24th October 2024 Current Affairs in Bengali Quiz | 24th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

24th October 2024 Current Affairs in Bengali Quiz | 24th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স
24th October 2024 Current Affairs in Bengali Quiz | 24th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি 24th October 2024 Current Affairs in Bengali Quiz | 24th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে 24th October 2024 Current Affairs in Bengali Quiz | 24th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স।




24th October 2024 Current Affairs in Bengali Quiz | 24th অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

1. "বিশ্ব পোলিও দিবস" (World Polio Day) কোন দিন পালিত হয়ে থাকে?

উত্তর:- 24th অক্টোবর

2. জাতীয় মহিলা কমিশনের নতুন চেয়ারপারসন হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- বিজয়া কিশোর রাহাতকর (Vijaya Kishore Rahatkar).


3. ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের নতুন সভাপতি হিসেবে কে নিযুক্ত হয়েছেন?

উত্তর:- অভ্যুদয় জিন্দাল (Abhyudaya Jindal)

4. RBI সম্প্রতি Navi Finserv সহ কয়টি NBFC -এর উপর বিধিনিষেধ আরোপ করেছে?

উত্তর:- 5 টি

5. ভারতীয় সেনাবাহিনী কোন রাজ্যে 'স্বাবলম্বন শক্তি অনুশীলন' আয়োজন করছে?

উত্তর:- উত্তর প্রদেশ


6. টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বল করে 300 উইকেট নেওয়া বোলার কে হয়েছেন?

উত্তর:- কাগিসো রাবাদা (Kagiso Rabada)

7. কোন দেশ 2024 সালের BRICS শীর্ষ সম্মেলন আয়োজন করছে?

উত্তর:- রাশিয়া

8. UDAN প্রকল্পের অধীনে উত্তরপ্রদেশের কোন জেলায় একটি নতুন বিমানবন্দর উদ্বোধন করা হয়েছে?

উত্তর:- সাহারানপুর (Saharanpur)


9. জাতীয় প্যারা-সুইমিং চ্যাম্পিয়নশিপ 2024 কোথায় আয়োজিত হচ্ছে?

উত্তর:- পানাজি

10. বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের নাম 'দানা' রেখেছে কোন দেশ?

উত্তর:- কাতার (Qatar)

আরও পড়ুন:- 23rd অক্টোবর 2024 দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স

Previous Post Next Post