উওরঃ- ৪০ ভাগ।
5. সেচখাল কত ধরণের ও কী কী?
উওরঃ- দুই ধরণের। যথা প্লাবন খাল ও নিত্যবহ খাল।
6. প্লাবন খাল বলতে কী বোঝ?
উওরঃ- যেসব নদী কেবল বর্ষার প্লাবনে জলপূর্ণ হয় এবং বছরের অন্য সময় ক্ষীণকায়া সেসব নদী থেকে খনন করা খালগুলিকে বলে প্লাবন খাল।
7. নিত্যবহ খাল কাকে বলে?
উওরঃ- যেসব নদীতে সাআবছর জল থাকে সেসব নদী থেকে খনন করা খালগুলিকে বলে নিত্যবহ খাল।
8. দুটি নিত্যবহ খালের উদাহরণ দাও?
উওরঃ- উত্তরপ্রদেশের উচ্চগঙ্গা খাল এবং পূর্ব সমুনা খাল।
9. ভারতের কোন অঞ্চলে নিত্যবহ খাল দ্বারা জলসেচ বেশি প্রচলিত?
উওরঃ- গঙ্গা সমভূমি অঞ্চলে ও পাঞ্জাব ও হরিয়ানায়।
10. বহুমুখী নদী-উপত্যকা পরিকল্পনার প্রধান উদ্দেশ্য কী?
উওরঃ- বন্যা নিয়ন্ত্রণ, জলসেচ ব্যবস্থার প্রসার, জলবিদ্যুৎ উৎপাদন, জলপথে পরিবহন, মাছচাষ, পানীয় জল সরবরাহ।
11. একটি বহুমুখী নদী-উপত্যকা পরিকল্পনার নাম লেখ।
উওরঃ- দামোদর উপত্যকা পরিকল্পনা।
12. দামোদর নদ অন্য কী নামে পরিচিত?
উওরঃ- দুঃখের নদ।
13. কত সালে দামোদর উপত্যকা পরিকল্পনা গ্রহণ করা হয়?
উওরঃ- ১৯৪৮ সালে।
14. ভারতে কোন রাজ্যের কৃষিজমিতে জলসেচের সর্বাধিক সুবিধা আছে?
উওরঃ- পাঞ্জাব রাজ্যের।
15. ভারতের বৃহত্তম নদী-উপত্যকা পরিকল্পনাটির নাম কী?
উওরঃ- ভাকরা-নাঙ্গাল পরিকল্পনা।
16. উত্তর ভারতের একটি জলসেচ প্রকল্পের নাম কর।
উওরঃ- ভাকরা-নাঙ্গাল বা কংসাবতী প্রকল্প।
17. পশ্চিমবঙ্গের একটি নিত্যবহ খালের নাম কর।
উওরঃ- মেদিনীপুর খাল।
18. ভারতের কোন রাজ্যে সেচ-সেবিত কৃষিজমির পরিমাণ সর্বনিম্ন?
উওরঃ- ত্রিপুরা রাজ্যে।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF