27th October 2024 Current Affairs in Bengali Quiz | 27th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

27th October 2024 Current Affairs in Bengali Quiz | 27th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
27th October 2024 Current Affairs in Bengali Quiz | 27th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 27th October 2024 Current Affairs in Bengali Quiz | 27th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 27th October 2024 Current Affairs in Bengali Quiz | 27th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




27th October 2024 Current Affairs in Bengali Quiz | 27th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. লিডারশিপ সামিট 2024 কোন প্রতিষ্ঠান হোস্ট করতে চলেছে?

উত্তর:- IIT গুয়াহাটি

2. সম্প্রতি লুং কুং কোন দেশের নতুন রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়েছেন?

উত্তর:- ভিয়েতনাম


3. সম্প্রতি গ্লোবাল অ্যান্টি-রেসিজম চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড 2024 দ্বারা কাকে ভূষিত করা হয়েছে?

উত্তর:- উর্মিলা চৌধুরী।

4. সম্প্রতি কোন রাজ্য সরকার দীর্ঘস্থায়ী কিডনি রোগীদের জন্য বিনামূল্যে ডায়ালাইসিস পরিষেবা চালু করতে চলেছে?

উত্তর:- হরিয়ানা

5. সম্প্রতি কোন রাজ্যের সমস্ত সরকারি আবাসিক স্কুলের নাম পরিবর্তন করে 'Maharishi Valmiki Residential Schools' রাখা হতে চলেছে?

উত্তর:- কর্ণাটক


6. সম্প্রতি কে "Lighthouse Tourism Conclave 2024" -এর উদ্বোধন করলেন?

উত্তর:- শান্তনু ঠাকুর

7. সম্প্রতি কোন রাজ্যের নতুন DGP পদে নিযুক্ত হলেন অজয় কুমার সিং?

উত্তর:- ঝাড়খণ্ড

8. সম্প্রতি আলজেরিয়া তে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে কোন বিষয়ে ডক্টরেট সম্মানে সম্মানিত করা হলো?

উত্তর:- রাষ্ট্রবিজ্ঞান


9. সম্প্রতি "Emerging Illustrator Category Award" জিতলেন কে?

উত্তর:- হরিয়ানার ২৫ বছর বয়সী আর্টিস্ট অদিতি আনন্দ।

10. সম্প্রতি হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন কে?

উত্তর:- নায়েব সায়নী (Nayab Saini).

আরও পড়ুন:- 26th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post