সুপ্রিয় বন্ধুরা,
Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 25th October 2024 Current Affairs in Bengali Quiz | 25th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 25th October 2024 Current Affairs in Bengali Quiz | 25th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।
25th October 2024 Current Affairs in Bengali Quiz | 25th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
1. কমনওয়েলথ গেমসের 2026 সংস্করণ থেকে বেশ কয়েকটি খেলা বাদ দেওয়া হয়েছে, এটি কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তর:- গ্লাসগো।
2. সম্প্রতি "Lighthouse Tourism Conclave 2024" অনুষ্ঠিত হল কোন শহরে?
উত্তর:- পুরী (ওড়িশা)
3. সম্প্রতি অনুষ্ঠিত হতে চলা 16th BRICS Summit কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তর:- রাশিয়া (কাজান)
4. ভারতের কোন রাজ্যের মাদ্রাসাগুলিতে সংস্কৃত বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত হতে চলেছে?
উত্তর:- উত্তরাখণ্ড
5. ACKO Life -এর CEO হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?
উত্তর:- সন্দীপ গোয়েঙ্কা
6. চতুর্থ ভারতীয় হিসেবে 9000 টেস্ট রান পূর্ণ করলেন কোন ভারতীয় ক্রিকেটার?
উত্তর:- বিরাট কোহলি
7. সম্প্রতি দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে প্রথমবার Women's T20 World Cup জিতলো কোন দেশ?
উত্তর:- নিউজিল্যান্ড
8. দীর্ঘস্থায়ী কিডনি রোগীদের জন্য বিনামূল্যে ডায়ালাইসিস পরিষেবা চালু করতে চলছে কোন রাজ্য সরকার?
উত্তর:- হরিয়ানা
9. অনলাইন স্ক্যাম মোকাবিলায় ভারত সরকার “Scam Se Bachao” নামক উদ্যোগ চালু করতে চলছে কোন কোম্পানির সহযোগিতায়?
উত্তর:- Meta.
10. সম্প্রতি কোন রাজ্যে "24th National Para-Swimming Championship" অনুষ্ঠিত হলো?
উত্তর:- গোয়া।
আরও পড়ুন:- 24th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স