একনজরে পৃথিবী গ্রহ সংক্রান্ত প্রশ্ন উত্তর | Earth Related Important Questions Answers

 

একনজরে পৃথিবী গ্রহ সংক্রান্ত প্রশ্ন উত্তর | Earth Related Important Questions Answers
একনজরে পৃথিবী গ্রহ সংক্রান্ত প্রশ্ন উত্তর | Earth Related Important Questions Answers

সুপ্রিয় বন্ধুরা,

Wellcome to www.ajjkal.com চাকরির পরীক্ষার প্রস্তুতির সেরা ঠিকানা, আজ নিয়ে এসেছি একনজরে পৃথিবী গ্রহ সংক্রান্ত প্রশ্ন উত্তর | Earth Related Important Questions Answers . প্রতিবছর বিভিন্ন পরীক্ষার যেমন WBP | WBTET | WBCS | SSC | TET | WBPSC | Food SI | BANK EXAM | All Jobs Exam | রাজ্য বা দেশের বিভিন্ন চাকরির পরীক্ষা | স্কুল ও কলেজের বিভিন্ন পরীক্ষার প্রস্তুতি পত্র আপনাদের বিনামূল্যে দিয়ে এসেছি। তাই www.ajjkal.com আজ আপনাদের জন্য নিয়ে এসেছে একনজরে পৃথিবী গ্রহ সংক্রান্ত প্রশ্ন উত্তর | Earth Related Important Questions Answers।




একনজরে পৃথিবী গ্রহ সংক্রান্ত প্রশ্ন উত্তর | Earth Related Important Questions Answers

পৃথিবীর ওজন ➤ প্রায় ৬,৬৯৭ x ১০১৮ টন।

পৃথিবীর ক্ষেত্রফল ➤ ৫১,০১,০০,৫০০ বর্গ কিমি.।

পৃথিবীর স্থলভাগ ➤ ১৪,৮৯,৫০,৮০০ বর্গ কিমি.

পৃথিবীর জলভাগ ➤ ৩৬,১১,৪৯,৭০০ বর্গ কিমি.।

পৃথিবীর মেরু বরাবর পরিধি ➤ ৪০,০০০ কিমি.।

পৃথিবীর বিষুবরেখা বরাবর পরিধি ➤ ৪০,০৬৭ কিমি.।


পৃথিবীর মেরু ব্যাস ➤ প্রায় ১২,৭১৪ কিমি.।

পৃথিবীর বিষুব বরাবর ব্যাস ➤ প্রায় ১২,৭৫৭ কিমি.।

পৃথিবীপৃষ্ঠের অভিকর্ষ ➤ ৩২.০৪১ ফিট/সেকেন্ড2

মিন রেডিয়াস ➤ ৬,৩৭১.০ কিমি।

পােলার রেডিয়াস ➤ ৬,৩৫৬.৮ কিমি।

উপরিতলের উষ্ণতা ➤ -৮৮/৫ (সর্বনিম্ন/সর্বোচ্চ)° সেন্টিগ্রেড।


ঘূর্ণনের সময় ➤ ২৩,৯৩৪ ঘন্টা

ঘূর্ণনের গতি ➤ ১৬৭০ কিমি/ঘন্টা

নিকটতম গ্রহ থেকে দূরত্ব ➤ ৩৮ মিলিয়ন কিমি (শুক্র থেকে দূরত্ব)

আয়তন ➤ পৃথিবীর ৭০.৮% ভাগ জল এবং মাত্র ২৯.২% ভূখন্ড

ঘনত্ব ➤ ১০৮০০,০০,০০০,০০০ ঘন কিমি (২৬০০০,০০,০০,০০০ ঘন মাইল)।

জলবায়ু ➤ পৃথিবীর দুই গােলার্ধের সুবৃহৎ দুই শীত অঞ্চলকে মধ্যবর্তী দুই নাতিশীতােষ্ণু অঞল, মধ্যস্থতায় উঃ অঞলকে পৃথক করে, পৃথিবীর বিভিন্ন জলবায়ুর মন্ডল তৈরী করেছে।

ভূ-ত্বক ➤ সর্বোচ্চ শিখর এভারেস্ট পর্বত যা ৮,৮৫০ মি. উচ্চ (২৯,০৩৫ ফিট) সর্বনিম্নস্থান ডেডসীতে ৪১১ মি (১,৩৪৯ ফিট) সাগর পৃষ্ঠ থেকে নিম্নস্থান। সবচেয়ে বৃহৎ খাত্ হ’ল মারিয়ানা ট্রেঞ্জ -১০, ৯২৪ মি (-৩৫,৮৪০ ফিট) নিম্নে স্থিত-প্রশান্ত মহাসাগরে।


পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব (অপসূর) ➤ ১৫ কোটি ২০ লক্ষ কিমি.।

পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব (অনুসূর) ➤ ১৪ কোটি ৭০ লক্ষ কিমি.।

পৃথিবীতে সূর্যের আলাে আসতে সময় লাগে ➤ ৮ মিনিট ১৯ সেকেণ্ড।

পৃথিবীর আহ্নিক গতির সময় ➤ ২৩ ঘন্টা ৫৬ মিনিট ৪.০৯ সেকেণ্ড।

পৃথিবীর পরিক্রমণ গতির সময় ➤ ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৬ সেকেণ্ড।

পৃথিবীর বার্ষিক গতির বেগ/পৃথিবীর সূর্য প্রদক্ষিণ বেগ ➤ ৩০ কিমি./সেকেণ্ড।

পৃথিবীর কক্ষপথের দৈর্ঘ্য ➤ প্রায় ৯৬ কোটি কিমি.।


পৃথিবীতে মহাদেশের সংখ্যা ➤ সাতটি।

পৃথিবীতে মহাসাগরের সংখ্যা ➤ পাঁচটি।

মােট সমুদ্র ➤ ১৩৭ টি।

পৃথিবী কত বেগে সূর্যকে প্রদক্ষিণ করে ➤ ২০ কিমি./সেকেণ্ড।

পৃথিবীর অক্ষ কক্ষ তলের সাথে হেলার পরিমাণ ➤ ৬৬১/২° কোণে।

পৃথিবীর ঋতু বৈচিত্র্য দেখা যায় না ➤ নিরক্ষীয় অঞ্চলে ও মেরু অঞ্চলে।

পৃথিবী থেকে চাঁদের দূরত্ব ➤ ৩ লক্ষ ৮৪ হাজার ৪০০ কিমি.।

পৃথিবীর উপগ্রহ চাঁদের ব্যাস ➤ ৩,৪৭৫ কিমি.।

পৃথিবীকে চাঁদের পরিক্রমণ সময় ➤ ২৭ দিন ৭ ঘন্টা ৪৩ মিনিট ১১.৪৭ সেকেণ্ড।

চাঁদের দৈনিক তাপমাত্রা ➤ দিনে ১০০° সেন্টিগ্রেড, রাত্রে ১৮০° সেন্টিগ্রেড।

চাঁদের সর্বোচ্চ পর্বত ➤ লিবনিজ (১০,৬৬০ মিটার)।


পৃথিবীতে চাঁদের আলাে আসতে সময় লাগে ➤ ১.৩ সেকেণ্ড।

বৃহত্তম মহাদেশ ➤ এশিয়া (৪,৩৯,৯৮,০০০ বর্গকিমি)

ক্ষুদ্রতম মহাদেশ ➤ অস্ট্রেলিয়া (৯০,০৮,৫০০ বর্গকিমি)

বৃহত্তম দেশ ➤ রাশিয়া (১,৭০,৯৮,২৪২ বর্গকিমি) 

ক্ষুদ্রতম দেশ ➤ ভাটিকান সিটি (০.৪৪ বর্গকিমি)

বৃহত্তম মহাসাগর ➤ প্রশান্ত মহাসাগর (১৬,৬২,৪১,০০০ বর্গকিমি)

ক্ষুদ্রতম মহাসাগর ➤ সুমেরু মহাসাগর (১,৪০,৫৬,০০০ বর্গকিমি)

উচ্চতম পর্বত ➤ মাউন্ট এভারেস্ট (২৯,০২৯ ফুট, নেপাল) 

দীর্ঘতম নদী ➤ নীল (৬,৬৫০ কিমি) 

বৃহত্তম হ্রদ ➤ কাস্পিয়ান সাগর (৩,৭১,০০০ বর্গকিমি)

আরও পড়ুন:- 1000 জেনারেল নলেজ প্রশ্ন উত্তর PDF

Previous Post Next Post