সমাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Samas Related Questions and Answers in Bengali

 

সমাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Samas Related Questions and Answers in Bengali
সমাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Samas Related Questions and Answers in Bengali

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি সমাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Samas Related Questions and Answers in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে সমাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Samas Related Questions and Answers in Bengali।




সমাস থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর | Samas Related Questions and Answers in Bengali                          

 1. সমাস কথার আক্ষরিক অর্থ কী?

উত্তরঃ- সমাস কথার আক্ষরিক অর্থ সংক্ষেপ।

2. ব্যাস কথার আক্ষরিক অর্থ কী?

উত্তরঃ- ব্যাস কথার আক্ষরিক অর্থ বিস্তার।


3. ব্যাসবাক্যের অপর নাম কী?

উত্তরঃ- ব্যাসবাক্যের অপর নাম বিগ্রহবাক্য।

4. পূর্বপদ প্রধান সমাস কোনটি?

উত্তরঃ- পূর্বপদ প্রধান সমাস হল অব্যয়ীভাব।

5. পরপদ প্রধান সমাস কোনগুলি?

উত্তরঃ- পরপদ প্রধান সমাস হল তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু ও নিত্য সমাস।

6. অন্যপদ প্রধান সমাস কোনটি?

উত্তরঃ- অন্যপদ প্রধান সমাস হল বহুব্রীহি।

7. উভয়পদ প্রধান সমাস কোনটি?

উত্তরঃ- উভয়পদ প্রধান সমাস হল দ্বন্দ্ব।

8. বহুব্রীহি কথার অর্থ উল্লেখ করো?

উত্তরঃ- বহুব্রীহি কথার অর্থ হল বহু ব্রীহি (ধান) যার।

9. তৎপুরুষ কথার অর্থ কী?

উত্তরঃ- তৎপুরুষ কথার অর্থ: তস্য পুরুষ বা তার পুরুষ।

10. তৎপুরুষ সমাসের নাম তৎপুরুষ কেন?

উত্তরঃ- 'তৎপুরুষ' কথাটি তৎপুরুষ সমাসের একটি আদর্শ উদাহরণ। তাই এই উদাহরণটি দিয়েই সমাসের নামকরণ করা হয়েছে।

11. অলোপ সমাসের একটি উদাহরণ উল্লেখ করো।

উত্তরঃ- তেলে ভাজা = তেলেভাজা।


12. বর্ণনামূলক সমাস কোন সমাস্কে বলা হয়?

উত্তরঃ- বর্ণনামূলক সমাস বলা হয় বহুব্রীহি সমাসকে।

13. সংযোগমূলক সমাস কাকে বলে?

উত্তরঃ- দ্বন্দ্ব সমাসে একাধিক পদের সংযোগ ঘটে বলে এই সমাসকে সংযোগমূলক সমাস বলা হয়।

14. আশ্রয়মূলক সমাস কোনগুলি?

উত্তরঃ- তৎপুরুষ ও কর্মধারয় সমাসকে আশ্রয়মূলক সমাস বলে।

15. কোন সমাসের ব্যাসবাক্য করা যায় না?

উত্তরঃ- নিত্য সমাসের ব্যাসবাক্য করা যায় না।

16. নিত্য সমাস কয় প্রকার ও কী কী?

উত্তরঃ- নিত্য সমাস দুই প্রকার: অবিগ্রহ নিত্য সমাস ও অ-স্বপদবিগ্রহ নিত্য সমাস।

17. সমাস -এর বিপরীত শব্দ কী?

উত্তরঃ- সমাসের বিপরীত শব্দ হল ব্যাস।

18. ব্যাসবাক্য বলতে কি বোঝো?

উত্তরঃ- যে বাক্যাংশের দ্বারা সমস্যমান পদগুলির অর্থের সম্পর্ক ব্যাখ্যা করা হয়, তাকে ব্যাসবাক্য বলে।

19. সমস্যমান পদ বলতে কি বোঝো?

উত্তরঃ- সমাসে যে পদগুলি মিলিত হয় তাদের সমস্যমান পদ বলে।

20. সমস্তপদ বলতে কি বোঝো?

উত্তরঃ- সমস্যমান পদগুলির মিলনে যে নতুন পদ গঠিত হয়, তাকে সমস্তপদ বা সমাসবদ্ধ পদ বলে।


21. একশেষ দ্বন্দ্ব কাকে বলে? একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও।

উত্তরঃ- যে দ্বন্দ্ব সমাসে সমস্যমান পদগুলির মধ্যে একটি অবশিষ্ট থাকে এবং বাকিগুলি লোপ পায়, তাকে একশেষ দ্বন্দ্ব সমাস বলে। উদাহরণ: আমি, তুমি ও সে = আমরা।

22. সমার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও। 

উত্তরঃ- বন ও জঙ্গল = বনজঙ্গল।

23. বিপরীতার্থক দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও।

উত্তরঃ- আকাশ ও পাতাল = আকাশ-পাতাল।

24. সহচর দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও।

উত্তরঃ- টেবিল ও চেয়ার = টেবিল-চেয়ার।

25. উপপদ কাকে বলে?

উত্তরঃ- কৃদন্ত পদের পূর্ববর্তী নামপদকে উপপদ বলে।

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post