26th October 2024 Current Affairs in Bengali Quiz | 26th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স | Cyclone Dana Updates

26th October 2024 Current Affairs in Bengali Quiz | 26th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
26th October 2024 Current Affairs in Bengali Quiz | 26th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 26th October 2024 Current Affairs in Bengali Quiz | 26th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 26th October 2024 Current Affairs in Bengali Quiz | 26th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




26th October 2024 Current Affairs in Bengali Quiz | 26th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সাম্প্রতিক ঘূর্ণিঝড় Dana (দানা) ভারতের কোথায় আছড়ে পড়লো?

উত্তর:- ওড়িশার উপকূলে

2. সাম্প্রতিক ঘূর্ণিঝড় Dana (দানা) -র নামকরণ করেছে কোন দেশ?

উত্তর:- কাতার


3. সাম্প্রতিক ঘূর্ণিঝড় Dana (দানা) -র বাংলা অর্থ  কী?

উত্তর:- দামি মুক্তা।

4. সম্প্রতি কোন রাজ্যের নতুন DGP হিসেবে নিযুক্ত হয়েছেন অজয় কুমার সিং?

উত্তর:- ঝাড়খণ্ড


5. অক্টোবরের কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত 'জাতীয় শিক্ষা সপ্তাহ' বা 'কর্মযোগী সপ্তাহ' আয়োজিত হলো?

উত্তর:- 19 থেকে 25 অক্টোবর

6. সম্প্রতি কে ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) এর নতুন লোগো চালু করেছেন?

উত্তর:- জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia)

7. সম্প্রতি JSW Sports -এর Director of Cricket হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- সৌরভ গাঙ্গুলী।


8. বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্প্রতি কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত দেশ হিসেবে ঘোষণা করেছে?

উত্তর:- মিশর

9. অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও বিহারের কয়টি জেলাকে রেল নেটওয়ার্কের সাথে যুক্ত করতে দুটি রেল প্রকল্প অনুমোদন করা হয়েছে?

উত্তর:- 8টি জেলা

10. প্রবাসী পরিচয় 2024 (Pravasi Parichay 2024) অনুষ্ঠানটি কোন দেশের ভারতীয় দূতাবাসে আয়োজিত হচ্ছে?

উত্তর:- সৌদি আরব।

আরও পড়ুন:- 25th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post