সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি বাক্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Sentence Related Questions Answers in Bengali . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে বাক্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Sentence Related Questions Answers in Bengali।
বাক্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর | Sentence Related Questions Answers in Bengali
1. বাক্যের কয়টি অংশ ও কী কী?
উত্তরঃ- বাক্যের দুটি অংশ: উদ্দেশ্য ও বিধেয়।
2. বাক্য গঠনের শর্তগুলি কী কী?
উত্তরঃ- বাক্য গঠনের তিনটি শর্ত: আকাঙ্ক্ষা, যোগ্যতা ও আসত্তি।
3. আকাঙ্ক্ষা কাকে বলে?
উত্তরঃ- বাক্য গঠনের যে শর্তে শ্রোতার আরও কিছু শোনার আকাঙ্ক্ষা পূর্ণ হয়, তাকে আকাঙ্ক্ষা বলে।
4. আসত্তি কথার অর্থ কী?
উত্তরঃ- আসত্তি কথার অর্থ হল নৈকট্য।
5. যোগ্যতা বলতে কী বোঝো?
উত্তরঃ- বাক্য গঠনের যে শর্তে বাক্যের ভাবটি বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হয়, তাকে যোগ্যতা বলে।
6. উদ্দেশ্য ও বিধেয়ের প্রসারক চিহ্নিত করো:
"রামবাবুর বড় ছেলে সুমন প্রতিদিন সকালে ব্যায়াম করতে মাঠে যায়।"
উত্তরঃ- উদ্দেশ্যের প্রসারক: "রামবাবুর বড় ছেলে"। বিধেয়ের প্রসারক: "প্রতিদিন সকালে ব্যায়াম করতে মাঠে"।
7. গঠন অনুসারে বাক্য কত প্রকার?
উত্তরঃ- গঠন অনুসারে বাক্য চার প্রকার। যথা: সরল বাক্য, জটিল বাক্য, যৌগিক বাক্য ও মিশ্র বাক্য।
8. অর্থ অনুসারে বাক্য কত প্রকার ও কী কী?
উত্তরঃ- অর্থ অনুসারে বাক্য সাত প্রকার। যথা: নির্দেশক, অনুজ্ঞা, প্রশ্নসূচক, আবেগসূচক, প্রার্থনাসূচক, সন্দেহবাচক, শর্তসাপেক্ষ।
9. বাক্যের মধ্যে কত প্রকার গুচ্ছ দেখা যায় কী কী?
উত্তরঃ- তিন প্রকার। যথা: বিশেষ্য গুচ্ছ, ক্রিয়া গুচ্ছ, ক্রিয়াবিশেষণ গুচ্ছ।
10. নির্দেশক বাক্য কাকে বলে?
উত্তরঃ- যে বাক্যে কোনো বিবৃতি দেওয়া হয়, তাকে নির্দেশক বাক্য বলে।
11. অনুজ্ঞাসূচক বাক্য কাকে বলে?
উত্তরঃ- যে বাক্যে আদেশ, অনুরোধ বা উপদেশ বোঝানো হয়, তাকে অনুজ্ঞাসূচক বাক্য বলেে।
12. প্রার্থনাসূচক বাক্য কাকে বলে?
উত্তরঃ- যে বাক্যের দ্বারা বক্তার মনের ইচ্ছা প্রকাশিত হয়, তাকে প্রার্থনাসূচক বাক্য বলে।
আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF