মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি গুলির নাম ও বৈশিষ্ট্য | Names and Characteristics of Endocrine Glands in Bengali

 

মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি গুলির নাম ও বৈশিষ্ট্য | Names and Characteristics of Endocrine Glands in Bengali
মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি গুলির নাম ও বৈশিষ্ট্য | Names and Characteristics of Endocrine Glands in Bengali

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি গুলির নাম ও বৈশিষ্ট্য | Names and Characteristics of Endocrine Glands in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি গুলির নাম ও বৈশিষ্ট্য | Names and Characteristics of Endocrine Glands in Bengali।




মানবদেহের অন্তঃক্ষরা গ্রন্থি গুলির নাম ও বৈশিষ্ট্য | Names and Characteristics of Endocrine Glands in Bengali

 ❏ (1) পিটুইটারি গ্রন্থি:-

➤ পিটুইটারি গ্রন্থিকে মাস্টার গ্লান্ড বলা হয়।

➤ পিটুইটারি গ্রন্থির টেকনিক্যাল নাম হাইপোফিসিস।

➤ পিটুইটারি গ্রন্থি গ্রোথ হরমোন নিঃসরণ করে।

➤ পিটুইটারি গ্রন্থির বাইরের আবরণীর নাম শেলাটারশিকা।

➤ শিশুর জন্মের পর প্রথম এই গ্রন্থি কাজ করা শুরু করে।


❏ (2) থাইরয়েড গ্রন্থি:-

➤ থাইরয়েড গ্রন্থি প্রজাপতির মতো দেখতে।

➤ থাইরয়েড গ্রন্থি সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি।

➤ থাইরয়েড গ্রন্থিকে আদমস আপেল বলা হয়।

➤ থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন হরমোন নিঃসরণ হয়।

➤ থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোন মেটাবলিক রেট নিয়ন্ত্রণ করে।


➤ পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত হরমোনের সহায়তায় থাইরক্সিন হরমোন দেহে জলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে।

➤ থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত থাইরক্সিন হরমোন আয়োডিনযুক্ত হয়।

➤ এই আয়োডিনের অভাবে গয়টার রোগ হয়।

❏ প্যারা থাইরয়েড গ্রন্থি:-

➤ প্যারা থাইরয়েড গ্রন্থি মানুষের শরীরে চারটি থাকে।

➤ রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেলে প্যারাথাইরয়েড হরমোন নিঃসৃত হয়ে তা বাড়িয়ে নিয়ন্ত্রণ করে।

➤ রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে গেলে প্যারা থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত ক্যালসিটোনিন হরমোন তা কমিয়ে ভারসাম্য নিয়ন্ত্রণ করে।


অ্যাড্রিনাল গ্রন্থি:-

➤ অ্যাড্রিনাল গ্রন্থিকে জীবন রক্ষাকারী হরমোন বলা হয়।

➤ অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত অ্যাড্রিনাল হরমোনকে আপৎকালীন হরমোন বলা হয়।

➤ অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন ব্লাড প্রেসার নিয়ন্ত্রণ করে।

➤ অ্যাড্রিনাল গ্রন্থির দুটি অংশ কোর্টেক্স ও মেডুলা।

➤ অ্যাড্রিনাল গ্রন্থি থেকে নিঃসৃত গ্লুকোকরটিকয়েড হরমোন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট নিয়ন্ত্রণ করে।

➤ অ্যাড্রিনাল গ্রন্থি এপিনেফ্রিন হার্টেল কাজ চালু রাখে।

➤ এপিনেফ্রিন কে অ্যাড্রিনালিন হরমোনও বলা হয়।

➤ এপিনেফ্রিন হরমোন হার্ট নিয়ন্ত্রণ করে, রক্তের প্রবাহ ঠিক রাখে।

➤ কোর্টেক্স থেকে গ্লুকোকরটিকয়েড এবং সেক্স হরমোন নিঃসৃত হয়।

➤ মেডুলা থেকে এপিনেফ্রিন হরমোন নিঃসৃত হয়।

➤ কোরটেক্স খারাপ হয়ে গেলে অ্যাডিসন ডিজিজ রোগ হয়।

➤ কোরটেক্স কাজ করা বন্ধ করে দিলে দুই সপ্তাহের মধ্যে মানুষ মারা যাবে।

➤ এর হরমোন গুলোকে ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোন বলা হয়।


❏ অগ্নাশয় গ্রন্থি:-

➤ অগ্নাশয় গ্রন্থি একপ্রকার মিশ্র গ্রন্থি।

➤ অগ্নাশয় গ্রন্থির তিনটি অংশ- ১. আলফা কোষ,২. বিটা কোষ, ৩. ডেল্টা কোষ।

➤ আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন বের হয় যা রক্তের সুগার বাড়িয়ে তা নিয়ন্ত্রণ করে।

➤ বিটা কোষ থেকে ইনসুলিন বের হয় যা রক্তের সুগার কমিয়ে তা নিয়ন্ত্রণ করে।

➤ ডেল্টা কোষ থেকে সোমাটোস্টেটিন হরমোন বের হয় যা এন্টি ভিটামিন হিসাবে কাজ করে।

➤ ইনসুলিনের অভাবে ডায়াবেটিস হয়।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post