23rd October 2024 Current Affairs in Bengali Quiz | 23rd অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

23rd October 2024 Current Affairs in Bengali Quiz | 23rd অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
23rd October 2024 Current Affairs in Bengali Quiz | 23rd অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 23rd October 2024 Current Affairs in Bengali Quiz | 23rd অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 23rd October 2024 Current Affairs in Bengali Quiz | 23rd অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




23rd October 2024 Current Affairs in Bengali Quiz | 23rd অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. সম্প্রতি ভারতে মালদ্বীপের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন কে?

উত্তর:- Aishath Azeema.

2. সম্প্রতি জামনগর রাজকীয় সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে অভিষিক্ত হয়েছেন কোন ভারতীয় প্রাক্তন ক্রিকেটার?

উত্তর:- অজয় ​​জাদেজা


3. International Brain Research Organisation (IBRO) -এর প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- শুভা টোলে।

4. প্রতিবন্ধীদের জন্য একটি কর্মসংস্থান পোর্টাল চালু করেছে কোন রাজ্য সরকার?

উত্তর:- তেলেঙ্গানা।

5. ভারতের ৫১তম প্রধান বিচারপতি হিসেবে কার নাম সুপারিশ করা হয়েছে?

উত্তর:- সঞ্জীব খান্না।


6. সম্প্রতি কোন রাজ্যে "Mera Hou Chongba" উৎসব পালিত হল?

উত্তর:- মণিপুরে।

7. চন্দ্রযান-৩-এর সাফল্যের জন্য সম্প্রতি IAF World Space Award -এ সম্মানিত হলেন কে?

উত্তর:- ইসরো চেয়ারম্যান ড. এস সোমনাথ।

8. ইন্ডিয়ান কোস্ট গার্ডের ২৬তম ডিরেক্টর জেনারেল হিসেবে সম্প্রতি কে দায়িত্ব গ্রহণ করেছেন?

উত্তর:- পরমেশ শিবমণি।


8. সম্প্রতি কে "Femina Miss India 2024" শিরোপা জিতেছেন?

উত্তর:- মধ্যপ্রদেশের নিকিতা পোরওয়াল।

10. সম্প্রতি JSW Sports -এর Director of Cricket হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে?

উত্তর:- সৌরভ গাঙ্গুলী।

আরও পড়ুন:- 22nd অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post